কারেন্ট অ্যাফেয়ার্স ২২ জানুয়ারি, ২০১৯

486
0
Current Affairs 3rd June

আন্তর্জাতিক

  • ভেনেজুয়েলায় সেনা অভ্যুত্থানের প্রচেষ্টা রুখে দিলেন সে দেশের রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো। সেনাবাহিনীর একাংশকে নিয়ে সেনার সদর দপ্তর দখলের চেষ্টা ব্যর্থ করে গ্রেপ্তার করা হল বিদ্রোহী নেতা ওয়ানড্রেস ফিগুয়েরাকে। দেশের প্রধান বিরোধী দলও গণ বিদ্রোহের ডাক দিয়েছে।
  • আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করলে ১৭ বছর আগের যুদ্ধকালীন পরিস্থিতি ফিরে আসবে এবং পাক মদতপুষ্ট জঙ্গিদের বাড়বাড়ন্ত হবে। এই ভাষাতেই মার্কিন প্রশাসনকে সতর্ক করল সে দেশের থিঙ্ক ট্যাঙ্ক রান্ড (Rand) কর্পোরেশন’।

জাতীয়

  • জীবন্ত অবস্থায় এক মহিলাকে চিতায় তুলে আগুন লাগিয়ে দেওয়া হল। এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে বিহারের ভোজপুরে। এই ঘটনায় তাঁর স্বামীকে গ্রেপ্তার করা হল।
  • ভি ভি প্যাটে ভুল স্থানে ভোট পড়েছে  বলে কেউ দাবি করলে তাঁকে তা প্রমাণ করতে হবে। অন্যথায় কারাদণ্ডর সংস্থান থাকবে বলে জানাল নির্বাচন কমিশন।

বিবিধ

  • শতাব্দী এক্সপ্রেসের বিকল্প হিসেবে দেশে চালু করা হবে সেমি হাইস্পিড `ট্রেন ১৮’ । তবে এর ভাড়া হবে অন্তত ৪০ শতাংশ বেশি। এদিন রেলমন্ত্রক এ কথা জানাল।
  • জিএসটি সংগ্রহ কেন কম হচ্ছে তা খতিয়ে দেখতে মন্ত্রিগোষ্ঠী তৈরি করল জিএসটি পরিষদ।
  • রাষ্ট্রপতি ভবনে ২০১৯ সালের বাল শক্তি পুরস্কার প্রদান করলেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ।

খেলা

  • অবিশ্বাস্য কীর্তি স্থাপন করলেন ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। আইসিসি প্রদত্ত ২০১৮ সালে বিশ্ব ক্রিকেটের ত্রিমুকুট জিতলেন তিনি। তাঁর আগে বিশ্বের অন্য কোনো ক্রিকেটার এই নজির দেখাতে পারেননি। কোহলি পাচ্ছেন বর্ষসেরা ক্রিকেটারের স্যার গ্যারফিল্ড সোবার্স অ্যাওয়ার্ড।এ ছাড়াও তিনি পাচ্ছেন বর্ষসেরা টেস্ট এবং বর্ষসেরা একদিনের শ্রেষ্ঠ ক্রিকেটারের পুরস্কার। এই ত্রিমুকুট পেলেন ২০১৮ সালের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে।এ ছাড়াও তিনি আইসিসি টেস্ট এবং একদিনের বিশ্ব একাদশের অধিনায়কও নির্বাচিত হয়েছেন। ২০১৮ সালে ১৩টি টেস্টে ২৪ ইনিংসে ৫টি শত রান সহ ১৩২২ রান এবং একদিনের ক্রিকেটে ৬টি শতরান সহ ১২০২ রান করেছেন কোহলি।
  • অস্ট্রেলীয় ওপেনে মিক্সড ডাবলসের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিল লিয়েন্ডার পেজ- সামান্থা স্টোসুর জুটি।
  • প্রাক্তন ভারতীয় হকি খেলোয়াড় রাঘবীর সিং ভোলার (৯২) জীবনাবসান হল।