কারেন্ট অ্যাফেয়ার্স ২২ মার্চ, ২০১৯

1003
0

আন্তর্জাতিক

  • চিনে একটি রাসায়নিক কারখানায় তীব্র বিস্ফোরণে মৃত্যু হল ৬৪ জনের। আহত হলেন ৯০ জন। জিয়াংশু প্রদেশে ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণের তীব্রতায় মৃদু ভূকম্পনও অনুভূত হয়।
  • পাকিস্তানের বিধ্বস্ত অর্থনীতিকে সাহায্য করতে ২১০ কোটি ডলার ঋণ দেওয়ার কথা জানাল চিন।

 

জাতীয়

  • সন্ত্রাস দমন আইনে কেন্দ্রীয় সরকার নিষিদ্ধ ঘোষণা করল জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্টকে। বিচ্ছিন্নতাবাদীদের মদত দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এই ফ্রন্টের নেতা ইয়াসিন মালিক।
  • জম্মু ও কাশ্মীরের বান্দিপোরায় এক পণবন্দি কিশোরকে হত্যা করল দুই জঙ্গি। তারা পাক নাগরিক বলে জানা গেল। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল ২ জঙ্গিরই।
  • জইশ-ই-মহম্মদ সদস্য সাজ্জাদ খানকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ। পুলওয়ামা হামলার মূলচক্রী মুসাদির খানের ঘনিষ্ঠ সহযোগী সাজ্জাদ।
  • ৪৮ ঘণ্টার চেষ্টায় হরিয়ানার হিসারে ৬০ ফুট গভীর নলকূপ থেকে দেড় বছরের শিশু নাদিমকে উদ্ধার করল সেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।

 

বিবিধ

  • গত ১৫ মার্চ পর্যন্ত দেশের নগদের পরিমাণ ছিল ২১.৪১ লক্ষ কোটি টাকা। ২০১৮ সালের তুলনায় তা ১৯.১ শতাংশ বেশি। এই তথ্য জানাল আরবিআই। চলতি অর্থবর্ষে বিলগ্নীকরণ থেকে ৮৫,০০০ কেটি টাকা আয় হয়েছে বলে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তবে এর একটা বড় অংশ রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির মধ্যে অংশীদারি হস্তান্তর।

 

খেলা

  • সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ ২০১৯ খেতাব জিতল ভারত। এদিন নেপালের মাঠে ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারাল ভারত। ভারতীয় দলের কোচও মহিলা। তাঁর নাম মায়মল রকি। ভারতের পক্ষে গোল করলেন দালিমা, সঞ্চু ও অঞ্জু। বাংলার সংগীতা বাঁশফোর দলে ছিলেন। মেয়েদের সাফ ফুটবলে ভারত এই নিয়ে টানা ৫ বার চ্যাম্পিয়ন হল। পর পর ২৩ ম্যাচ অপরাজিত রয়েছে ভারত। প্রতিযোগিতায় ৫ গোল করেছেন ভারতের ইন্দুমতি।
  • মেয়েদের একদিনের ক্রিকেটে ব্যাটসম্যান এবং বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন যথাক্রমে স্মৃতি মান্থানা এবং ঝুলন গোস্বামী।
  • ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ২০,০০০ ইউরো জরিমানা করল উয়েফা। চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে হ্যাটট্রিকের পর অভব্য আচরণের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।