কারেন্ট অ্যাফেয়ার্স ২৩ ডিসেম্বর ২০১৭

869
0
current-affairs-picture-23122017

জাতীয়

  • পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত হলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। রাঁচির বিশেষ সিবিআই আদালতের বিচারক শিবপাল সিং মোট ১৬ জনকে দোষী সাব্যস্ত করলেন। আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র সহ ৬ জন বেকসুর খালাস ঘোষিত হয়েছেন। দেওঘর ট্রেজারি মামলায় এই রায় দেওয়া হল। প্রসঙ্গত, পশুখাদ্য কেলেঙ্কারির অন্য মামলাতেও কারাদণ্ড হয়েছে লালুপ্রসাদ যাদবের। তিনি বর্তমানে জামিনে রয়েছেন। এই রায়ের পরই তাঁকে বীরসা মুন্ডা কারাগারে নিয়ে যাওয়া হয়। লালুর কন্যা মিসা ভারতী এবং তাঁর স্বামী শৈলেশ কুমারের বিরুদ্ধে অর্থ তছরূপ সংক্রান্ত একটি মামলায় চার্জশিট পেশ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
  • রাজস্থানের সোয়াই মাধোপুর জেলায় বনাস নদীতে সেতু ভেঙে একটি বাস পড়ে যাওয়ায় মৃত্যু হল ৩৩ জন যাত্রীর।

আন্তর্জাতিক

  • উত্তর কোরিয়ায় পরিশোধিত পেট্রোলিয়ামজাত পণ্যের জোগান নিয়ন্ত্রিত করার প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাশ হল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে। মার্কিন যুক্তরাষ্ট্র প্রস্তাবটি এনেছিল। এর ফলে কিম জং উনের দেশ পরমাণু অস্ত্র বানানোয় ব্যর্থ হবে বলে মনে করা হচ্ছে। প্রস্তাবে সায় দিয়েছে চিনও।
  • ঘূর্ণিঝড় ‘তেমবিন’-এর দাপটে অন্তত ১৩৩ জনের মৃত্যু হল দক্ষিণ ফিলিপিন্সে। কয়েক দিন আগেই ‘কাইতাক’ ঘূর্ণিঝড়ে দেশটির মধ্যাংশে ৫৪ জনের মৃত্যু হয়েছিল।
  • ক্যালিফোর্নিয়ার দাবানলকে ওই প্রদেশের বৃহত্তম দাবানল বলে মনে করা হচ্ছে। ২,৭৩,৪০০ একর এলাকায় ছড়িয়ে পড়েছে দাবানল। জাতীয় উদ্যানের ৪২৭ বর্গ মাইল এলাকা দাবানলের গ্রাসে।
  • আগামী এপ্রিলে ক্ষমতা ছাড়ার কথা জানালেন রাউল কাস্ত্রো।

খেলা

  • জয়পুরে নিজের দশম পেশাদার বক্সিং লড়াইয়েও জয়ী হলেন বিজেন্দর সিং। সোয়াই মান সিং স্টেডিয়ামে তিনি হারিয়ে দিলেন ঘানার আর্নেস্ট আমুজুকে। ২০১৫-র অক্টোবর মাসে পেশাদার বক্সিং শুরুর পর দশম লড়াইয়েও তিনি অপরাজিত থাকলেন। ধরে রাখলেন তাঁর এশিয়া প্যাসিফিক ও ওরিয়েন্টাল খেতাব।
  • প্রো কবাডি লিগে সর্বোচ্চ ৫৫ লক্ষ টাকা দাম পেলেন দিল্লি সুলতান দলে যোগ দেওয়া সুশীল কুমার।
  • লা লিগার ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে তাদের মাঠেই ৩-০ গোলে হারাল বার্সেলোনা। এদিন গোল করলেন লিওনেল মেসি। এল ক্লাসিকোয় এটি তাঁর ২৫তম গোল।

বিবিধ

  • ২০১৭ সালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ৬৫ জন সাংবাদিকের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নিহত হয়েছেন ৫০ জন। রিপোটার্স উইদাউথ বর্ডারস এই তথ্য জানাল। তবে এই সংখ্যা গত ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন বলে জানানো হয়েছে।
  • ইউনিসেফের এগজিকিউটিভ ডিরেক্টর হলেন প্রাক্তন মার্কিন আমলা হেনরিয়েটা এইচ ফোর।