কারেন্ট অ্যাফেয়ার্স ২৩ সেপ্টেম্বর ২০১৯

640
0
Current Affairs 23 Sep 2019

আন্তর্জাতিক

  • নিউইয়র্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এই বৈঠকের পর ট্রাম্প পুনরায় কাশ্মীর নিয়ে মধ্যস্থতার প্রস্তাব দিলেন।
  • রাষ্ট্রসঙ্ঘের আন্তর্জাতিক মঞ্চে জলবায়ু পরিবর্তন বিষয়ে বক্তৃতা দিলেন সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গ। পরিবেশ রক্ষায় রাষ্ট্রনায়কেরা নিজেরাই সময়সীমা নির্ধারণ করে বার-বার তা ভাঙছেন বলে অভিযোগ করলেন গ্রেটা। তাঁর দেখানো পথেই ‘পরিবেশের জন্য শুক্রবার’ নামক আন্দোলনে অংশ নিচ্ছেন বিশ্বের হাজার-হাজার পড়ুয়া। সেই আন্দোলনে বসা প্রসঙ্গে রাষ্ট্রনায়কদের দিকে গ্রেটার অভিযোগ, ‘তোমরা আমার শৈশব কেড়েছ।’
  • ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এদিন রাষ্ট্রসঙ্ঘের গ্লোবাল ক্লাইমেট সামিটে বক্তব্য রাখলেন। ভারতে ২০২২ সালের মধ্যে পুনর্ব্যবহারযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা ৪৫০ গিগাওয়াট নেওয়া হয়েছে বলে জানালেন তিনি।

জাতীয়

  • দিল্লিতে রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়া অ্যান্ড সেনসাস কমিশনারের নতুন বাড়ি ‘জনগণনা ভবন’-এর শিলন্যাস করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০২১ সালের জনগণনায় ডিজিটাল উপায়ে তথ্য সংগ্রহ করা হবে বলে জনালেন তিনি। মোবাইল অ্যাপের মাধ্যমে এই তথ্য সংগ্রহ করা হবে বলেও জানালেন শাহ। নাগরিকদের জন্য আধার, প্যান, ভোটার, ড্রইভিং লাইসেন্স, ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রভৃতি মিলিয়ে একটি মাত্র কার্ড তৈরির প্রস্তাব দিলেন তিনি।

বিবিধ

  • এদিন সেনসেক্স বৃদ্ধি পেল ১০৭৫.৪১ পয়েন্ট। দুদিনে সেনসেক্স বৃদ্ধি পেল ২৯৯৭ পয়েন্ট। সেনসেক্স পেরিয়ে গেল ৩৯ হাজারের গণ্ডি। এদিন নিফটি ৩২৬ পয়েন্ট বৃদ্ধি পেল। দুদিনে লগ্নিকারীদর শেয়ারবাজারের সম্পদ ১০.৩৫ লক্ষ কোটি টাকা বৃদ্ধি পেল।
  • ২০২০ সালের ১ জনুয়ারি থেকে কর্মচারীদের বেতন বিষয়ে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা। শিল্প ক্ষেত্রে ফায়ার লাইসেন্স ৯২ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হল।

খেলা

  • ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেলেন লিওনেল মেসি। এদিন মিলানে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে পুরস্কৃত করা হল। এই নিয়ে ষষ্ঠবার তিনি এই সম্মান পেলেন। এর আগে ২০০৯, ২০১০, ২০১২ ও ২০১৫ সালে ফিফার বর্ষসেরা পুরস্কার জিতেছিলেন মেসি।
  • অনূর্ধ্ব ১৮ সাফ কাপে ভারত-বাংলাদেশ ম্যাচ গোলশূন্যভাবে শেষ হল।
  • মাধব আপ্তে (৮৬) প্রয়াত হলেন। দেশের হয়ে ৭টি টেস্ট খেলেছিলেন। ৬৭টি প্রথম শ্রেণির ম্যাচে তাঁর সংগ্রহ ৬টি শতরান ও ১৬টি অর্ধশতরান সহ ৩৩৩৬ রান।