কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ এপ্রিল ২০২০

733
0

আন্তর্জাতিক

  • বিশ্বে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১,৯৫,১১৪৷ আক্রান্ত হয়েছেন ২৭,৯৯,৬৪২ জন৷ মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৫০,২৪৩ জনের৷ চিনের সরকারি সংস্থা জানিয়েছে সেখানে দৈনিক সংক্রমিত রোগী বৃদ্ধির হার দশের কমে নেমে এসেছে৷ কিন্তু দুটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার দাবি, চিনের গিলিড সায়েন্সেসের তৈরি রেসিডেসিভিয়ার নামে একটি প্রতিষেধকের হিউম্যান ট্রায়াল ব্যর্থ হয়েছে৷ ২৩৭ জন করোনা আক্রান্তকে নিয়ে গবেষণা চালানো হয়েছিল৷ অন্যদিকে এদিন থেকে সৌদি আরবে শুরু হল রমজান মাসের রোজা৷ করোনা সংক্রমণের পরিপ্রেক্ষিতে এবছর মক্কা ও মদিনায় হজ তীর্থযাত্রা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন সৌদির রাজা৷ ইরান, মিশর, কাতার, আরব আমিরশাহি, বাংলাদেশে ঘরে বন্দি থেকেই ধর্মপালনের নির্দেশ দেওয়া হয়েছে৷ পাকিস্তানে শর্তসাপেক্ষে মসজিদে নমাজ পড়ার অনুমতি দেওয়া হয়েছে৷ মার্কিন মুলুকে করোনার প্রকোপ বাড়লেও জর্জিয়া, টেনেসি, সাউথ ক্যারোনাইনার মতো বিভিন্ন প্রদেশ থেকে লকডাউন তুলে নেওয়া হচ্ছে৷

 

জাতীয়

  • গত ২৪ ঘণ্টায় দেশে ১৭৫২ জন করোনা ভাইরাসে সংক্রমিত হলেন৷ এই সংক্রমণে মৃত্যু হয়েছে ৭২৩ জনের৷ মহারাষ্ট্র, গুজরাট ও দিল্লিতে যথাক্রমে ৬৪৩০, ২৬২৪ ও ২৩৭৬ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন৷ মহারাষ্ট্র ও গুজরাটে মৃত্যু হয়েছে যথাক্রমে ২৮৩ ও ১১২ জনের৷ গোয়া, মণিপুর ও ত্রিপুরা এখনও পর্যন্ত করোনা মুক্ত রয়েছে বলে দাবি৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এদিন এক নির্দেশিকায় জানাল, বাজারের মধ্যে নয় এমন দোকানগুলি শর্তসাপেক্ষে খোলা যাবে৷ পশ্চিমবঙ্গের মুখ্যসচিব রাজীব সিন্‌হা জানিয়েছেন, রোজ্যে করোনায় মৃতের সংখ্যা ১৮৷ করোনায় আক্রান্ত হলেও আদতে “অন্য” ব্যাধিতে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে বলা হয়েছে৷ গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ৫১ জন৷ এদিকে দিল্লি চিড়িয়াখানায় মৃত্যু হল ১৪ বছর বয়সী বাঘিনী কল্পনার৷ মৃত্যুর পিছনে করোনা সংক্রমণ রয়েছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে৷

 

বিবিধ

  • ফেসবুকের সঙ্গে চুক্তির ফলে রিয়ায়েন্স ইন্ডাস্ট্রিজের সম্পদ বৃদ্ধি পেয়েছে৷ সংস্থার কর্ণধার মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণ হল ৩৮ লক্ষ কোটি টাকা৷ তিনি এশিয়ার ধনীতম ব্যক্তিতে পরিণত হলেন৷ ব্লুসবার্গ সূচক অনুযায়ী তিনি পিছনে ফেললেন আলিবাবা সংস্থার প্রধান জ্যাক মা-কে৷

 

খেলা

  • ইউরো কাপ এক বছর পিছিয়ে ২০২১ সালে অনুষ্ঠিত হলেও তার নাম ইউরো ২০২০ হিসাবে চিহ্নিত হবে বলে জানাল উয়েফা৷