কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ জুন ২০১৮

602
0

জাতীয়

  • গুজরাটের বরোদায় স্কুলের মধ্যেই নবম শ্রেণির এক ছাত্রের খুনের ঘটনায় আটক করা হল ওই স্কুলেরই দশম শ্রেণির এক ছাত্রকে। হোমওয়ার্ক না করায় বকাবকি করা হয়েছিল তাকে। সেই রাগে স্কুল বন্ধের উদ্দেশ্যে সে এই কাণ্ড ঘটায় বলে অভিযোগ।
  • এক সেনা মেজরের স্ত্রী শৈলজা দ্বিবেদীকে হত্যার অভিযোগে মীরাট থেকে গ্রেপ্তার করা হল আর এক সেনা মেজর নিখিল খান্ডাকে।

আন্তর্জাতিক

  • পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী এদিন থেকে ফের সৌদি আরবে মেয়েরা গাড়ি চালানোর অধিকার ফিরে পেলেন। সৌদির রাজা মহিলাদের উৎসাহ জানিয়ে বললেন, ‘কট্টরপন্থার দিন শেষ’। দিনটিকে গাড়ি চালিয়েই স্মরণীয় করে রাখলেন বহু মহিলা। সৌদির মোটর স্পোর্টস অ্যাসোসিয়েশনের প্রথম মহিলা সদস্য আসিল আল হামাদ ফর্মুলা ওয়ান চালিয়ে দিনটিকে স্বাগত জানালেন।
  • পাকিস্তানের সাধারণ নির্বাচনে ঘুরপথে প্রতিদ্বন্দ্বিতা করছে মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদের সমর্থকরা। সইদের ছেলে হাফিজ তালিহা সইদ, জামাই হাফিজ খালিদ ওয়ালিদ ভোটে লড়ছেন। হাফিজের সংগঠন জামাত উদ দাওয়ার স্বীকৃতি বাতিল হয়েছে। তিনি ছায়া সংগঠন আল্লা হো আকবর তেহরিক-এর মাধ্যমে ২৬৫ আসনে প্রার্থী দিয়েছেন।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার লেক্সিংটনে একটি রেস্তোরাঁ থেকে সবিনয়ে বের করে দেওয়া হল মার্কিন রাষ্ট্রপতির প্রেস সচিব সারা স্যান্ডার্সকে। সারা যে উগ্র, আগ্রাসী রাজনীতির প্রচারক, তার প্রতিবাদে এই পদক্ষেপ বলে জানা গেছে।

খেলা

  • চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ভারত ২-১ গোলে হারিয়ে দিল আলিম্পিকে সোনাজয়ী দল আর্জেন্টিনাকে।
  • রাশিয়া বিশ্বকাপে প্রথম ম্যাচে জয় পেয়েছিল জাপান। এদিন দ্বিতীয় ম্যাচে তাদের সেনেগালের সঙ্গে ম্যাচ ২-২ গোলে ড্র হল। এদিন ইংল্যান্ড পানামাকে ৬-১ গোলে পরাস্ত করল। হ্যাটট্রিক করলেন হ্যারি কেন। এই বিশ্বকাপে এখন তিনিই সর্বোচ্চ গোলদাতা (৫)। এই প্রথম ইংল্যান্ড দলের কোনো অধিনায়ক বিশ্বকাপে হ্যাটট্রিক করলেন। এদিন কলম্বিয়া ৩-০ গোলে হারাল পোল্যান্ডকে।

বিবিধ

  • দিল্লিতে রেলের নতুন যাত্রাপথের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির মুন্ডকা থেকে হরিয়ানার বাহাদুরগড় পর্যন্ত ১১ কিমি পথে এই ট্রেন চলাচল শুরু হল।
  • বাঁকুড়ার নড়রা গ্রাম পঞ্চায়েতের একটি গ্রাম থেকে মাটি খুঁড়তে গিয়ে উদ্ধার হল মোগল বাদশাহদের আমলের রৌপ্য মুদ্রা।