কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ জুন, ২০১৯

768
0
Current Affairs 26th January

আন্তর্জাতিক

  • বাংলাদেশে রেলসেতু ভেঙে বেলাইন হল একটি ট্রেন। এতে ৪ জনের প্রাণহানি হয়েছে। জখম দুই শতাধিক। মৌলবি বাজারে বরমচা স্টেশনের কাছে মনছড়া রেল সেতু অতিক্রম করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়া ট্রেনটির নাম উপবন এক্সপ্রেস।
  • সৌদি আরবের রাজা ও যুবরাজের সঙ্গে দেখা করলেন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পোয়ো। ইরানবিরোধী জোট অটুট রাখার প্রশ্নে এই সফর বলে জানিয়েছেন তিনি।
  • বাংলাদেশের ২৮ বছরের যুবক আবুল বাজন্দরের চিকিৎসার দায়িত্ব নিল শেখ হাসিনা সরকার। এপিডার্মোডিসলেক্সিয়া বা ট্রি ম্যান রোগে আক্রান্ত আবুল। বিশ্বে মাত্র ১২ জন এই রোগে আক্রান্ত। আবুলকে বলা হয় বাংলাদশের ‘ট্রি ম্যান’।

জাতীয়

  • কোনো ব্যক্তি সন্ত্রাসবাদী কর্মে যুক্ত থাকার প্রমাণ পেলে তাকে জঙ্গি বলে ঘোষণা করতে পারবে এনআইএ। এতদিন তারা কেবল কোনো গোষ্ঠীকে অনুরূপ ঘোষণা করতে পারত। তাদের এই ক্ষমতা দান করল কেন্দ্রীয় মন্ত্রিসভা।
  • মদ্যপ অবস্থায় গাড়ি চালালে জরিমানার অঙ্ক বেড়ে হল ১০ হাজার টাকা। এই মর্মে মোটর ভেহিকেল আইনী সংশোধনী আনার কথা জানাল কেন্দ্রীয় সরকার। এই সংশোধনী বিল পেশ হবে সংসদে।
  • আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। প্রাক্তন এই আমলা গুজরাট থেকে রাজ্যসভার ভোটে প্রার্থী হচ্ছেন।

বিবিধ

  • মেয়াদ শেষের ৬ মাস আগেই রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর বিরল আচার্য ইস্তফা দিলেন। নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের স্টার্ন স্কুল অব বিজনেসের অধ্যাপক বিরল ২০১৬ সালে ওই পদে যোগ দিয়েছিলেন। তিনি আরবিআই–এর কনিষ্ঠতম ডেপুটি গভর্নর ছিলেন।
  • গত ৫ অর্থবর্ষে দেশের ১৭টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ইচ্ছাকৃত ঋণখেলাপির সংখ্যা ৬০ শতাংশ বেড়েছে বলে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

খেলা

  • ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ ৬২ রানে আফগানিস্তানকে হারাল। প্রথমে ব্যাট করে বাংলাদেশ ২৬২ রান তুলেছিল। এদিন একাধিক নজির গড়লেন বাংলাদেশের সাকিব আল হাসান । ৬৯ বলে ৫১ রান তুলে এবং বোলিংয়ে ৫টি উইকেট (১০-১২৯-৫) নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হলেন তিনি। চলতি বিশ্বকাপে ৪০০-র বেশি রান ও ১০ উইকেট নেওয়ার নজির গড়ে ফেললেন  তিনি যা অতীতে কোনো বিশ্বকাপেই কেউ করতে পারেননি। বিশ্বকাপের একটি ম্যাচে অর্ধশতরান এবং ৫ উইকেট নেওয়ার এটি দ্বিতীয় রেকর্ড (প্রথমটি যুবরাজ সিংয়ের)। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসাবে বিশ্বকাপে ১০০০ রান করলেন তিনি।
  • কোপা আমেরিকায় আর্জেন্টনা ২-০ গোলে কাতারকে হারাল। কোয়ার্টার ফাইনালে উঠল তারা।
  • ট্রফি, স্মারক, পদক মিলিয়ে ৮২টি সামগ্রী নিলামে তুললেন বরিস বেকার। ২০১৭ সালে এই টেনিস খেলোয়াড়কে দেউলিয়া বলে ঘোষণা করেছিল ব্যাঙ্ক। জর্মানির এই টেনিস খেলোয়াড় ৬টি গ্র্যান্ডস্ল্যাম জিতেছিলেন।
  • ২০৩২ সাল পর্যন্ত অলিম্পিকে স্পনসর করার জন্য আইওসি–র সঙ্গে চুক্তিবদ্ধ হল কোকাকোলা।