কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ ডিসেম্বর ২০১৯

schedule
2019-12-27 | 06:45h
update
2019-12-27 | 06:45h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • মার্কিন সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে সৌদি আরব ৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। এই রায়কে স্বাগত জানাল মার্কিন যুক্তরাষ্ট্র।
  • পাক সরকারের বিরুদ্ধে পাক সুপ্রিম কোর্টে মামলা করলেন সে দেশের বিতর্কিত পরমাণু বিজ্ঞানী আবদুল কাদের খান। সরকার তাঁর মৌলিক অধিকারে হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেছেন তিনি। এর আগে একই অভিযোগে লাহোর হাইকোর্টে তিনি মামলা করলেও তা খারিজ করে দেওয়া হয়।
  • বাংলাদেশে ঋত্বিক ঘটকের পারিবারিক বাড়িটি ভেঙ সাইকেল গ্যারেজ তৈরির কাজ অবশেষে স্থগিত রাখা হল। রাজশাহির মিঞা পাড়ায় ওই বাড়িটি সংরক্ষণের দাবিতে সরব হয়েছে ১৩টি সাংস্কৃতিক সংগঠন।

 

জাতীয়

  • জাতীয় জনসংখ্যা পঞ্জীকরণ (এনপিআর) এবং জনগণনা (সেন্সাস) প্রক্রিয়ার জন্য যথাক্রমে ৩৯৪১ কোটি এবং ৮৭৫৪ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেন্দ্রীয় তথ্য সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেছেন, এই প্রক্রিয়ার সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই। এই সব প্রক্রিয়ায় কোনো কাগজ দেখাতে হবে না বলেও জানালেন তিনি, যদিও এর আগেই বেশ কয়েকবার দুয়ের মধ্যে ভিত্তি ও উপসংহারের সম্পর্কের কথা বলা হয়েছে সংসদেই।
  • পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে ১১০ কোটি টাকা প্রতারণার অভিযোগে মারুতির প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর জগদীশ খট্টরের বিরুদ্ধে মামলা করল সিবিই। মারুতি থেকে অবসরের পর তিনি কারনেশন অটো ইন্ডিয়া সংস্থা খুলেছিলেন। সেই সংস্থার বিরুদ্ধেই অভিযোগ উঠেছে।
Advertisement

 

বিবিধ

  • পরিবেশ রক্ষায় কাগজের ব্যবহার কমানার দৃষ্টান্ত স্থাপন করল ব্রিটিশ রাজপরিবার। ডিউক এবং ডাচেস অব সাসেক্স হ্যারি ও মেগারের শিশুপুত্র আর্চির পক্ষ থেকে সাদাকালো ই-কার্ড পাঠানো হয়েছে বড়দিনের প্রাক্কালে। এই প্রথম ব্রিটিশ রাজ পরিবারের কেউ ই–কার্ড প্রেরণ করলেন।
  • ভারতের আর্থিক মন্দা কাটাতে একগুচ্ছ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিল আইএমএফ।

 

খেলা

  • এই দশকের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হলেন রবিচন্দ্রন অশ্বিন। আইসিসি সূত্র জানাল, গত এক দশকে তাঁর সংগ্রহ ৫৬৪টি উইকেট। দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন (৫৩৫)।
  • আইসিসি প্রকাশিত টেস্ট বিশ্ব স্থানাঙ্কে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থানে থেকেই ২০১৯ সালকে বিদায় জানাতে চলছেন বিরাট কোহলি। এদিন এই তালিকা প্রকাশিত হল। প্রথম দশের মধ্যে ভারতের চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানেও রয়েছেন। বোলারদের মধ্যে প্রথম দশে রয়েছেন যশপ্রীত বুমরাহ। বছর শেষে টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পাঁচটি দেশ হল ভারত (৩৬০), অস্ট্রেলিয়া (২১৬), পাকিস্তান (৮০) এবং নিউজিল্যান্ড (৬০)।
  • আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে গত এক দশকে বিশ্বের শ্রেষ্ঠ দল বেছে নিল অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড। তা হল– রোহিত শর্মা, হাসিম আমলা, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, শাকিব আল হাসান, জন বাটলার, এম এস ধোনি (অধিনায়ক), মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, লাসিথ মালিঙ্গা এবং রাশিদ খান।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.05.2024 - 07:31:35
Privacy-Data & cookie usage: