কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ নভেম্বর ২০১৯

schedule
2019-11-28 | 12:09h
update
2019-11-28 | 12:09h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • বেকিং-এর ডিস্ট্রিক্ট কাউন্সিলের নির্বাচনে বিপুল সাড়া পড়ল। ৪৫২টি আসনের নির্বাচনে ২১ লক্ষ নাগরিক ভোট দিলেন। বিগত নির্বাচনে ১৫ লক্ষ ভোট পড়েছিল।
  • হিরোসিমার ‘পিস মেমোরিয়াল পার্ক’ ঘুরে দেখলেন পোপ ফ্রান্সিস। নাগাসাকির শহরেও পা রাখেন তিনি। নাগাসাকিতে এক সমাবেশ থেকে পরমাণু অস্ত্র বর্জনের ডাক দিলেন ৮২ বছর বয়সী পোপ।
  • প্রথম কোনো ভারতীয় নাগরিককে ‘ভিসা অন অ্যারাইভাল’ মঞ্জুর করল পাকিস্তান। ওয়াঘা-আটারি সীমান্তে গিয়ে ওই ভিসা পেলেন পাঞ্জাবি ভাষার লেখক পেয়ারে সিং মনু। ৮২ বছরের এই ভারতীয় নাগরিকের জন্ম হয়েছিল পাক পাঞ্জাব প্রদেশে।

 

জাতীয়

Advertisement

  • মহারাষ্ট্রে সরকার গঠনের মামলা গড়াল সর্বোচ্চ আদালতে। রবিবার ছুটির দিনেও বিশেষ শুনানিতে এই মামলা শুনল সুপ্রিম কোর্ট। সরকার গঠনের দাবি জানানো দেবেন্দ্র ফড়নবিশের চিঠি এবং তাঁকে দেওয়া রাজ্যপালের চিঠি জমা দিতে বলা হয়েছে আদালতে।
  • রাজ্যের প্রাক্তন মন্ত্রী ক্ষিতি গোস্বামী (৭৬) প্রয়াত হলেন। চেন্নাইয়ে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে, সেখানেই প্রয়াত হন। তিনি পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের পূর্তমন্ত্রী এবং আরএসপির সাধারণ সম্পাদক ছিলেন।

 

বিবিধ

  • গত সেপ্টেম্বর মাসে নতুন ট্রাফিক আইন চালু হওয়ার পর ৫৭৭ কোটি টাকার জরিমানা আদায় হয়েছে। কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গড়করি এই তথ্য জানালেন। দেশের ১৮টি রাজ্যে এই বিধি চালু হয়েছে।
  • নাগপুরের কাছে নাগভির থেকে ইতওয়াড়ি পথে শেষবার ট্রেন চলল। এই পথে ১৯১৩ সালে ট্রেন চলা শুরু হয়েছিল। ন্যারোগেজ লাইনটিতে ১০৬ বছর ধরে ট্রেন চলেছে। ২ বছরের মধ্যে ব্রডগেজ রেল চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

 

খেলা

  • ইডেন টেস্টের তৃতীয় দিন ৪৭ মিনিটের মধ্যেই নিষ্পত্তি হল। বাংলাদেশের দ্বিতীয় ইনিংস ১৯৫ রানে শেষ হওয়ায় ভারত ইনিংস ও ৪৬ রানে টেস্ট ম্যাচটিতে জয়ী হল। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট পেলেন উমেশ যাদব। এই টেস্টে ১৯টি উইকেটই পেলেন ভারতীয় পেসাররা। ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজ হলেন ইশান্ত শর্মা। ২-০ ব্যবধানে সিরিজ জিতল ভারত। একটানা ৭টি টেস্ট জিতল ভারত। ঘরের মাঠে পর-পর ১২টি টেস্ট সিরিজ জিতে বিশ্বরেকর্ডও করল। পর-পর ৪টি টেস্টে ইনিংসে জয়ী হয়েও নতুন বিশ্বরেকর্ড করল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত।
  • অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ইনিংস ও ৫ রানে হারল পাকিস্তান।
  • ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সর্বোচ্চ রান (৬১৫/৯) করল নিউজিল্যান্ড। নিউ জিল্যান্ডের প্রথম উইকেট রক্ষক হিসাবে দ্বিশতরান করলেন ব্র্যাডলি জন ওয়াটলিং (২০৫)।
  • ব্রিটেনকে হারিয়ে ডেভিস কাপের ফাইনালে উঠল স্পেন। অন্য সেমিফাইনালে রাশিয়াকে হারিয়ে প্রথমবার ফাইনালে উঠল কানাডা।

 

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.04.2024 - 09:55:26
Privacy-Data & cookie usage: