কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ মার্চ, ২০১৯

576
0

আন্তর্জাতিক

  • ব্রেক্সিট নিয়ে পুনরায় গণভোটের দাবি জানালেন ব্রিটেনের অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ড। মাত্র একদিন আগে লন্ডনে লক্ষাধিক মানুষের জমায়েত থেকেই পুনরায় গণভোটের দাবি জানানো হয়েছিল।
  • পাকিস্তানের সিন্ধু প্রদেশে দুই হিন্দু কিশোরীকে অপহরণ ও জোর করে ধর্মান্তরিত করার অভিযোগ উঠল। এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছেন পাকিস্তানের সংখ্যালঘুরা। প্রসঙ্গত, ২০১৬ সালে সিন্ধু প্রদেশে বলপূর্বক ধর্মান্তকরণ বিরোধী বিল পাশ হয়েছিল, কিন্তু কট্টরপন্থীদের চাপে তা প্রত্যাহার করতে হয়েছিল।

 

জাতীয়

  • জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরের শাহপুর এলাকায় পাক সেনার গোলাবর্ষণে মৃত্যু হল এক জওয়ানের। মার্চ মাসের প্রথম তিন সপ্তাহে ১০০ বার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাক সেনা।
  • আগুন লাগল এইমসের ট্রমা সেন্টারে। তবে কেউ হতাহত হননি।
  • ছত্তিশগড়ের গভীর অরণ্যে ১,৭০,০০০ একর জমিতে খোলামুখ খনির জন্য খননের উদ্দেশ্যে আদানি গোষ্ঠীর সংস্থাকে ছাড়পত্র দিল কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক। এ জন্য বিপুল এলাকার সবুজ ধ্বংস হবে।

বিবিধ

  • চলতি অর্থবর্ষের প্রথম ১১ মাসে দেশে ২৯৫০ কোটি ডলার মূল্যের সোনা আমদানি হয়েছে ভারতে। গত অর্থবর্ষের প্রথম ১১ মাসে এই অঙ্ক ছিল ৩১২০ কোটি ডলারের। ফলে হার ৫.৫ শতাংশ হ্রাস পেয়েছে। এই তথ্য জানাল কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক। বিশ্ব বাজারে সোনার দাম কমায় আমদানি কমেছে বলে মনে করা হচ্ছে।
  • ৬ ঘণ্টা ৩৯ মিনিট মহাকাশে থেকে আন্তর্জাতিক স্পেস স্টেশনের ব্যাটারি বদল করলেন নাসার দুই নভশ্চর নিক হেগ ও অ্যান ম্যাকক্লেন।

 

খেলা

  • সুলতান আজলান শাহ কাপ হকি প্রতিযোগিতায় ভারত–দক্ষিণ কোরিয়া ম্যাচ ১-১ গোলে ড্র হল।
  • শারজায় পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে জয়ী হল অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও শতরান (১৫৩) করলেন অ্যারন ফিঞ্চ।
  • মাল্টার জাতীয় ক্রিকেট দলের কোচ নিযুক্ত হলেন রাজকুমার শর্মা।
  • ওমান কাপ টেবল টেনিসে ব্রোঞ্জ জিতলেন ভারতের জি সাথিয়ান।