কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ মে ২০২০

1009
0
nurse recruitment

আন্তর্জাতিক

  • করোনা ভাইরাসে মার্কিন যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা প্রায় ৯৯ হাজার৷ অথচ খোদ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, দেশ ফের স্বাভাবিক হচ্ছে৷ গ্রীষ্ম শুরু হচ্ছে৷ এই তো রাস্তায় বেরিয়ে আনন্দ করার সময়৷ তিনি নিজেও ভার্জিনিয়ায় গলফ খেলে সময় কাটালেন৷ এর প্রতিবাদেই নিউ ইয়র্ক টাইমস তাদের প্রথম পাতাসহ চার পাতা জুড়ে করোনায় মৃত এক হাজার জনের নাম ও সংক্ষিপ্ত পরিচয় প্রকাশ করল৷ বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫৪৬৫১৫২ জন৷ মৃত্যু হয়েছে ৩৪৫৫৫৮ জনের৷ এদিকে লকডাউনের সমর্থকারীদের ব্যঙ্গ করে ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বোলসোনারো বললেন, “যাঁরা গণপন্থী তাঁদের হাইড্রক্সি ক্লোরোকুইন দেওয়া হবে আর যাঁরা বামপন্থী তাঁদের জন্য তুবাইনা (সস্তার বিয়ার)৷”
  • চিনের ন্যাশনাল সিকিউরিটি আইনের অধীনে হংকংকে নিয়ে আসার প্রতিবাদে এদিন পথে নেমে বিক্ষোভ দেখালেন হংকংয়ের কয়েক হাজার মানুষ৷

 

জাতীয়

  • দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হলেন ৬৬৫৪ জন৷ এই নিয়ে গত ৭ দিনে প্রায় ৪১ হাজার জন সংক্রমিত হয়েছেন বলে জানা গেছে৷ মোট আক্রান্তের সংখ্যা ১৩১৮৬৮৷ এক সপ্তাহ আগেই তা ছিল ৯০৯২৭৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য, ৪১.২৮ শতাংশ রোগীই সুস্থ হয়ে গিয়েছেন৷ দেশে কোভিড ১৯ সংক্রমণে ৩৮৮৬৭ জনের মৃত্যু হয়েছে৷ মহারাষ্ট্রে ১ে৫৭৭ জন ও গুজরাটে ৮২৯ জনের মৃত্যু হয়েছে এই সংক্রমণে৷
  • গত ১ মে থেকে ২৮১৮টি বিশেষ ট্রেনে ৩৭ লক্ষ পরিযায়ী শ্রমিককে নিজ রাজ্যে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানাল রেল কর্তৃপক্ষ৷ আগামী ১০ দিনে ২৬০০ ট্রেনে আরও ৩৬ লক্ষ জনকে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা জানানো হল৷

 

 

বিবিধ

  • পূর্বভারতে অগ্রণী মশলা ব্র্যান্ড “সানরাইজ”-এর ১০০ শতাংশ অংশীদারি কিনে নিল আইটিসি লিমিটেড৷
  • রিলায়েন্স জিও-এর অনলাইন শপিং পোর্টাল জিওমার্ট বাণিজ্যিকভাবে কাজ শুরু করল৷

 

খেলা

  • গত ১১ মার্চ ব্রিটেনের অ্যানফিল্ড স্টেডিয়ামে চ্যাম্পিয়ন লিগের ম্যাচে লিভারপুল ও অ্যাটলেটিকো মাদ্রিদের খেলা দেখেছিলেন ৫২ হাজার দর্শক৷ তাঁদের মধ্যে ৪১ জন করোনায় প্রাণ হারিয়েছেন বলে জানা গেল৷ তখন ব্রিটেনে সংক্রমণ ছড়ায়নি, কিন্তু স্পেনে ছড়িয়েছিল৷ মাদ্রিদ থেকে ৩ হাজার সমর্থক অ্যানফিল্ডে এসেছিলেন৷ এই ঘটনাকে “বায়োলজিক্যাল বম্ব” বলা হচ্ছে৷
  • খেলো ইন্ডিয়ার ২৭০০ ক্রীড়াবিদকে ৩০ হাজার টাকা অর্থসহায়তা করল সাই৷