কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ আগস্ট ২০২০

879
0
Current Affairs 14 Jan 2019

আন্তর্জাতিক

  • আফগানিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও চলচ্চিত্র পরিচালক সাবা সাহারকে হত্যার চেষ্টা করল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা৷ ৪৪ বছরের সাবা আফগান মহিলাদের অধিকার নিয়েও কাজ করছেন৷ তাঁর গাডি লক্ষ করে গুলি চালানো হয়৷ গুলিবিদ্ধ সাবা পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷
  • পাকিস্তানকে ৪টি অত্যাধুনিক যুদ্ধজাহাজ দেবে চিন৷ তার প্রথমটির উদ্বোধন হল সাংহাই জাহাজ কারখানায়৷ এদিকে পাকিস্তান তাদের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে “পলাতক” বলে ঘোষণা করে৷ চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে তিনি আর ফেরেননি বলে অভিযোগ৷ নওয়াজ শিবিরের দাবি, তিনি গুরুতর অসুস্থ৷
  • দক্ষিণ-পূর্ব এশিয়া ও পূর্ব ভূমধ্যসাগরীয় এলাকা বাদে বাকি বিশ্বে করোনা সংক্রমণ কমছে বলে জানাল হু৷ এদিকে প্রথম করোনা ধরা পডার পর এদিন গাজায় লকডাউন ঘোষণা করা হল৷ বিশ্বে এখনও পর্যন্ত ২,৩৯,৫৬,৫৮০ জন কোভিডে আক্রান্ত হয়েছেন এবং ৮,২০,২১০ জন প্রাণ হারিয়েছেন৷

 

জাতীয়

  • জম্মুর বিশেষ আদালতে ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা বিস্ফোরণের চার্জশিট জমা দিল জাতীয় তদন্তকারী সংস্থা৷ ১৩,৫০০ পাতার চার্জশিটে মূল ষড়যন্ত্রকারী হিসাবে উল্লেখ করা হয়েছে জোইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের নাম৷
  • ১৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত চলবে সংসদের বাদল অধিবেশন৷ সংসদের ইতিহাসে এই প্রথম রাজ্যসভার ৬০ জন চেম্বারে, ৫১ জন গ্যালারিতে ও ১৩২ জন লোকসভায় বসবেন৷ সকাল ও সন্ধেতে আলাদা সমযে বসবে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন৷
  • ৯৩০ কোটি আলোকবর্ষ দূরের নক্ষত্রপুঞ্জ থেকে আসা অতি উচ্চ অতি বেগুনি রশ্মি ধরতে সক্ষম হল ইসরোর প্রেরিত মহাকাশ যান অ্যাস্ট্রোস্যাট৷ এই রশ্মি বিশ্লেষণ করে বিশ্বব্রহ্মাণ্ডে আলোর উৎস বিষয়ে গবেষণাকে সমৃদ্ধ করলেন বঙ্গসন্তান কনক সাহা৷

 

বিবিধ

  • বিগত ২০১৯-২০ অর্থবর্ষে দেশে একটিও ২০০০ টাকার নোট ছাপা হয়নি৷ ২০১৮ সালে মার্চের শেষে বাজারে এই অঙ্কের নোট ছিল ৩৩,৬৩২ লক্ষ৷ ২০২০ সালে মার্চ মাসের শেষে তার সংখ্যা কমে হয়েছে ২৭,৩৯৮ লক্ষ৷ রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার বার্ষিক রিপোর্ট থেকে তা জানা গেল৷
  • “ক্যাভকাজ ২০২০” সেনা মহড়ায় অংশ নেবে ভারত৷ রাশিয়ার মাটিতে এই মিলিত সেনা মহড়ায় চিন, পাকিস্তান সহ ১৯টি দেশের সেনারা অংশ নেবে৷
  • পলাতক নীরব মোদীর স্ত্রী অ্যামি মোদীর বিরুদ্ধেও রেড কর্নার নোটিস জারি করল ইন্টারপোল৷

 

খেলা

  • সাউদাম্পটনে ইংল্যান্ড–পাকিস্তান তৃতীয় টেস্ট ড্র হল৷ ফলে ১-০ ব্যবধানে সিরিজ জিতল ইংল্যান্ড৷ ম্যান অব দ্য ম্যাচ হলেন জ্যাক ক্রলি৷ ম্যান অব দ্য সিরিজ হলেন জস বাটলার৷ ম্যাচের পঞ্চম দিনে আজহার আলিকে আউট করে টেস্টে ৬০০তম উইকেট সংগ্রহ করলেন জেমস অ্যান্ডারসন৷ ১৫৬টি টেস্ট খেলে তিনি এই মাইলফলক স্পর্শ করলেন৷ তাঁর আগে রয়েছেন কেবল মুথাইযা মুরলীধরন ৮০০, শেন ওয়ার্ন ৭০৮, এবং অনিল কুম্বলে ৬১৯৷ ২০০৩ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর৷ পেস বোলার হিসেবে তিনিই এখন বিশ্বে সব থেকে বেশি উইকেট পেয়েছেন টেস্ট ক্রিকেটে৷
  • দীর্ঘ ২০ বছর পর বার্সেলোনা ছাডার কথা জানিয়ে চিঠি লিখলেন লিওনেল মেসি৷

 

 

লাইভ টিভি দেখুন : https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল