কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ জুলাই ২০১৮

schedule
2018-07-26 | 12:58h
update
2018-07-26 | 12:58h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • ২০১৭ সালে ৮২২টি সাম্প্রদায়িক অশান্তির ঘটনায় দেশে ১১১ জনের মৃত্যু হয়েছে বলে জানালেন কেন্দ্রীয় স্বারাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ গঙ্গারাম আহির।
  • ঘুষ নেওয়ার মতো ঘুষ দেওয়াকেও সমান অপরাধ হিসাবে চিহ্নিত করে দুর্নী্তি প্রতিরোধী (সংশোধনী) বিল পাশ হল লোকসভায়। এটি আগেই রাজ্যসভায় পাশ হয়েছিল। এক্ষেত্রে ৭ বছর পর্যন্ত কারাদণ্ডের সংস্থান রয়েছে।
  • ২০০৫ সালের ২৭ সেপ্টেম্বর পুলিশি হেফাজতে একজনের মৃত্যুর ঘটনায় দুই পুলিশ কর্মীকে মৃত্যুদণ্ড দিল সিবিআই-এর বিশেষ আদালত। এই প্রথম দেশে কোনো কর্তব্যরত পুলিশ কর্মীদের মৃত্যুদণ্ডের আদেশ হল। তিরুবনন্তপুরমে ওই ঘটনায় মৃত্যু হয়েছিল উদয় কুমার নামে ২৭ বছরের এক যুবকের। মৃত্যুদণ্ড দেওয়া হল কে জিতকুমার, এস ভি শ্রীকুমারকে।

আন্তর্জাতিক

  • সাধারণ নির্বাচন সম্পন্ন হল পাকিস্তানে। এটি ছিল পাকিস্তানের একদশ সাধারণ নির্বাচন। ৩৪২ আসনের পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে ভোট নেওয়া হল ২৭২টি আসনে। বাকি ৭০টি আসন সংরক্ষিত মহিলা ও সংখ্যালঘুদের জন্য যা ফলাফলের ভিত্তিতে আনুপাতিকহারে বণ্টিত হয় অন্য দলগুলির মধ্যে। নির্বাচনের নিরিখে ১৩৭টি আসনে জয়ী হলে কোনো দল সরকার গড়তে পারে। মূল প্রতিদ্বন্দ্বী দলগুলি হল তেহরিক ই ইনসাফ, পিএমএল-এন এবং পিপিপি। এদিন ভোট বানচাল করতে আত্মঘাতী হামলা চালায় ইসলামিক স্টেট জঙ্গিরা। তাদের হামলায় মৃত্যু হল ৩৪ জনের।
  • উগান্ডা সফর করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৯৯৭ সালের পর এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী উগান্ডা গেলেন। উগান্ডার রাষ্ট্রপতি কাগুতা মুসেভেনির সঙ্গে বৈঠক হল তাঁর। ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে উগান্ডার সংসদে বক্তৃতা দিলেন তিনি।
  • মার্কিন রাষ্ট্রপতির কন্যা ইভাঙ্কা ট্রাম্প জানালেন, তিনি তাঁর ফ্যাশন সংস্থা বন্ধ করে পুরোপুরি প্রশাসনিক কাজে মন দেবেন।
Advertisement

খেলা

  • নিউজিল্যান্ডের জাতীয় ক্রিকেট দলে ডাক পেলেন ভারতীয় বংশোদ্ভূত বাঁহাতি স্পিনার আজাজ প্যাটেল (২৯)।
  • রাশিয়া বিশ্বকাপে মোট ১৬৯টি গোল হয়েছে। তার মধ্যে আর্জেন্টিনার বিরুদ্ধে ফ্রান্সের বাঁজামা পাভার গোলটিকে শ্রেষ্ঠ হিসাবে স্বীকৃতি দিল ফিফা।
  • আইএসএল-এর বর্ষসেরা কোচ হিসাবে চেন্নাইয়ান এফসি-র হেড কোচ জন গ্রেগরিকে পুরস্কৃত করল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ান ফুটবল কোচেস।

বিবিধ

  • শেয়ার সূচক সেনসেক্স বেড়ে ৩৬৮৫৮.২৩ অঙ্কে পৌঁছল যা সর্বকালীন রেকর্ড।
  • দেশে বিশেষ আর্থিক অঞ্চলের (সেজ) জন্য চিহ্নিত করা ৪৫৭১১.৬৪ হেক্টর জমির মধ্যে অর্ধেকের বেশি, ২৩৭৭৯.১৯ হেক্টরই ফাঁকা পড়ে রয়েছে বলে জানালেন কেন্দ্রীয় বাণিজ্য প্রতিমন্ত্রী সি আর চৌধুরী।
  • মঙ্গলে তরল জলের হ্রদের সন্ধান মিলেছে। মার্স এক্সপ্রেস অরবিটার-এর অনুসন্ধানে বরফ স্তরের নীচে থাকা ওই হ্রদের সন্ধান মিলেছে বলে জানাল নাসার সূত্র।
  • রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত ললিতা রামাকৃষ্ণণ। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষক। নোবেল পুরস্কার জয়ী ভেঙ্কটরামন রামাকৃষ্ণণের বোন তিনি।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.05.2024 - 01:13:56
Privacy-Data & cookie usage: