কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ ডিসেম্বর ২০১৭

schedule
2017-12-26 | 10:30h
update
2017-12-26 | 10:30h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • দিল্লি মেট্রো ম্যজেন্টা লাইনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির কালকাজি মন্দির থেকে নয়ডার বটানিক্যাল গার্ডেন পর্যন্ত চলবে এই মেট্রো।
  • মুম্বই শহরতলিতে বাতানুকূল লোকাল (সাব আরবার) ট্রেনের উদ্বোধন হল। এটাই দেশের প্রথম বাতানুকূল লোকাল ট্রেন। এটি বরিভলি থেকে চার্চগেট পর্যন্ত চলল উদ্বোধনী যাত্রায়।

আন্তর্জাতিক

  • ভারতীয় চর সন্দেহে ধৃত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত কুলভূষণ যাদবের সঙ্গে তাঁর মা ও স্ত্রীর সাক্ষাৎ হল। পাকিস্তান বিদেশ মন্ত্রকের অফিসে কাচের দেওয়ালের ব্যবধান থেকে তাঁদের দেখা করতে দেওয়া হল। কয়েদ ই আজম মহম্মদ আলি জিন্নার জন্মদিন উপলক্ষে ও মানবিকতার খাতিরে যাদবকে তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হল বলে পাক বিদেশ মন্ত্রক জানাল। ইতিমধ্যে যাদব ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার ‘কূটনৈতিক অধিকার’ পেলেন বলে যে দাবি উঠেছিল তা উড়িয়ে দিল ভারত।
  • কুখ্যাত জঙ্গিনেতা হাফিজ সইদ এবার লাহোরে তাঁর রাজনৈতিক সংগঠন মিল্লি মুসলিম লিগের দপ্তর খুললেন। মুম্বই ষড়যন্ত্র মামলার মাথা হাফিজের মাথার দাম ১ কোটি ডলার বলে ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাষ্ট্রসঙ্ঘও তাকে জঙ্গি নেতা বলে ঘোষণা করেছে।
  • সৌদি আরবের নির্দেশে তিনি ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন বলে দাবি করলেন লেবাননের প্রাক্তন প্রধানমন্ত্রী সাইদ হারিরি।
  • ইজরায়েলের হয়ে চরবৃত্তির অভিযোগে আহমেদ রেজা জালানি নামে একজন বিজ্ঞানীকে মৃত্যুদণ্ড দিল ইরানের সুপ্রিম কোর্ট।
Advertisement

খেলা

  • আইসিসি টি টোয়েন্টি বিশ্ব ক্রমতালিকায় ভারত পঞ্চম থেকে দ্বিতীয় স্থানে উঠে এল। শীর্ষে রয়েছে পাকিস্তান। তারপর ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ।
  • করাচিতে শাহিদ আফ্রিদি ফাউন্ডেশনের টি ১০ ম্যাচে ২৬ বলে শতরান করলেন বাবর আজম। তার আগে বাবরের বলে ১ ওভারে ৬টি ওভার বাউন্ডারি মারলেন সোয়েব মালিক।

বিবিধ

  • বেঙ্গালুরু শহরের লোগো প্রকাশ করা হল। এই প্রথম ভারতের কোনো শহরের লোগো তৈরি হল। কর্নাটকের পর্যটন প্রচারে এই লোগো ব্যবহার করা হবে বলে দাবি করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী প্রিয়াঙ্ক খাগড়ে।
  • প্রয়াত হলেন বাংলা চিত্রাভিনেতা পার্থ মুখোপাধ্যায় (৭০)। ধন্যি মেয়ে, বাঘবন্দি, আমার পৃথিবী ইত্যাদি জনপ্রিয় ছবিতে তিনি অভিনয় করেন। ধন্যি মেয়ে ছবিতে বাংলা চরিত্রে প্রাণবন্ত অভিনয়ের সুবাদে তিনি বগলা নামেও পরিচিত ছিলেন। অতিথি ছবিতে অভিনয়ের জন্য আঞ্চলিক ছবি বিভাগে তিনি রাষ্ট্রপতি পুরস্কার পান।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.05.2024 - 10:59:22
Privacy-Data & cookie usage: