কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ মে ২০১৮

schedule
2018-05-26 | 10:43h
update
2018-05-26 | 10:43h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হল। €উদ্বোধন হল বাংলাদেশ ভবন-এর।
  • কর্নাটকে আস্থা ভোটে জয় লাভ করলেন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। তাঁর মন্ত্রিসভায় উপমুখ্যমন্ত্রী হয়েছেন কংগ্রেস বিধায়ক জি পরমেশ্বর। এদিন স্পিকার নির্বাচিত হলেন কংগ্রেসের রমেশ কুমার। সরকারে জেডি (এস) থেকে ১২ জন এবং কংগ্রেস থেকে ২২ জন মন্ত্রী হলেন।

আন্তর্জাতিক

  • গণভোটে অংশ নিলেন আয়ারল্যান্ডের ৩২ লক্ষাধিক নাগরিক। গর্ভপাতকে বৈধ বলে মানা হবে  কিনা এই প্রশ্নে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট নেওয়া হল। প্রসঙ্গত, এই আয়ারল্যান্ডেই ২০১২ সালে শারীরিক সঙ্কটেও গর্ভপাত না করানোয় মৃত্যু হয়েছিল ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক সবিতা হলপ্পনাবার (৩১)। প্রসঙ্গত, ক্যাথলিক দেশ আয়ারল্যান্ডে ১৯৮৩ সালের এক আইনে গর্ভপাত নিষিদ্ধ। গত সাড়ে তিন দশকে দেড় লক্ষাধিক মহিলাকে বিদেশে গিয়ে গর্ভপাত করাতে হয়েছে। স্বাস্থ্যগত বা প্রাণসংশয়ের পরিস্থিতিতেও গর্ভপাতের সংস্থান নেই এই রক্ষণশীল দেশটিতে। অবস্থা বদলাবে কিনা তা জানা যাবে গণভোটের ফলাফলেই।
  • কানাডায় একটি ভারতীয় রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণে জখম হলেন ১৫ জন। অন্টারিও প্রদেশে ‘বম্বে ভেল’-এ এই ঘটনার পিছনে বর্ণবিদ্বেষ না সন্ত্রাস তা জানা যায়নি।
  • নিউইয়র্কের লোয়ার ম্যানহাটনে আত্মসমর্পণ করলেন হলিউডের বিখ্যাত প্রযোজক হার্ভি ওয়াইনস্টাইন। তাঁর বিরুদ্ধে যৌন লাঞ্ছনার গুচ্ছ-গুচ্ছ অভিযোগ উঠেছে। হার্ভির বিরুদ্ধেই আন্দোলন সম্প্রসারিত হয়েছিল ‘#মি টু’ পরিচয়ে।
  • উত্তর কোরিয়া নমনীয় হওয়ায় তাদের সঙ্গে প্রস্তাবিত বৈঠক হলেও হতে পারে বলে ইঙ্গিত দিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
Advertisement

খেলা

  • ক্রিকেট মাঠ বা ড্রেসিংরুমে ক্রিকেটার, ম্যাচ অফিশিয়ালরা স্মার্ট ওয়াচও ব্যবহার করতে পারবেন না বলে নির্দেশিকা জারি করল আইসিসি।
  • মহিলাদের উবের কাপে ফাইনালে উঠল থাইল্যান্ড, শক্তিশালী দল চিনকে হারিয়ে। অন্য সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে হারাল জাপান।
  • একাদশ আইপিএল-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে কলকাতা নাইট রাইডার্সকে ১৪ রানে হারাল সানরাইজার্স হায়দরাবাদ। ফাইনালে তারা চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে।
  • তিরন্দাজি বিশ্বকাপে মেয়েদের কম্পাউন্ডে রুপো ও মিক্সড কম্পাউন্ডে ব্রোঞ্জের পদক জিতল ভারত।

বিবিধ

  • আইফোন পেটেন্ট মামলায় স্যামসাংকে ৫৩.৩ কোটি মার্কিন ডলার জরিমানা করল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আদালত। ৭ বছর ধরে এই মামলা চলেছে। আইফোনের নকশা নকল করা নিয়ে মামলাটি করেছিল অ্যাপল।
  • ৭ লক্ষ কোটি টাকার মাইলফলক স্পর্শ করল টাটা কনসালট্যান্সি সার্ভিসেস। শেয়ার বাজারে সংস্থার দর ২০১৮ সালে ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রথম ভারতীয় সংস্থা হিসাবে ওই মাইলফলক স্পর্শ করল টিসিএস।
  • দুই মেদিনীপুরের ৪ জায়গা থেকে বিষাক্ত মাকড়সার খোঁজ মিলল। এগুলি ট্যারান্টুলা হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
29.04.2024 - 23:05:49
Privacy-Data & cookie usage: