কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ মার্চ ২০২০

640
0

আন্তর্জাতিক

  • বিশ্বজুড়ে করোনা ভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেল৷ আক্রান্তের সংখ্যা ৪,৫৪,৯৪২৷ ইতালি, স্পেন, চিন, ইরান ও ফ্রান্সে মৃতের সংখ্যা বেড়ে হল যথাক্রমে ৭৫০৩, ৩৪৩৪, ৩২৮১, ২০৭৭ এবং ১১০০৷ মার্কিন যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৮৪১, আক্রান্তের সংখ্যা ৬১,০৮১৷ আগামী দিনে মার্কিন যুক্তরাষ্ট্র এই সংক্রমণের ভরকেন্দ্র হতে চলেছে বলে সতর্ক করল “হু”৷ অন্যদিকে ব্রিটিশ যুবরাজ চার্লস এই সংক্রমণে আক্রান্ত বলে জানা গেল৷
  • অ্যাসটেরিক্স কমিক সিরিজের চিত্রশিল্পী আলবের ইউদেরজো প্রয়াত হলেন৷ রেনে গোচিনির সঙ্গে মাথা খাটিয়ে এই ফরাসি চিত্রশিল্পীই ১৯৫৯ সালে অ্যাসটেরিক্স ওবেলিক্সকে নিয়ে কমিক্স সৃষ্টি করেছিলেন যা বিশ্বজুড়ে অসামান্য জনপ্রিয় হয়ে উঠেছিল৷

 

জাতীয়

  • দেশে কোভিড-১৯ বা করোনা ভাইরাস সংক্রমণে একাদশ ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটল৷ তামিলনাড়ুতে একজন প্রৌঢ় এই সংক্রমণে প্রাণ হারালেন৷ দেশে এই সংক্রমণে আক্রান্ত হয়েছেন ৬০৬ জন৷ সব থেকে বেশি আক্রান্ত হয়েছেন কেরালায়, ১০১ জন৷ এদিন ইরানে আটক ২৭৭ জনকে ভারতে ফেরানো হল৷ তাঁরা সকলেই তীর্থযাত্রী৷ তাঁদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে যোধপুরে৷ এদিন মধ্যপ্রদেশে দেশের দ্বাদশ ব্যক্তির মৃত্যু হল করোনা সংক্রমণে৷

বিবিধ

  • দেশজুড়ে লকডাউনের পরিস্থিতিতে ব্যবসা স্থগিত রাখার সিদ্ধান্ত জানাল অনলাইন নির্ভর শপিং সংস্থা ফ্লিপকার্ট এবং বিগবাস্কেট৷
  • দেশ থেকে হাইড্রক্সি ক্লোরোকুইন রপ্তানি নিষিদ্ধ করল কেন্দ্রীয় সরকার৷ প্রসঙ্গত, এই ম্যালেরিয়া প্রতিরোধী ওষুধটি করোনা ভাইরাস সংক্রমণ প্রাথমিকভাবে প্রতিরোধ করতে পারে৷
  • প্রয়াত হলেন আলোকচিত্রী নিমাই ঘোষ, বয়স ৮৬৷ পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত এই আলোকচিত্রী দুই দশক সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করেছিলেন৷ তাঁর লেখা উল্লেখযোগ্য বই “মানিক দা: মেমোয়ার্স অব সত্যজিৎ রে”৷

খেলা

  • করোনা সংক্রমণের চিকিৎসায় কোয়ারেন্টাইন কেন্দ্র হিসাবে ব্যবহারের জন্য প্রয়োজনে কলকাতার ইডেন গার্ডেনস ছেড়ে দেওয়ার প্রস্তাব দিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়৷
  • প্রাক্তন ফুটবলার আব্দুল লতিফ, বয়স ৭৩, প্রয়াত হলেন৷ তিনি জাতীয় ফুটবল দলে খেলেছিলেন৷ ১৯৭০ সালে ব্যাঙ্ককে এশিয়ান গেমসে ব্রোঞ্জজয়ী ভারতীয় ফুটবল দলের সদস্য ছিলেন তিনি৷ ছয়ের দশকে কলকাতায় মহামেডান ফুটবল ক্লাবের হয়ে ৪ বছর খেলেছিলেন তিনি৷