কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ মে ২০২০

1105
0

আন্তর্জাতিক

  • করোনা ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে ধীরে ধীরে হলেও পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বিশ্বের বিভিন্ন অংশে৷ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস স্কুল খুলল এদিন থেকে৷ লকডাউন প্রত্যাহার করা হয়েছে স্পেন, ইতালি, অস্ট্রিয়ায়৷ ছন্দে ফেরার বার্তা দিতে ইতালির সেনা বিমান এদিন আকাশে জাতীয় পতাকার রং ছড়িয়ে দিল৷ জরুরি অবস্থা প্রত্যাহার করল জাপান৷ এর মধ্যে সংক্রমণ বৃদ্ধি হয়ে চলেছে ব্রাজিলে৷ সেখানে ৩৬৭৯০৬ জন করোনায় আক্রান্ত৷ ২২৯৬৫ জনের প্রাণহানি হয়েছে৷ ব্রাজিল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ আপাতত বন্ধ রাখলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প৷ ব্রাজিলেও গত ২৭ মার্চ থেকে বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ৷ এদিকে গোটা দুনিয়ায় করোনায় ৩৪৮৪২০ জনের মৃত্যু হয়েছে৷ আক্রান্ত হয়েছেন ৫৫৫৯৭৮৮ জন৷

 

জাতীয়

  • করোনা ভাইরাস সংক্রমণে ইরানকে টপকে বিশ্বের প্রথম দশটি দেশের তালিকায় চলে এল ভারত৷ গত ২৪ ঘণ্টায় দেশে ৬৯৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ মোট সংক্রমিত হয়েছেন ১৩৮৮৪৫ জন৷ মৃত্যু হয়েছে ৪০২১ জনের৷ বর্তমানে ১৩.১ দিনে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দ্বিগুন হচ্ছে৷ মহারাষ্ট্রে ৫০ হাজার জন আক্রান্ত, মৃত ১৬০০ জন৷ দেশে গত ৪ দিনে ২৬৪৮৬ জন কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন৷ এদিকে লকডাউনে দুমাস বন্ধ থাকার পর এদিন অন্তর্দেশীয় উড়ান পরিষেবা চালু হল৷ যদিও প্রথম দিনই ১১৮টি বিমানের ৮২টি বাতিল হয়েছে৷ এদিন দিল্লি থেকে ৫ বছরের শিশু বিহান শর্মা একাই বিমানে চড়ে বেঙ্গালুরু পৌঁছলেন৷

 

বিবিধ

  • রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ জুড়ে পঙ্গপাল হানা দিচ্ছে খেতে খামারে৷ এই মরু পঙ্গপালের দাপটে খাদ্যশস্যের সঙ্কট দেখা দিতে পারে৷ অন্যদিকে উত্তর-পশ্চিম, পশ্চিম ও মধ্য ভারতে দেখা দিয়েছে তাপপ্রবাহ৷

 

খেলা

  • ভারতীয় হকির কিংবদন্তী বলবীর সিং সিনিয়র (৯৬) প্রয়াত হলেন৷ ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রীড়াবিদদের একজন বলে তাঁকে মনে করা হয়৷ হকির গোলমেশিন বলা হত বলবীরকে৷ ১৭ দিন ধরে চিকিৎসাধীন থাকার পর এদিন চন্ডীগড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ পরপর ৩টি অলিম্পিকে সোনা জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি৷ ১৯৪৮ সালে লন্ডন অলিম্পিক্স, ১৯৫২ সালে হেলসিঙ্কি ও ১৯৫৬ সালে মেলবোর্ন অলিম্পিক্সে যথাক্রমে ৮টি, ৯টি ও ৫টি করে গোল করেচিলেন তিনি৷ ৩টি অলিম্পিক্স ফাইনালে তিনি গোল করেছিলেন৷ হেলসিঙ্কি অলিম্পিক্স ফাইনালে মোট ৫টি গোল করেন, সে রেকর্ড আজও কেউ ভাঙতে পারেনি৷ ১৯৭১ সালে বিশ্বকাপ হকিতে ব্রোঞ্চ ও ১৯৭৫ সালে বিশ্বকাপ সোনা জয়ী দলের ম্যানেজার ছিলেন তিনি৷ ১৯৫২ ও ১৯৫৬ সালে অলিম্পিক্স কুচকাওয়াজে দেশের পতাকা বহন করেছিলেন তিনি৷ ১৯৫৭ সালে ক্রীড়াবিদদের মধ্যে তিনিই প্রথম পদ্মশ্রী পুরস্কার পান৷ তাঁর স্বাধীনতা সংগ্রামী পিতা মাত্র ৫ বছর বয়সে হকি স্টিক তুলে দিয়েছিলেন বলবীরের হাতে৷ এদিন শেষযাত্রাতেও সঙ্গী থাকল সেই স্টিক৷