কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ সেপ্টেম্বর ২০১৮

725
0
Current Affairs 25 September 2018

জাতীয়

  • জম্মু ও কাশ্মীরের কূপওয়াড়ায় সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে শহিদ হলেন সেনা জওয়ান সন্দীপ সিং। তিনি সার্জিক্যাল স্ট্রাইকে অংশ নেওয়া একজন সেনাকর্মী।
  • গুরুতর অপরাধে চার্জশিট পেশ হয়েছে যাঁদের বিরুদ্ধে তাঁদের ভোটে লড়া বন্ধ করতে হলে সংসদকেই আইন প্রণয়ন করতে হবে বলে এদিন জানাল সুপ্রিম কোর্ট।

আন্তর্জাতিক

  • পাক সাংবাদিক সিরিল আলমেইদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল লাহোর হাইকোর্ট। দেশের গোপন ও স্পর্শকাতর তথ্য ফাঁস করার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। প্রসঙ্গত, ‘মুম্বই হামলায় পাক হামলাকারীরাই দায়ী’ স্বীকার করে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ সাক্ষাৎকার দিয়েছিলেন সিরিলকেই।
  • রোহিঙ্গাদের জন্য ১৩ হাজার কোটি টাকার সাহায্য ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্র। মায়ানমারের রাখাইন প্রদেশ এবং বাংলাদেশের রোহিঙ্গাদের শরণার্থী শিবিরের বাসিন্দাদের জন্য এই অর্থ বরাদ্দের কথা জানালেন রাষ্ট্রসঙ্ঘে অবস্থিত মার্কিন দূত নিকি হ্যালি।

খেলা

  • দুবাইয়ে ভারত-আফগানিস্তান ম্যাচ টাই হল। গ্রুপ লিগে এটি ছিল নিয়ম রক্ষার ম্যাচ। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৫২ রান করেছিল আফগানরা। আফগান ক্রিকেটার শাহজাদ শতরান করলেন (১২৪)। ভারত ৪৯.৫ ওভারে ২৫২ রান করেই আউট হয়ে যায়। রোহিত শর্মা না খেলায় এদিন ভারতীয় দলের নেতৃত্ব দিলেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের অধিনায়ক হিসাবে ২০০তম একদিনের ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করলেন তিনি। এদিন শাহজাদ যখন শতরান করলেন তখন তাঁর দেশের রান ১৩১। কোনো দলের মোট রান সবচেয়ে কম থাকার সময় শতরানের রেকর্ড এটি। তিনি ভাঙলেন শাহিদ আফ্রিদির রেকর্ড।
  • বিখ্যাত ক্রীড়াভাষ্যকার যশদেব সিং (৮৭) প্রয়াত হলেন।
  • দাবা অলিম্পিয়াডের প্রথম ম্যাচে ভারত ৩.৫-০.৫ ব্যবধানে হারাল এল সালভাদরকে।
  • শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ সিরিজে ৪-০ ব্যবধানে জয়ী হল ভারত।
  • রাষ্ট্রপতি ভবনে রাজীব খেলরত্ন, অর্জুন, ধ্যানচাঁদ পুরস্কার প্রাপকদের পুরস্কৃত করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাজীব খেলরত্ন পুরস্কার পেলেন বিরাট কোহলি, মীরাবাই চানু।
  • ফিফার বর্ষসেরা পুরুষ ও মহিলা ফুটবলার ও বর্ষসেরা কোচের পুরস্কার পেলেন যথাক্রমে লুকা মদ্রিচ, মার্তা ও দিদিয়ে দেশঁ।

বিবিধ

  • চলতি ২০১৮-১৯ অর্থবর্ষের প্রথম ৫ মাসে অর্থাৎ এপ্রিল থেকে আগস্ট মাসে দেশের রাজকোষ ঘাটতি হল ৫.৯১ লক্ষ কোটি টাকা যা লক্ষ্যমাত্রার ৯৪.৭ শতাংশ। গত বছর এই সময় তা ছিল ৯৬.১ শতাংশ।
  • নয়াদিল্লিতে এবি বর্ধন স্মারক বক্তৃতায় বক্তব্য পেশ করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।