কারেন্ট অ্যাফেয়ার্স ২৬ অক্টোবর ২০১৯

473
0

আন্তর্জাতিক

  • আফগানিস্তানে শান্তি ফেরাতে মস্কোয় আলোচনায় বসলেন রাশিয়া, চিন ও পাকিস্তানের প্রতিনিধিরা। বৈঠকে প্রস্তাব নেওয়া হল তালিবান জঙ্গিদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার। প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তালিবানের শান্তি আলোচনা অনেকটাই এগিয়েছিল গত সেপ্টেম্বরে। কিন্তু তালিবানি হামলায় বিরক্ত হয়ে শান্তি আলোচনা ভেঙে দেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
  • চিলিতে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে পথে নামলেন লক্ষ-লক্ষ প্রতিবাদী সাধারণ নাগরিক। দ্রব্যমূল্যবৃদ্ধি সহ নানা প্রতিবাদে এই প্রতিবাদ। রাজধানী সান্তিয়াগোতেই বিক্ষোভে অংশ নিলেন ১০ লক্ষাধিক মানুষ। প্রসঙ্গত, ২০১৭ সালে চিলির রাষ্ট্রপতি হন ধনকুবের সেবাস্টিয়ান পিনিয়েরো। বাস-ট্রেনের ভাড়া বিপুল হারে বাড়ানোর পরই বিক্ষোভ শুরু হয়েছে চিলিতে।

 

জাতীয়

  • স্বাধীনতাসংগ্রামী ভগত সিং, রাজগুরু ও সুখদেবকে মরণোত্তর ভারতরত্ন দেওয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি লিখলেন কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি।
  • প্রতিদিন ভারতে অপরাধের শিকার হয় ৩৫০টি শিশু। এই তথ্য প্রকাশ করল শিশুদের অধিকার রক্ষায় লড়াই করা সংস্থা চাইল্ড রাইটস অ্যান্ড ইউ (ক্রাই)। এই তথ্য ২০১৬-১৭ সালের।

 

বিবিধ

  • মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ক্ষেত্রে ১০০০ কোটি ডলারের বরাত পেল মাইক্রোসফট।
  • চার দিনের ভারত সফরে এলেন বিশ্বব্যাঙ্কের প্রধান ডেভিড মালপাস। এদিন তাঁর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • কিশোরী পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ-এর নামে এক ধরনের গুবরে পোকার নাম Nelloptodes gretae derby রাখল লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম।

 

খেলা

  • ভারতের সর্বোচ্চ ফুটবল প্রতিযোগিতা হিসাবে স্বীকৃতি পাবে আইএসএল। চলতি ২০১৯-২০ সাল থেকেই তা স্বীকৃতি পাবে। ফলে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলই এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ খেলার সুযোগ পাবে। অন্যদিকে আই লিগ চ্যাম্পিয়ন (শর্তসাপেক্ষে রানার্স দলও) এএফসি কাপের প্লে-অফে খেলার সুযোগ পাবে। ২০২৪-২৫ মরসুমে আইএসএল এবং আই লিগ মিশে যাবে। ভিয়েতনামের দা নং শহরে দীর্ঘ বৈঠকের পর এই সিদ্ধান্তগুলি জানায় এশিয়ান ফুটবল কনফেডারেশন।
  • ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটি ৯-০ গোলে হারাল সাদাম্পটনকে। হ্যাট্রিক করলেন আয়োজ পেরোজ ও মেসভাদি। ১৯৯৫ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পর ইংলিশ প্রিমিয়িাম লিগে ফের কোনো দল ৯-০ গোলে জয়ী হল।