আন্তর্জাতিক
- আজও একটি মর্মান্তিক ছবি। আজও দুটি প্রাণহানি।আর এই ঘটনাই ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল শরণার্থী সমস্যার বাস্তব চিত্রটি। মেক্সিকো –মার্কিন সীমান্তের কাছে রিয়ো গ্রান্দে নদীর কাছে উদ্ধার হল দেহ দুটি। অস্কার আলবার্তো এবং তাঁর পিঠে বাঁধা ২৩ মাসের শিশুকন্যা এল ভাদোরের বাসিন্দা। অবৈধভাবে মার্কিন মুলুকে ঢোকার চেষ্টায় জলে ডুবে মৃত্যু হয়েছে তাঁদের। `মানবিক ভিসা’–র দৌলতে তাঁরা মেক্সিকোয় আশ্রয় পেয়েছিলেন।
- ইরাকের হোরেন শেখান এলাকার করবন্দ-ই-বেলুলায় একটি পাহাড়ের গায়ে খোদাই করা মূর্তি রামের বলে দাবি উঠেছিল। এরপর ইরাকের ভারতীয় রাষ্ট্রদূত প্রদীপ সিং রাজপুরোহিতের নেতৃত্বে একদল প্রতিনিধি ওই স্থান পরিদর্শন করেন। তাঁদেরও মত মূর্তিটি রামের হতে পারে। ইরাকি পুরাতাত্ত্বিক সংস্থার তথ্য্ খ্রিস্টপূর্ব ২০০০ অব্দে মূর্তিটি খোদাই করা হয়েছিল। তাদের দাবি, ওই মূর্তি ইরানের পাহাড়ি আদিবাসীদের রাজা তারদুন্নির।
জাতীয়
- রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে ২০২১-২২ সালের জন্য অস্থায়ী সদস্যের মনোনয়ন পেল ভারত। ৫৪ দেশের সমর্থন পেল ভারত।
- নীতি আয়োগের সিইও অমিতাভ কান্তের মেয়াদ বাড়ল ২ বছর।
- ভারত সফরে এলেন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও। তিনি বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে।
- অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর তৈরি করা অমরাবতীর বিলাসবহুল ‘পূজা বেদিকা’ ভবন গুঁড়িয়ে দেওয়া হল। অবৈধ নির্মাণের অভিযোগ উঠেছিল ভবনটির বিরুদ্ধে।
বিবিধ
- ন্যাশনাল ইনশিওরেন্স, ওরিয়েন্টাল ইনশিওরেন্স এবং ইন্ডিয়া ইনশিওরেন্স– এই তিনটি রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা সংযুক্তির পরিকল্পনা জানাল কেন্দ্রীয় সরকার।
- দেশের গুপ্তচর সংস্থা ‘র’-এর প্রধান নিযুক্ত হলেন সামন্ত গোয়েল। আইবি-র ডিরেক্টর জেনারেল হলেন অরবিন্দ কুমার।
খেলা
- বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তান ৬ উইকেটে নিউজিল্যান্ডকে হারাল। শতরান (১২৭ বলে অপরাজিত ১০১) করলেন পাক ব্যাটসম্যান বাবর আজম। ম্যাচের সেরা তিনিই।
- এএফসি কাপের ম্যাচে চেন্নাইয়ান এফসি ৩-২ গোলে হারাল নেপালের মানাঙ্গ ক্লাবকে। মিনার্ভা এফসি ০-১ গোলে হারল বাংলাদেশের আবাহনী ক্লাবের সঙ্গে ম্যাচে।
- ইতালি ২০ বছর পর মহিলাদের বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠল। জাপানকে হারিয়ে নেদারল্যান্ডস শেষ আটে পৌঁছল।