কারেন্ট অ্যাফেয়ার্স ২৬ জানুয়ারি ২০২০

616
0
India’s Republic Day parade marches through Rajpath, the ceremonial boulevard in New Delhi, India, Sunday, Jan. 26, 2020. Sunday's event marks the anniversary of the country's democratic constitution taking force in 1950. (AP Photo/Manish Swarup)

আন্তর্জাতিক

  • চিনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়াল ৫৬। দিন-দিন এই সংখ্যা বাড়ছে। পরিস্থিতি নিযে জরুরি বৈঠক করলেন রাষ্ট্রপতি জি জিনফিং। কার্যত অঘোষিত জরুরি অবস্থা জারি রয়েছে চিনে। ১২৩০ জন চিকিৎসককে নিয়ে বিশেষ দল গঠন করা হয়েছে। সংক্রমণ ঠেকাতে যুদ্ধকালীন ভিত্তিতে পশু মাংসের বাণিজ্য নিষিদ্ধ করা হল চিনে।
  • বলিভিয়ার রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হবেন বলে জানালেন প্রাক্তন টেলিভিশন তারকা তথা আইনজীবী জেনিন আনেজ। ইভা মোরালেস পদত্যাগ করার পর থেকে ৫২ বছরের এই নেত্রীই দেশ সামলাচ্ছেন। জনপ্রিয় এই নেত্রী প্রথমে বলেছিলেন তিনি নির্বাচনে লড়বেন না। প্রসঙ্গত, দুর্নীতির অভিযোগে গত অক্টোবরে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন ইভা। তারপর আনেজই বলিষ্ঠ হাতে দেশ সামলাচ্ছেন।

 

জাতীয়

  • গোটা দেশে যথাযথ মর্যাদায় ৭১তম সধারণতন্ত্র দিবস পালিত হল। নয়াদিল্লিতে সেনা কুচকাওয়াজে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বোলসোনারো।
  • এদিন কলকাতা পুরসভার ফেসবুকে প্রকাশিত বিজ্ঞাপনে ভারতের বিকৃত মানচিত্র ব্যবহারের অভিযোগ উঠল।
  • এদিন সকালে অসমের ডিব্রুগড়-এ তিনটি এবং চরাইদেওয়ে ১টি বোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। তবে এতে কেউ হতাহত হননি। দায় স্বীকার করল আলফা।
  • সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ৬২০ কিমি দীর্ঘ মানবশৃঙ্খল করে প্রতিবাদ জানানো হল কলকাতা ও কেরলে।
  • ‘মন কী বাত’ অনুষ্ঠানে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ছিল ৬১তম ‘মন কী বাত’-এর বক্তব্য পেশ।

 

বিবিধ

  • ২০১৮-১৯ অর্থবর্ষে দেশে সব থেকে বেশি শাকসবজি ও আনাজ উৎপাদন হয়েছে পশ্চিমবঙ্গে। এই পরিমাণ ছিল ২ কোটি ৯৫ লক্ষ টন। দেশে এই সময়ে মোট যে সবজি উৎপাদিত হয়েছে, এরাজ্যেই তার ১৫.৯ শতাংশ উৎপাদিত হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। কেন্দ্রীয় সরকার প্রকাশিত রিপোর্ট থেকে এই তথ্য জানা গেল। প্রসঙ্গত, বাম আমলে রাজ্য সবজি উৎপাদনে প্রথম স্থানে ছিল, সরকার বদলের পর মাঝে স্থানচ্যূতি ঘটে।
  • ওডিশার কোনার্কে শুরু হয়েছে জাতীয় পর্যটন সম্মেলন। এই সম্মেলনের মঞ্চ থেকে কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল জানালেন, যে-সব ব্যক্তি এক বছরে নিজের রাজ্য বাদে ১৫টি স্থানে ভ্রমণ করবেন তঁদের পুরস্কৃত করা হবে।

খেলা

  • ইডেন পার্কে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে ৭ উইকেটে জয়ী হল ভারত। সেই সঙ্গে ২-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল ভারত। ভারতের লোকেশ রাহুল উইকেটরক্ষক হিসাবে কেরিয়ারের প্রথম টি২০ সিরিজের প্রথম ২ ম্যাচে অর্ধ শতরান করে রেকর্ড করলেন।
  • অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেন রজার ফেডেরার। এই নিয়ে ১৫ বার এই প্রতিযোগিতার শেষ আটে উঠে তিনি রেকর্ড করলেন। মোট ৬ বার এই গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতেছেন তিনি।