কারেন্ট অ্যাফেয়ার্স ২৬ ডিসেম্বর ২০১৯

462
0

আন্তর্জাতিক

  • এই দশকের সব থেকে বিখ্যাত তরুণীর নাম মালালা ইউসুফ জাই। তাঁকে এই স্বীকৃতি দিল রাষ্ট্রসঙ্ঘ। ২০১৭ সালে রাষ্ট্রসঙ্ঘ মালালাকে শান্তির দূত হিসাবে নিযুক্ত করেছিল। তালিবানি নির্যাতনের বিরুদ্ধে নারীশিক্ষার পক্ষে তাঁর লড়াইয়েরও প্রশংসা করেছে রাষ্ট্রসঙ্ঘ।
  • টাইফুন ‘ফানফোন’ আছড়ে পড়ল ফিলিপিন্সে। ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১৯০ কিমি। অন্তত ১৬ জনের মৃত্যু ও প্রচুর পরিমাণে ক্ষয়খতির কথা জানা গিয়েছে।
  • গাজা ভূখণ্ড থেকে ছোড়া রকেটে বিপদের মুখে পড়েছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আঙ্কেলন শহরে তখন নির্বাচনী প্রচারে ব্যস্ত ছিলেন তিনি। এয়ার ডিফেন্স ইন্টারসেপ্টর দিয়ে হামাসের ছোড়া রকেটটিকে আটকানো গেছে বলে দাবি করল ইজরায়েল।

 

জাতীয়

  • বিভিন্ন বিষয়ে দেশের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে নিয়ে সুশাসন সূচক প্রকাশ করল কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক সংস্কার ও জন-আধিকারিক দপ্তর। কৃষি, শিল্প, বাণিজ্য, অর্থনীতি, বিচার, সুরক্ষা, অর্থনৈতিক বিকাশ প্রভৃতির সূচকে প্রথম দুটি স্থান পেল তামিলনাড়ু ও মহারাষ্ট্র। বাংলা পেল দশম স্থান। সামাজিক কল্যাণ ও উন্নয়নে চতুর্থ স্থান পেলে পশ্চিমবঙ্গ। পরিবেশ রক্ষার উদ্যোগে পশ্চিমবঙ্গ পেল প্রথম স্থান।
  • বলয় গ্রাস সূর্যগ্রহণ দেখা গেল দেশের বিভিন্ন অংশ থেকে।

 

বিবিধ

  • নরওয়ের বিশিষ্ট লেখক অরি বেন (৪৭) আত্মঘাতী হলেন। দীর্ঘদিন ধরেই তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। নরওয়ের রাজকুমারী মার্থা লুইসের প্রাক্তন স্বামী তিনি। তাঁর লেখা ছোট গল্পের ইংরেজি অনুবাদের নাম `স্যাড অ্যাজ হেল’। ২০১৮ সালে প্রকাশিত হয়েছে তাঁর সর্বশেষ গ্রন্থ ‘ইনফার্নো’।

 

খেলা

  • উইজডেন পত্রিকার বিচারে গত এক দশকের শ্রেষ্ঠ ক্রিকেটারের সম্মান পেলেন বিরাট কোহলি।
  • বক্সিং ডে টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ৭৭ রান করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ। টেস্টে মোট রানের হিসাবে তিনি টপকে গেলেন গ্রেগ চ্যাপেলকে (৭১১০)। অস্ট্রেলিয়ার প্রথম ১০ জন সর্বোচ্চ টেস্ট রান সংগ্রহকারীর তালিকায় ঢুকে পড়লেন তিনি।
  • বক্সিং ডে টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাফ দু প্লেসির উইকেট নিয়ে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড নতুন একটি রেকর্ড করলেন। এই দশকে তিনি ৪০০টি টেস্ট উইকেট নিলেন। জেমস অ্যান্ডারসন অবশ্য আগেই এই নজির গড়েছেন। ইংল্যান্ডের ক্রিকেটার অ্যান্ডারসন এই দশকে ৪২৮টি উইকেট পেয়েছেন।
  • পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়া ধর্মে সংখ্যালঘু হওয়ায় তাঁকে নানাপ্রকার লাঞ্ছনা সহ্য করতে হয়েছিল। এই অভিযোগ করলেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার। প্রসঙ্গত, অনিল দলপতের পর পাকিস্তানের দ্বিতীয় হিন্দু ক্রিকেটার দানিশ।