কারেন্ট অ্যাফেয়ার্স ২৬ নভেম্বর ২০১৯

457
0

আন্তর্জাতিক

  • পাকিস্তানের সেনাপ্রধান পদে জেনারেল কামার জাভেদ বাজওয়ার মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নাকচ করে দিল সে দেশের সুপ্রিম কোর্ট। তাঁর কাজের মেয়াদ ৩ বছর বৃদ্ধি করেছিল ইমরান সরকার।
  • শ্রীলঙ্কার গোয়েন্দা কর্তা নিশান্ত সিলভা দেশ থেকে পালালেন। গত চার বছরেরও বেশি সময় ধরে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলার সঙ্গে যুক্ত ছিলেন। রাজনৈতিক পালা বদলের পর তিনি সুইজারল্যান্ডের কাছে আশ্রয় চেয়েছেন বলে জানা গেল।
  • ডন নিক ক্লিফোর্ড (৯৮) প্রয়াত হলেন। বিখ্যাত মার্কিন ভাস্কর্য মাউন্ট রাশমোর (১৯২৭ থেকে ১৯৪১ সালের মধ্যে ব্ল্যাক হিলে বানানো হয়) বানিয়েছিলেন যে শিল্পীরা তাঁদের মধ্যে শেষ জীবিত শিল্পী ছিলেন তিনি। ব্ল্যাক হিলে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতির মূর্তি খোদাই করা আছে।

 

জাতীয়

  • মহারাষ্ট্র বিধানসভায় একদিনের মধ্যে আস্থাভোটের মাধ্যমে সংখ্যা গরিষ্ঠতা প্রমাণে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এর পরই মুখ্যমন্ত্রী পদে ফড়নবিশ ও উপমুখ্যমন্ত্রী পদে অজিত পাওয়ার ইস্তফা দিলেন। এরপর শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট সরকার গড়ার দাবি জানায় রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির কাছে। জোটের মুখ হিসাবে উদ্ধব ঠাকরেকে তিনি সরকার গড়ার চিঠি দিয়েছেন বলে জানানো হল।
  • ভারতীয় সংবিধান রচনার ৭০তম বার্ষিকী পালিত হল দেশের নানা প্রান্তে। মূল অনুষ্ঠানটি হল সংসদের সেন্ট্রাল হলে।

 

বিবিধ

  • কলকাতা মেট্রো রেলের ভাড়া বৃদ্ধি পাচ্ছে ৫ ডিসেম্বর থেকে। সর্বনিম্ন ভাড়া ও সর্বোচ্চ ভাড়া ৫ এবং ২৫ টাকা রেখে মাঝের স্তরগুলিতে ভাড়ার বিন্যাস পরিবর্তিত হবে বলে জানানো হল। এর আগে শেষবার ২০১৩ সালের নভেম্বর মাসে মেট্রো রেলে ভাড়া বৃদ্ধি পেয়েছিল।
  • দুর্নীতির অভিযোগ ওঠায় ২১ জন আয়কর অফিসারকে বাধ্যতামূলক অবসরে পাঠাল কেন্দ্রীয় সরকার। এই নিয়ে ৮৫ জন অফিসারকে শাস্তিমূলক আগাম অবসরে বাধ্য করা হল।
  • বর্তমানে দুগ্ধ উৎপাদনে বিশ্বে ভারত এক নম্বর স্থানে। সারা দেশে দুগ্ধ বিপ্লব ঘটিয়েছিলেন ভার্গিস ক্যুরিয়েন। তাঁর জন্মদিন ২৬ নভেম্বর। এই দিনটিকে ভারতে দুগ্ধ দিবস হিসাবে পালিত হয়। ‘শ্বেত বিপ্লব’-এ অনন্য ভূমিকা নিয়েছিলেন তিনি। `মিল্কম্যান অব ইন্ডিয়া’ নামে তিনি পরিচিত। এটি তাঁর ৯৮তম জন্মদিন।

 

খেলা

  • ব্যাঙ্ককে এশীয় তিরন্দাজিতে তিনটি ব্রোঞ্জ পদক জিতলেন অতনু দাস। তিনি রিকার্ভের ব্যক্তিগত ইভেন্ট, দলগত বিভাগ এবং দীপিকা কুমারীর সঙ্গে রিকার্ভের মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতলেন।
  • তিরুপতিতে সর্বভারতীয় আন্তঃজেলা অ্যাথলেটিক্সে প্রথম হল কর্নাটকের বুড্ডা জেলা। দ্বিতীয় স্থান পেল পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা। ২১টি রাজ্যের ৬৮টি জেলার প্রায় ৪৫০০ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন এই প্রতিযোগিতায়।
  • কলকাতায় অনুষ্ঠিত টাটা স্টিল গ্র্যান্ড চেস ট্যুরে চ্যাম্পিয়ন হলেন ম্যাগনাস কার্লসেন। হিকারু নাকামুরা রানার্স হলেন।