কারেন্ট অ্যাফেয়ার্স ২৬ মে ২০১৮

schedule
2018-05-28 | 07:54h
update
2018-05-28 | 07:54h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • আসানসোলে নজরুল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে সাম্মানিক ডি লিট উপাধি দেওয়া হল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এদিনই দক্ষিণ কলকাতার একটি পাঁচতারা হোটেলে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • ভারতের গুপ্তচর সংস্থা ‘র’-এর প্রাক্তন প্রধান এ এম দুলাত-এর লেখা ‘দ্য স্পাই ক্রনিকলস: র, আইএসআই অ্যান্ড দ্য ইলিউশন অব পিস’ নামক বইটি সম্প্রতি প্রকাশিত হয়েছে। বইটির সহকারী লেখক পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর প্রাক্তন প্রধান আসাদ দুরানি। দুরানি বিষয়টি নিয়ে বিতর্কে জড়িয়েছেন বলে এদিন জানা গেল।

আন্তর্জাতিক

  • গর্ভপাত আইন লঘু করা, গর্ভপাতকে আইনি স্বীকৃতি দেওয়ার প্রশ্নে আয়ারল্যান্ডে যে গণভোট নেওয়া হয়েছিল তার ফল প্রকাশিত হল। এখানে ‘হ্যাঁ’ এবং ‘না’ পন্থীরা যথাক্রমে ৬৬.৪০ এবং ৩৩.৬০ শতাংশ ভোট দিয়েছেন। ফলে সংবিধানের অষ্টম সংশোধনী খারিজ করে গর্ভপাতে সায় দেওয়া সম্ভবপর হবে। প্রসঙ্গত, ভারতীয় চিকিৎসক সবিতা হলপ্পনবার শারীরিক সঙ্কটে শুধু আইনের কারণে গর্ভপাত না করানোয় মৃত্যু হয়েছিল আয়ারল্যান্ডে। তার পর থেকেই আইন বদলানোর দাবি উঠেছিল।
  • শান্তি ফেরানোর বার্তা দিয়ে উত্তর ও দক্ষিণ কোরিয়ার দুই রাষ্ট্রপ্রধান কিম জং উন এবং মুন জায়ে ইন সীমান্তের যৌথ অসামরিক এলাকা পানমুনজমে বৈঠকে´বসলেন।
  • ওমান ও ইয়েমেনে ঘূণিঝড় ‘মেকনু’-র তাণ্ডবে মৃত্যু হল ৫ জনের।
Advertisement

খেলা

  • চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন হল রিয়াল মাদ্রিদ। এদিন কিয়েভে ফাইনাল ম্যাচে তারা ৩-১ গোলে হারাল লিভারপুলকে। জোড়া গোল করলেন গ্যারথ বেল। জিনেদিন জিদানের প্রশিক্ষণে এই নিয়ে পরপর ৩ বার এই খেতাব জিতল রিয়াল। সব মিলিয়ে ১৩ বার তারা চ্যাম্পিয়ন্স লিগে জয়ী হল।
  • উবের কাপে চ্যাম্পিয়ন হল জাপান। ব্যাঙ্ককে ফাইনালে এদিন তারা ৩-০ গেমে থাইল্যান্ডকে হারাল। ৩৭ বছর পর জাপানের মেয়েরা ফের উবের কাপ জিতল।
  • আইপিএল-এর শ্রেষ্ঠ ভেনুর স্বীকৃতি পেল কলকাতার ইডেন গার্ডেন্স। এই নিয়ে দ্বিতীয়বার তারা এই স্বীকৃতি পেল।
  • ২০১৬ সালের আগস্ট মাসে শ্রীলঙ্কার গলে ভারত-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচে ‘পিচ ফিক্সিং’ হয়েছিল বলে দাবি করল আল জাজিরা টিভি। ভারত ৩০৪ রানে ম্যাচটি জিতেছিল। তবে অভিযোগ মূলত পিচ কিউরেটর ও মাঠ কর্মীদের দিকে।

বিবিধ

  • হিন্দি চলচ্চিত্রের প্রবীণ অভিনেত্রী গীতা কাপুর প্রয়াত হলেন। পাকিজা সহ বহু হিন্দি ছবিতে তিনি অভিনয় করেছিলেন।
  • সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষায় প্রথম হলেন মেঘনা শ্রীবাস্তব। মোট ৫০০-র মধ্যে তিনি ৪৯৯ পেয়েছেন। ইংরেজি বাদে বাকি সমস্ত বিষয়ে (ভূগোল, অর্থনীতি, মনোবিদ্যা, ইতিহাস) তিনি ১০০ করে নম্বর পেলেন। দ্বিতীয় স্থানাধিকারী গাজিয়াবাদের অনুষ্কা চন্দ্র পেলেন ৪৯৮। এবার প্রথম তিনেই রয়েছে মায়েরা।
  • জম্মু ও কাশ্মীরে প্রথম হলেন সামা সাবির শাহ। তিনি বিচ্ছিন্নতাবাদী নেতা, জেলবন্দি সাবির আহমদ শাহর কন্যা।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.05.2024 - 15:38:19
Privacy-Data & cookie usage: