কারেন্ট অ্যাফেয়ার্স ২৬ মে ২০২০

1169
0

আন্তর্জাতিক

  • বিশ্ব জুড়ে করোনা ভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা সাড়ে তিন লক্ষ ছাড়িয়ে গেল৷ আক্রান্তের সংখ্যা ৫৬,৪৪,৩১৩৷ ব্রাজিলে শেষ ২৪ ঘণ্টায় ৮০৭ জনের মৃত্যু হয়েছে৷ সেখানে করোনায় মোট মৃতের সংখ্যা ২,৩৫,৫২২৷ রাশিয়ায় ৩,৮০৭ জনের মৃত্যু হয়েছে এই সংক্রমণে৷
  • ভার্জিন অরবিট সংস্থার প্রথম রকেট উৎক্ষেপণের পরীক্ষা ব্যর্থ হল৷ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল থেকে “কসমিক গার্ল” রকেটটি উৎক্ষেপণের পরিকল্পনা ছিল৷ বোয়িং ৭৪৭ বিমানে রকেটটি বয়ে নিয়ে গিয়ে উৎক্ষেপণের কৌশল নেওয়া হয়েছিল৷
  • পাকিস্তানে গলা কেটে হত্যা করা হল আসিয়া বিবির দেওরকে৷ ধর্মদ্রোহের অভিযোগে প্রথমে মৃত্যুদণ্ড দেওয়া হলেও পরে মুক্তি পেয়ে অন্য দেশে চলে যান আসিয়া বিবি৷ আসিয়ার মুক্তি চেয়ে সরব হওয়া পাঞ্জাবের গর্ভনর সলমন তাসিরকেও হত্যা করা হয়েছিল৷

 

জাতীয়

  • লাদাখে ভারত-চিন সীমান্তে দুই দেশই সেনা সংখ্যা বাড়াচ্ছে৷ গত ৫ মে প্যাঙ্গন লেকের কাছে দুদেশের সেনার মধ্যে হাতাহাতিও হয়৷ এই পরিস্থিতিতে এদিন চিফ অব ডিফেন্স স্টাফ সহ তিন বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল৷
  • দেশে করোনা ভাইরাসে মোট ১,৪৫,৩৮০ জন আক্রান্ত হয়েছেন৷ মৃত্যু হয়েছে ৪,১৬৭ জনের৷ গত ২৪ ঘণ্টায় ৬,৫৩৫ জন আক্রান্ত হয়েছেন৷ দেশে সুস্থ হয়েছেন ৬০,৪৯০ জন৷ মহারাষ্ট্রে ১,৬৯৫ জনের মৃত্যু হয়েছে এই সংক্রমণে৷ পশ্চিমবঙ্গে মোট আক্রান্ত ৪,০০৯ জন, অ্যাক্টিভ আক্রান্ত ২,২৪০ জন৷ এরাজ্যে করোনায় ২১১ জনেরর এবং কো-মর্বিডিটির কারণে ৭২ জনের মৃত্যু হয়েছে৷ এদিন দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হল কেরলে৷ তেলেঙ্গানার গোরেকুন্টা জেলার কুয়ো থেকে ৯ জনের মৃতদেহ উদ্ধার হয়েছিল৷ এই ঘটনা পরিকল্পনা মাফিক খুন বলে জানাল পুলিশ৷ অভিযুক্ত সঞ্জয় কুমার যাদবকে গ্রেপ্তার করল পুলিশ৷

 

 

বিবিধ

  • ভারতীয় বংশোদ্ভুত মার্কিন বিজ্ঞানী রাজীব যোশীর আড়াইশোর বেশি আবিষ্কার পেটেন্ট পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ তাঁকে নিউইয়র্ক থেকে বছরের সেরা আবিষ্কর্তা শিরোপা দেওয়া হল৷
  • ভারতের মহিলা সেনা মেজর সুমনা গাওয়ানিকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত জানালেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস৷ দক্ষিণ সুদানে দৃষ্টান্তমূলক কাজের জন্য এই পুরস্কার দেওয়া হবে তাঁকে৷

 

খেলা

  • প্রয়াত ক্রীড়াবিদ বলবীর সিং সিনিয়রের নামে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের অধীনে থাকা মোহালি স্টেডিয়ামের নামকরণের সিদ্ধান্ত জানালেন পাঞ্জাবের ক্রীড়া মন্ত্রী রানা গুরমিত সিং সোধি৷