কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ আগস্ট ২০১৯

711
0
DGP Kanchan Choudhary Bhattacharya

আন্তর্জাতিক

  • পুঠিয়ার রাজাকার নামে কুখ্যাত আব্দুস সামাদ ওরফে মুসা ওরফে ফিরোজ খাঁকে মৃত্যুদণ্ড দিল বাংলাদেশের আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালত। মুক্তি যুদ্ধের সময় গণহত্যা সহ ৪টি অভিযোগ ছিল মুসার বিরুদ্ধে, যার সবগুলিতেই তাকে দোষী সাব্যস্ত করা হয়।
  • চিনা বংশোদ্ভূত অস্ট্রেলীয় নাগরিক তথা বিশিষ্ট লেখক ইয়াং হংচুনকে গ্রেপ্তার করল চিন। গত জানুয়ারি মাস থেকে তাঁকে আটক করে রাখা হয়েছিল। চিনের দাবি, তিনি অস্ট্রেলিয়ার হয়ে চরবৃত্তি করছিলেন। পর্যবেক্ষকদের ধারণা, চিনের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে লিখেই তিনি সরকারের কোপে পডেছেন।
  • আফ্রিকার কঙ্গো অববাহিকার ১০ বর্গমাইলের বেশি এলাকাতেও দাবানল ছড়িয়ে পড়েছে। নাসা প্রকাশিত উপগ্রহ চিত্রে এর প্রমাণ পাওয়া গেছে। কঙ্গো, গ্যাবন, ক্যামেরুন, মালাগাসির (ম্যাডাগাস্কার) এই অরণ্যকে ‘পৃথিবীর দ্বিতীয় ফুসফুস’ বলা হয়। অন্যদিকে ‘পৃথিবীর ফুসফুস’ নামে পরিচিত বৃষ্টি অরণ্যের দাবানল আরও ভয়াবহ রূপ নিল। ধোঁয়ার কারণে পোর্তো ভোলো শহরের বিমানবন্দর বন্ধ করে দিতে হল।
  • প্রসঙ্গত উল্লেখ্য, আমাজনের বৃষ্টি অরণ্যে দাবানলের শিকারে ক্ষতিগ্রস্ত ব্রাজিলকে জি ৭ গোষ্ঠী আর্থিক সহায়তা দিতে চাইলেও প্রেসিডেন্ট জাইর বোলসেনোরো প্রতিবাদ জানিয়ে বলেন, ফ্রান্সের প্রেসেডিন্ট মাকঁর তাঁকে অপমান করেছেন, `মিথ্যেবাদী’ বলে। আগে উনি অপমান ফিরিয়ে নিন, তাহলে জি ৭ গোষ্ঠীভুক্ত দেশগুলির অর্থসাহায্য নিতে কোনও আপত্তি নেই তাঁর।

 

জাতীয়

  • জলকর যাঁরা বকেয়া রেখেছেন তাঁদের বকেয়ার পুরোটাই ছাড় দেওয়ার সিদ্ধান্ত জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বাণিজ্যিকভাবে জল ব্যবহারকারীরাও এই ছাড় পাবেন। গত ১ অগস্ট তিনি ২০০ ইউনিট পর্যন্ত (মাসে) বিদ্যুৎ ব্যবহারকারীদের মাসুল মকুবের সিদ্ধান্ত জানিয়েছিলেন।
  • দেশের প্রথম মহিলা ফ্লাইট কম্যান্ডার হলেন ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার এস ধামি। চেতক হেলিকপ্টার ইউনিটের ফ্লাইট কমান্ডার হলেন তিনি।–

 

বিবিধ

  • কাঞ্চন চৌধুরী ভট্টাচার্য (৭২) প্রয়াত হলেন। দেশের প্রথম মহিলা হিসাবে পুলিশের ডিরেক্টর জেনারেল হন তিনি।কিরণ বেদির পর তিনিই দেশের দ্বিতীয় মহিলা আইপিএস হন। ২০০৪ সালে উত্তরাখণ্ডের ডিজি পদে দায়িত্ব গ্রহণ করে দেশের প্রথম মহিলা পুলিশ প্রধান হয়েছিলেন।সিআইএসএফের আইজি পদেও কাজ করেছেন। ১৯৯৭ সালে রাষ্ট্রপতির পুলিশ মেডেল এবং রাজীব গান্ধী পুরস্কারও পান।তাঁর জীবন নিয়ে ১৯৮০ সালে টেলিভিশন শো `উড়ান’ জনপ্রিয় হয়েছিল।
  • ফার্দিনান্দ কার্ল পিচ (৮২) প্রয়াত হলেন। গাড়ি প্রস্তুতকারক সংস্থা ফক্সভাগেনের প্রাক্তন চেয়ারম্যান তিনি। সংস্থাটিকে আন্তর্জাতিক ক্ষেত্রে সফল করার অন্যতম কারিগর ছিলেন পিচ।
  • নিমু ভোমিক (৮৯) প্রয়াত হলেন। ‘সাহেব’, ‘গুরুদক্ষিণা’ ‘নবাব’ ‘গণদেবতা’ প্রভৃতি বহু বাংলা ছবিতে তিনি অভিনয় করেন। মূলত খলনায়কের ভূমিকায় অভিনয় করতেন তিনি।

 

খেলা

  • ভারতীয় টেনিস খেলোয়াড় সুমিত নাগাল গ্র্যান্ডস্ল্যামে তাঁর অভিষেক ম্যাচের প্রথম সেটটি জিতলেন টেনিস কিংবদন্তি রজার ফেডেরারের বিরুদ্ধে. শেষ পর্যন্ত ইউ এস ওপেনের প্রথম রাউন্ডে আড়াই ঘণ্টা লড়াই করে ৬-৪, ১-৬, ২-৬, ৪-৬ সেটে হার মানলেন নাগাল। প্রাজ্ঞেশ গুণেশ্বরনের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে ইউএস ওপেনের পুরষদের সিঙ্গলস মূল পর্বে খেললেন তিনি। হরিয়ানার ২২ বছরের ছেলে সুমিত নাগালের এটিপি রাঙ্কিং ১৯০।
  • দিল্লির ফিরোজশাহ কোটলা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে অরুণ জেটলির নামে রাখার সিদ্ধান্ত জানাল দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোশিয়েশন। দীর্ঘদিন এই সংস্থার প্রেসিডেন্ট পদে ছিলেন সদ্যপ্রয়াত ওই রাজনীতিবিদ।