কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ আগস্ট ২০২০

1071
0

আন্তর্জাতিক

  • ২০১৯ সালে মার্চ মাসে ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলা চালিয়ে ৫১ জনকে হত্যার মামলায় দোষী সাব্যস্ত ব্রেন্টন ট্যারান্টকে আজীবন কারাদণ্ড দিল আদালত৷ এই প্রথম নিউজিল্যান্ডে কাউকে প্যারোল ছাড়া যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হল৷ প্রসঙ্গত, নিউজিল্যান্ডের ইতিহাসে হিংস্রতম হামলা চালিয়েছিল ব্রেন্টন৷ ফেসবুকে লাইফ স্ট্রিম করে দুটি মসজিদে হত্যাকাণ্ড চালিয়ে তৃতীয় মসজিদে যাওয়ার পথে পুলিশ তাকে পাকড়াও করে৷
  • রাষ্ট্রসংঘের প্রতিনিধিদের বিতর্কিত দুটি পরমাণুকেন্দ্র পরিদর্শনের অনুমতি দিল ইরান৷
  • বিশ্বে কোভিড আক্রান্ত হয়েছেন ২,৪৫,৩৩,৩৪২ জন এবং সুস্থ হয়ে উঠেছেন ১,৭০,০০,৫৬৭ জন৷ প্রাণহানির সংখ্যা ৮৩,৩১,১৪৫৷
  • মার্কিন যুক্তরাষ্ট্রে কেনোশায় কৃষ্ণাঙ্গদের মিছিলে পুলিশ নয়, ১৭ বছরের এক নাবালক শ্বেতাঙ্গ গুলি ছুড়েছিল বলে জানা গেল৷ এই ঘটনায় দুজন বিক্ষোভকারীর মৃত্যু হয়৷

 

জাতীয়

  • ৫৫৮টি গ্রামসভা ও ৮৩টি নগর পরিষদের নির্বাচন সম্পন্ন হল মিজোরামে৷ করোনা পরিস্থিতি ও লকডাউনেরে পর এই প্রথম দেশের কোনো রাজ্যে ভোট নেওয়া হল৷ গ্রামসভায় ৪,৫৪,১৮০ জন ও নগর পরিষদে ২,১৮,৭৫৮ জন ভোটদাতা রয়েছেন৷ ২১০২ জন মহিলা সহ ৮৪৯১ জন প্রার্থী ভোটে লড়েছেন৷ প্রসঙ্গত, দেশের একমাত্র রাজ্য মিজোরাম যেখানে কোভিডে কারও মৃত্যু হয়নি৷ মোট আক্রান্তের সংখ্যা ৯৭৪ এবং তার ৪০ শতাংশ আধাসেনা৷
  • করোনা এক দৈবদূর্বিপাক, এর ফলে রাজ্যসরকারগুলির আয় কমে গেলেও কেন্দ্রের পক্ষে প্রতিশ্রুতি মতো জিএসটি ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়৷ কারণ কেন্দ্রীয় সরকারের হাতে টাকা নেই৷ সেক্ষেত্রে রাজ্যগুলি ধার করে পরিস্থিতি সামাল দিতে পারে৷ এদিন জিএসটি পরিষদের বৈঠকে এই মন্তব্য করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷
  • দেশে একদিনে ৭৫,৭৬০ জন কোভিডে আক্রান্ত হলেন৷ মোট আক্রান্ত হয়েছেন ৩৩,১০,২৩৪ জন৷ এদিন   মৃতের সংখ্যা ৬০ হাজার অতিক্রম করল৷

 

বিবিধ

  • মরিশাসের সমুদ্র তীরে ভেসে এল অন্তত ১৭টি ডলফিনের দেহ৷ গত ২৫ জুলাই ভারত মহাসাগরের অদূরে ঢুকে প্রবাল প্রাচীরে আটকে গিয়েছিল জাপানের তেলবাহী জাহাজ এম ভি ওকাশিয়ো৷ গত ৬ আগস্ট থেকে তেল বেরিয়ে বিপুল এলাকায় ছড়িয়ে পড়ে৷ মরিশাস থেকে ঘটনাস্থল ১২ মাইল দূরে৷ এই ডলফিনগুলির মৃত্যুর সঙ্গে সেই ঘটনার যোগ থাকতে পারে বলে মনে করছেন পরিবেশবিদরা৷
  • দেশে আঞ্চলি্ক উড়ান প্রকল্পে ৭৮টি নিতুন উড়ান চালু হবে৷ এই প্রকল্পে কলকাতার সঙ্গে যুক্ত হবে অসমের ছোট শহর রুপসী৷ জল থেকে ওঠানামা করতে পারে এমন বিমান ওঠানামা করবে লাক্ষাদীপের কাভারাত্তিতে৷

 

খেলা

  • ‘আমি আগে কৃষ্ণাঙ্গ মেয়ে পরে খেলোয়াড়’ এই মন্তব্য করে মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গদের লাগাতার হত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নিউ ইয়র্কের ওয়েস্টার্ন অ্যান্ড্ সাদার্ন ওপেন থেকে নাম প্রত্যাহার করলেন জাপানের টেনিস তারকা নিয়োমি ওসাকা। তিনি সেমিফাইনালে উঠেছিলেন।
  • টেনেসি থেকে অবসর নিলেন মার্কিনি যুক্তরাষ্ট্রের ব্রায়ান ভ্রাতৃদ্বয়, এই মাইক ও বব ব্রায়ান ভাইয়েরা ডাবলসে জুটিতে ১৬টি গ্র্যান্ড স্ল্যাম, ৩৯টি এটিপি মাস্টার্স সহ ১১৯টি খেতাব জিতেছিলেন৷