কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ জানুয়ারি, ২০১৯

415
0
Current Affair 28 Jan 2019

আন্তর্জাতিক

  • ফিলিপিন্সে সুলু প্রদেশের হোলো দ্বীপে একটি ক্যাথলিক গির্জায় রবিবারের প্রার্থনা চলার সময় মৃত্যু ও বিস্ফোরণে মৃত্যু হল ২৭ জনের।এই ঘটনায় আবু সায়াফ জঙ্গিদের সন্দেহ করা হচ্ছে।
  • ব্রাজিলের বেলো হরিজন্তে শহরে লোহার খনির বাঁধ ভেঙে পড়ার ঘটনায় ৪০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
  • অবশেষে ব্রিটেনের প্রিন্স ফিলিপ ক্ষমা চাইলেন। ৯৭ বছরের ফিলিপ নিজে গাড়ি চালিয়ে যাওয়ার সময় গত ১৭ জানুয়ারি ধাক্কা দিয়েছিলেন জনৈকা এমা ফেয়ারওয়েদারের কাছে। এই ঘটনায় ২ জন জখম হন। তাঁদের কাছে মেখিক দুঃখিত বলার সৌজন্যও তিনি দেখাননি বলে সমালোচনা শুরু হয়েছিল।

জাতীয়

  • প্রধানমন্ত্রী হিসাবে পাওয়া উপহারসমূহ নিলামে তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় ১৯০০ সামগ্রীর নিলামে পাওয়া নমামি গঙ্গা প্রকল্পে ব্যয় করা হবে।
  • দেশের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি ইঞ্জিনিবিহীন ট্রেনের নাম দেওয়া হল বন্দে মাতরম এক্সপ্রেস।

বিবিধ

  • সাইকেল চড়ে আফ্রিকার কিলিমাঞ্জারো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ উহুরুতে (৫৮৯৫ মি)জতীয় পতাকা ওড়ালেন বঙ্গসন্তান উজ্জ্বল পাল। তিনি কৃষিবিজ্ঞানের প্রাক্তন ছাত্র। গাছ লাগানোর বার্তা নিয়ে তিনি সাইকেলে পাড়ি দিয়েছেন ১৭টি দেশে।

খেলা

  • ব্যাডমিন্টনে ইন্দোনেশীয় মাস্টার্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন সাইনা নেহাওয়াল চোট পেয়ে মাঝপথে ফাইনাল ম্যাচ থেকে স্পেনের ক্যারোলিনা মরিন সরে যাওয়ায় সাইনাকে জয়ী বলে ঘোষণা করা হয়।
  • দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ ক্রিকেটার অ্যান্ডি ফেলুকওয়ারের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী মন্তব্য করায় পাকিস্তানের ক্রিকেট অধিনায়ক সরফরাজ আহমেদকে ৪ ম্যাচ নির্বাসিত করল আইসিসি।
  • অস্ট্রেলীয় ওপেন পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন নোভাক জোকোভিচ। এদিন ফাইনালে তিনি হারালেন রাফায়েল নাদালকে। এটি জোকোভিচের ১৫তম গ্র্যান্ড স্ল্যাম। মেয়েদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন নোভাক জোকোভিচ। এদিন ফাইনালে তিনি হারালেন রাফায়েল নাদালকে। এটি জোকোভিচের ১৫তম গ্র্যান্ডস্ল্যাম। মেয়েদের  সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন জাপানের নোয়ামি ওসাকা। তিনি ফাইনালে হারালেন পেত্রা কুইতোভাকে। এটি তাঁর দ্বিতীয় গ্র্যান্ডস্লাম। প্রথম এশীয় হিসাবে তিনি বিশ্বের এক নম্বর ক্রম উঠে এলেন।
  • আই লিগের ফিরতি ডার্বিতে ইস্টবেঙ্গল ২-০ গোলে হারাল মোহনবাগানকে। ১৫ বছর পর আই লিগের দুটি ম্যাচেই জিতল লাল হলুদ।