কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ ডিসেম্বর ২০১৭

578
0
current-afairs-27122017-picture

জাতীয়

  • উত্তরপ্রদেশে ১৯৯৫ সালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় যোগী আদিত্যনাথ সহ ১০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল, তা প্রত্যাহারের নির্দেশ দিলেন সে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
  • দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু শহরে সন্ত্রাসবাদী হামলার হুমকি দিল জঙ্গি সংগঠন আল কায়দা।
  • ২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণ মামলা থেকে রেহাই পেলেন স্বাধী প্রজ্ঞা, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল শ্রীকান্ত পুরোহিত, মেজর রমেশ উপাধ্যায় সহ ৪ অভিযুক্ত। এনআইএ আদালত তাঁদের মহারাষ্ট্র সংগঠিত অপরাধ আইন থেকে রেহাই দিল। তাঁদের বিচার হবে ইউএপিএ আইনে।

আন্তর্জাতিক

  • পাকিস্তান কর্তৃপক্ষ কুলভূষণ যাদবের স্ত্রীর জুতো ফরেনসিক পরীক্ষায় পাঠাল। বড়দিনের দিন যাদবের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাঁর মা ও স্ত্রী। সেখানে পাক বিদেশ মন্ত্রক যাদবের স্ত্রীর জুতো খুলে নিয়েছিল। পাক কর্তৃপক্ষের দাবি, ওই জুতোয় রহস্যজনক ধাতব বস্তুর উপস্থিতি রয়েছে।
  • ২০১৮-১৯ অর্থবর্ষে রাষ্ট্রসঙ্ঘকে দেওয়া অনুদান ২৮৫ ডলার কমানোর সিদ্ধান্ত জানাল মার্কিন যুক্তরাষ্ট্র। প্রসঙ্গত, রাষ্ট্রসঙ্ঘের বার্ষিক বাজেটের ২২ শতাংশ ব্যয়ভার বহন করে মার্কিন যুক্তরাষ্ট্র।
  • মিশরে সিনইয়ের বিদ্রোহীদের মধ্যে ১৫ জনকে ফাঁসিতে চড়ানো হল। ২০১৩ সালে এই বিদ্রোহীদের হাতে ৯ জন সেনার মৃত্যু হয়েছিল। ২০১৫ সালে সেনা আদালত এই ১৫ জনকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছিল।
  • লন্ডনে বিবিসি রেডিও-র এক বিশেষ অনুষ্ঠানে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামার সাক্ষাৎকার নিলেন ব্রিটিশ রাজপুত্র হ্যারি।

খেলা

  • পোর্ট এলিজাবেথে বিশ্বের প্রথম ৪ দিনের টেস্টে ইনিংস ও ১২০ রানে জয়ী হল দক্ষিণ আফ্রিকা। যদিও মাত্র ২ দিনেই টেস্টের নিষ্পত্তি হল। দুদিনে ৯০৭ বল খেলা হল। দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে ৩০৯ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করেছিল। জিম্বাবোয়ে প্রথম ইনিংসে ৬৮ এবং ফলো-অনে দ্বিতীয় ইনিংসে ১২১ রান করে। মর্নি মর্কেল প্রথম ইনিংসে, কেশব মহারাজ দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিলেন।
  • বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হল ৩২৭ রানে। মেলবোর্নে এই টেস্টে শতরান (অপরাজিত ১০৪) করলেন ইংল্যান্ডের অ্যালিস্টার কুক। এটি তাঁর ৩২তম টেস্ট শতরান।
  • ভারতে ফুটবল প্রশিক্ষকদের সংগঠন তৈরি হল। এদিন মুম্বইয়ে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করল ‘অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ান ফুটবল কোচেস’। এআইএফএ স্বীকৃতি জানাল সংগঠনটিকে। আগামী ৫ বছরে ৬৫০০০ জন প্রশিক্ষিত ফুটবল কোচ তৈরি করা সংগঠনের লক্ষ্য বলে জানানো হল।

বিবিধ

  • লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানিতে ভারত প্রথম স্থান অর্জন করল চিনকে ছাপিয়ে। এই ডিসেম্বর মাসে ভারত ২৪ লক্ষ টন এলপিজি আমদানি করেছে যা চিনের থেকে ১ লক্ষ টন বেশি। ভারতে কাঠ, ঘুঁটের ব্যবহার কমিয়ে রান্নার গ্যাস ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে, ফলে চাহিদা বেড়েছে।
  • গত বছরের তুলনায় এবছর রেলে ০.৬৪ শতাংশ যাত্রী বেড়েছে বলে জানাল রেল মন্ত্রক। এখনই রেলভাড়া বাড়ানোর কোনো প্রস্তাব নেই বলে সংসদে জানানো হল।
  • ডাক ঘরে বিভিন্ন স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার ২০ বেসিস পয়েন্ট কমাল কেন্দ্র। ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ ২০১৮ পর্যন্ত এই হার কার্যকর হবে।