কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ ফেব্রুয়ারি ২০২০

533
0

আন্তর্জাতিক

  • ১৫ টন চিকিৎসাসামগ্রী দিতে গিয়েছিল ভারতীয় বায়ুসেনার বিমান ‘গ্লোবমাস্টার থ্রি’। ফেরার পথে মারণ ভাইরাস আক্রান্ত চিনের উহান থেকে ১১২ জনকে উদ্ধার করে আনা হল সেই বিমানে। এদের মধ্যে ৭৬ জন ভারতীয় বাকি সব অন্যান্য দেশের নাগরিক। প্রত্যেককে মানেসরের সেনাক্যাম্পে ১৫ দিন আলাদা করে রাখা হবে। জাপানও বিমান পাঠিয়ে তাদের দেশের নাগরিক ফিরিয়ে নিয়ে গেছে।
  • করোনা ভাইরাসে আক্রান্ত এবার জার্মানির ৫ জন। সংবাদে প্রকাশ, ইরানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৬ জন মারা গিয়েছেন। আক্রান্ত হয়েছেন স্বয়ং দেশটির উপরাষ্ট্রপতি মাসুমে এবতেখার।

জাতীয়

  • দিল্লিসংঘর্ষে নিহতের সংখ্যা দাঁড়াল ৩৮। আহত ২০০-রও বেশি মানুষ। এনআরসি সিআইএএ ঘিরে পক্ষীয় ও বিরোধীদের সংঘর্ষ “আপাতত শান্ত” হলেও ঘিরে রয়েছে চাপা আতঙ্ক। নানা জায়গা থেকে আসছে মৃত্যুর খবর। জনজীবন এখনও স্বাভাবিক ছন্দে ফেরেনি। মানুষ আতঙ্কগ্রস্ত। দুর্ঘটনা কবলিত এক বিরাট অংশের দিল্লি বোর্ডের পরীক্ষার্থীরা আইসিএসসি পরীক্ষা দিতে পারল না। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও অনেকেই দোকানপাট খুলতে ভয় পাচ্ছেন। হাঙ্গামা থামাতে স্বরাষ্ট্র দপ্তর দুটি তদন্তকারী দল গঠন করেছে। বিরোধীরা রাষ্ট্রপতির কাছে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। এরই মধ্যে দুধ কিনতে গিয়ে ৮৫ বছরের এক বৃদ্ধা মারা গিয়েছেন।
  • ২০২০ সালের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পেল। দক্ষিণ ২৪ পরগনা বাদে রাজ্যের ২৬৩টি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশিত হল। এবার নতুন ভোটার ২০ লক্ষ ৬৯ হাজার ১৬২। যা গত কয়েক বারের তুলনায় বেশি। গঙ্গাসাগরের কারণে দক্ষিণ ২৪ পরগনার ভোটার সংখ্যা ৬ মার্চ প্রকাশিত হবে। দক্ষিণ ২৪ পরগনা বাদে মোট ভোটারের সংখ্যা হল ৬ কোটি ৩৯ লক্ষ ১৭ হাজার ৮২৫। যার মধ্যে পুরুষ ভোটার ৩ কোটি ২৬ লক্ষ ৭২ হাজার ৫৯৯। মহিলা ভোটারের সংখ্যা ৩ কোটি ১২ লক্ষ ৪৩ হাজার ৯৮৪। তৃতীয় লিঙ্গের ভোটার ১২৪২।

বিবিধ

  • ১০৫ বছর বয়সী ভাগীরথী আম্মা পেলেন নতুন আধার কার্ড। উল্লেখ্য, এই প্রবীণ এই বয়সেও পড়া চালিয়ে ৭৫ শতাংশ নম্বর পেয়ে চতুর্থ শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ‘মন কি বাত’ অনুষ্ঠানে তাঁকে নিয়ে বলার পরই তাঁর হাতে আধার কার্ড তুলে দেওয়া হয়। তাঁর ছয় সন্তানের মধ্যে একজন প্রয়াত। ১৫ জন নাতি-নাতনির মধ্যে তিন জন মারা গিয়েছেন। তিনি কেরলের কোল্লম জেলার বাসিন্দা।
  • ডাক বিভাগের ভারতীয় পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের গ্রাহক সংখ্যা ২ কোটি ছাড়াল। উদ্বোধনের মাত্র ১৭ মাসেই ভালো সাড়া ফেলেছে এই ব্যাঙ্ক।
  • এক প্রকারের মাকড় যাকে মাইট বলা হয়, বিশেষ প্রজাতির এই মাকড়ই ডাস্ট অ্যালার্জির জন্য দায়ী। এদের বৈশিষ্ট্য হল এদের চার জোড়া পা আছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের জুলজি বিভাগের অধ্যাপক গৌতম সাহা ও তাঁর কয়েকজন সহযোগীর গবেষণায় উঠে এসেছে এমন তথ্য যা আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণার পত্রিকায় প্রকাশিত।
  • টানা ৬ সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর হুগলির পোলবার পুলকার দুর্ঘটনাগ্রস্ত শিশু দিব্যাংশ ভকত সুস্থ হয়ে ঘরে ফিরল। তার ফুসফুসে কাদাজল ঢুকে গিয়েছিল। অবশ্য তার সহপাঠী দিব্যাংশ সিংকে ডাক্তাররা অনেক চেষ্টা করেও বাঁচাতে পারেননি।

খেলা

  • টি২০ বিশ্বকাপে ভারতীয় মহিলা ক্রিকেট দল নিউ জিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠল। বৃহস্পতিবার রুদ্ধশ্বাস ম্যাচে নিউ জিল্যান্ড ৩ রানে ম্যাচ হারে। ভারতের ১৩৩ রানের জবাবে ১৩০ রানে শেষ হয়ে যায় কিউয়িদের ইনিংস। ম্যাচের সেরা হন শেফালি বর্মা।
  • ম্যাঞ্চেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদের খেলায় ম্যাঞ্চেস্টার ২-১ এগোলে রিয়াল মাদ্রিককে হারাল। নিদেরে মাঠে কোয়ার্টার ফাইনালে পরাজয়ে হতাশ দলের কোচ ও সমর্থকরা।