আন্তর্জাতিক
- ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন৷ তিনি বাড়ি থেকে কাজ করছেন৷ ব্রিটেনে এই সংক্রমণে মৃত্যু হল এশীয় বংশোদ্ভুত প্রবীণ চিকিৎসক হাবিব জাইদির, বয়স ৭৬৷ রোগ প্রতিরোধে যথাযথ ব্যবস্থা না নেওয়ার অভিযোগ উঠেছে ব্রিটেনের দিকে৷ করোনায় ৫৭৮ জনের মৃত্যু হয়েছে সেখানে৷ গোটা বিশ্বে এই সংক্রমণে মৃতের সংখ্যা ২৫ হাজার অতিক্রম করে গেল৷ ইতালিতে গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে প্রাণ গেল ৯৬৯ জনের৷ এর আগে এক দিনে এতগুলি প্রাণহানির নজির নেই এই রোগ সংক্রমণে৷ সেখানে মৃতের সংখ্যা ৮ হাজার পেরিয়ে গেল৷ স্পেনে করোনায় মৃত্যু হয়েছে ৪৮৫৮ জনের৷ ইরানে ২৩৭৭৮, ফ্রান্সে ১৯৯৫ জনের প্রাণ কাড়ল করোনা৷ মার্কিন যুক্তরাষ্ট্রে ১৩০৪ জনের মৃত্যু হল এই সংক্রমণে৷ সংক্রমণের সবথেকে বেশি ঘটনা সেখানেই৷ এর মধ্যেই গুজবে কান দিয়ে সংক্রমণ প্রতিরোধের মরিয়া চেষ্টায় বিষাক্ত ইথানল খেয়ে ইরানে ৩ শতাধিক ব্যক্তির মৃত্যু হল৷
জাতীয়
- ভারতে কোভিড-১৯ ভাইরাসে ৭২৪ জন সংক্রমিত হয়েছেন বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানাল৷ রাজস্থান ও কর্নাটকে ২ জনের মৃত্যু হওয়ায় দেশে করোনা ভাইরাস সংক্রমণে মোট ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হল৷ পশ্চিমবঙ্গে তেহট্টের একই পরিবারের ৫ জন সংক্রমিত হওয়ায় রাজ্যে ওই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫৷
- জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাসপেন্ড করল ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আব্রার আহমেদকে৷ ট্যুইটারে তিনি মন্তব্য করেছিলেন সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থক ১৫ জন অমুসলিম ছাত্রকে পরীক্ষায় ফেল করাবেন৷
বিবিধ
- বাণিজ্যিক ব্যাঙ্কগুলির জন্য রেপো রেট ও রিভার্স রেপো রেট কমাল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক৷ আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানালেন, রেপো রেট ৫.১৫ শতাংশ থেকে ৭৫ বেসিস পয়েন্ট ৪.৪ শতাংশ হচ্ছে৷ রিভার্স রেপো রেট ৯০ বেসিস পয়েন্ট কমে হচ্ছে ৪ শতাংশ৷ মেয়াদি আমানতে ৩ মাসের ইএমআই পিছিয়ে দিতে ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলিকে অনুমোদন দিল আরবিআই৷
- ২০২০-২১ অর্থবর্ষে ভারতের জিডিপি সম্বন্ধে পূর্বাভাস ৫.৩ শতাংশ থেকে কমিয়ে ২.৫ শতাংশ করল আন্তর্জাতিক মূল্যায়ন সংস্থা মুডিজ৷
- সঙ্গীত শিল্পী সতীশ গুজরাল প্রয়াত হলেন বার্ধক্যজনিত কারণে৷
খেলা
- ফ্রান্সের জাতীয় ফুটবল দলের প্রাক্তন কোচ মিশেল ইদলাগোর বার্ধক্যজনিত কারণে প্রয়াত হলেন, বয়স ৮৭৷
- করোনা প্রতিরোধে ৫০ লক্ষ টাকার অনুদান দিলেন শচীন তেন্ডুলকর৷ প্রসঙ্গত, ২৬ বছর আগে এই দিনে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর৷