কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ সেপ্টেম্বর ২০১৮

schedule
2018-09-28 | 10:56h
update
2018-09-29 | 06:56h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • দেশের ১৩ জন বিজ্ঞানীকে দেওয়া হবে ‘শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার’। বিজ্ঞানচর্চায় এটাই দেশের সর্বোচ্চ সম্মান। ১৩ জন পুরস্কার প্রাপকের মধ্যে ৫ জনই বাংলার। তাঁরা হলেন রাহুল বন্দ্যোপাধ্যায়, স্বাধীন মণ্ডল, পার্থসারথী চক্রবর্তী, অদিতি সেন দে, অম্বরীশ ঘোষ।
  • ভারতীয় দণ্ডবিধির ৪৯৭ নং ধারা ও ফৌজদারি কার্যবিধির ১৯৮ ধারকে আসংবিধানিক বলে ঘোষণা করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চ এই রায় দিয়ে বলেছে ‘স্বামী কখনওই স্ত্রীর প্রভু নন’। পরকীয়া শাস্তিযোগ্য অপরাধ নয় বলে জানাল আদালত। এতদিন এই আইনটি পুরুষদের প্রতি বৈষম্যমূলক ছিল।
  • বাবরি মসজিদ-রামমন্দির জমি সংক্রান্ত মামলার চূড়ান্ত শুনানি হবে সুপ্রিম কোর্টের ৩ বিচারপতির বেঞ্চে। এই মামলা সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে পাঠাবার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।
Advertisement

আন্তর্জাতিক

  • শিশু বিদ্যালয়ে ছুরি নিয়ে হামলায় দোষী সাব্যস্ত যুবকের মৃত্যুদণ্ড কার্যকর করা হল চিনে। ২০১৭ সালের জানুয়ারি মাসে শানসি প্রদেশে ঝাও জেওয়াই নামে ওই যুবকের হামলায় ৭টি শিশুর প্রাণহানি হয়েছিল।
  • উইকিলিক্সের প্রধান সম্পাদক ও মুখপাত্র হিসাবে ক্রিস্টিন র‍্যাফেনসনের নাম ঘোষণা করা হল। সংস্থার প্রধান জুলিয়ান অ্যাসাঞ্জ দীর্ঘদিন ইকুয়েডরের দূতাবাসে আত্মগোপন করে রয়েছেন। ইতিমধ্যে ইকুয়েডরের রাষ্ট্রপতি বদল হওয়ায় অ্যাসাঞ্জের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে।

 খেলা

  • অনূর্ধ্ব ১৬ এএফসি কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছল ভারত। এদিন গ্রুপ লিগের ম্যাচে ইন্দোনেশিয়ার সঙ্গে ভারতের ম্যাচ গোলশূন্যভাবে শেষ হল। কোয়ার্টার ফাইনালে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া।
  • ২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ হবে জার্মানিতে। প্রতিযোগিতা আয়োজনের অন্যতম দাবিদার ছিল তুরস্ক।
  • দাবা অলিম্পিয়াডের চতুর্থ রাউন্ডে ভারত ১.৫-২.৫ পয়েন্টে হেরে গেল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে।
  • বার্সেলোনার হয়ে ৭০০তম ম্যাচ খেললেন লিওনেল মেসি। এই ম্যাচে লেগানেসের কাছে ১-২ গোলে হারল বার্সেলোনা।
  • প্রয়াত হলেন কলকাতা ময়দানের প্রাক্তন ফুটবলার ও কোচ শঙ্কর সরকার (৭৩)।

বিবিধ

  • দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির হাতে নগদ টাকার যোগান বৃদ্ধিতে পদক্ষেপ গ্রহণ করল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। লিকুইডিটি কভারেজ রেশিও ১১ থেকে কমিয়ে ১৩ শতাংশ করা হল। আমানতের ১৫ শতাংশ ধণপত্র কিনে এসএলআর খাতে রাখার হার কমিয়ে করা হল ২ শতাংশ।
  • শীতের মরসুমে চা বাগান রক্ষণাবেক্ষণের জন্য ও চা পাতার মান বজায় রাখতে চা বাগান বন্ধ রাখা বাধ্যতামূলক করল টি বোর্ড। অন্যথায় চা পাতার মান পড়ে যাচ্ছিল বলে অভিযোগ।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
29.04.2024 - 20:47:22
Privacy-Data & cookie usage: