জাতীয়
- জাপান সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফুজি পর্বতের কাছে ইয়ামানাশিতে তাঁকে স্বাগত জানালেন জাপানের প্রধানমন্ত্রী শিনজে আবে। সেখান থেকে তাঁরা ট্রেনে টোকিও গেলেন। গুজরাটের কারুশিল্পী সাবির হুসেন ইব্রাহিমভাই শেখের গোলাপি হলুদ পাথরের পাত্র আবেকে উপহার দিলেন মোদী।
আন্তর্জাতিক
- মার্কিন যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক কালের মধ্যে ইহুদিদের ওপর হামলার সব থেকে বড় ঘটনাটি ঘটল। পিটসবার্গের স্কুইবেল হিলের একটি ইহুদি ধর্মস্থানে হামলায় ১১ জনের মৃত্যু হল। রবার্ট বাওয়ার্স নামে ৪৬ বছর বয়সি এক শ্বেতাঙ্গ বন্দুকবাজ ওই সেনাগগে হামলা চালিয়ে গ্রেপ্তার হল।
- শ্রীলঙ্কায় আরও তীব্র হল সাংবিধানিক সঙ্কট। সংসদের স্পিকার কারু জয়সূর্য জানালেন রনিল বিক্রমসিঙ্ঘেই এখনও প্রধানমন্ত্রী পদে রয়েছেন। অন্যদিকে মাহিন্দা রাজাপক্ষেকে নতুন প্রধানমন্ত্রী পদে শপথবাক্য পাঠ করিয়েছন রাষ্ট্রপতি মৈত্রীপালা সিরিসেনা।
- চিনের বেসরকারি সংস্থার প্রথম রকেট জেড কিউ ১ উৎক্ষেপণ-এর সঙ্গে-সঙ্গেই মুখ থুবড়ে পড়ল।
খেলা
- এশিয়া চ্যাম্পিয়ন্স হকিতে যুগ্মভাবে জয়ী হল ভারত ও পাকিস্তান। এদিন ম্যাসকটে বৃষ্টির কারণে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত হলে ২০১৮ সালের হকি আইন অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হল।
- লা লিগার ম্যাচে বার্সেলোনা তাদের চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৫-১ গোলে পরাস্ত করল। হ্যাট্রিক করলেন লুইস সুয়ারেজ। লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিহীন এল ক্লাসিকো অনুষ্ঠিত হল দীর্ঘদিন পর। এদিন সেরি আ লিগে এমপলির বিরুদ্ধে জুভেন্তাসের হয়ে জোড়া গেল করলেন রোনাল্ডো।
বিবিধ
- ২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর গঠিত হয়েছিল জিএসটি পরিষদ, তারপর থেকে এপর্যন্ত ৩০টি বৈঠকে ৯১৮টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৯৪টি বিজ্ঞপ্তি জারি করে তার ৯৬ শতাংশের বেশি কার্যকর করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক এদিন এই তথ্য প্রকাশ করল।
- আন্তর্জাতিক বাজারে মূল্যহ্রাসের দরুন পর-পর ১১ বার কমল পেট্রোপণ্যের দাম। প্রতি লিটার পেট্রোল ও ডিজেলে যথাক্রমে ২.৭৮ টাকা ও ১.৬৪ টাকা দাম কমেছে।