কারেন্ট অ্যাফেয়ার্স ২৮ এপ্রিল ২০১৮

704
0
current-affairs-28042018-picture

জাতীয়

  • বিচারপতি কে এম জোসেফকে নিয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকা ‘বিচার বিভাগের স্বাধীনতার ওপর হস্তক্ষেপের শামিল’ বলে অভিযোগ করলেন প্রাক্তন প্রধান বিচারপতি টি এস ঠাকুর। প্রসঙ্গত, বিচারপতি কে এম জোসেফকে সুপ্রিম কোর্টে নিয়োগ করা নিয়ে কলেজিয়ামের সুপারিশ পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার।
  • চিনের উহানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পুনরায় বৈঠক হল চিনের রাষ্ট্রপতি জি জিনপিংয়ের। নিরাপত্তা ও পারস্পরিক বাণিজ্য নিয়ে আলোচনা হল।
  • বায়ু-থেকে-বায়ু ক্ষেপণাস্ত্র ডার্বির উৎক্ষেপণের পরীক্ষা সফল হল। দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস যুদ্ধবিমান থেকে ওই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হল গোয়া উপকূল থেকে।

আন্তর্জাতিক

  • বাংলাদেশের কক্সবাজারে পৌঁছল রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দল। মায়ানমারের রাখাইন প্রদেশ থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের শিবির প্রদর্শন করবেন তাঁরা। গত বছর থেকে প্রায় ৭ লক্ষ রোহিঙ্গা উদ্বাস্তু হয়ে এসেছেন বলে অভিযোগ।
  • নিকারাগুয়ায় সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্য হল ৩৯ জনের। শ্রমিক কর্মচারীদের ভাতা কমানো সহ সামাজিক সুরক্ষা ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে।

খেলা

  • ইউথ অলিম্পিক গেমস হকির বাছাই পর্বে ভারতের পুরুষ হকি দল সেমিফাইনালে ৯-২ গোলে বাংলাদেশকে এবং মহিলা হকি দল ৪-২ গোলে মালয়েশিয়াকে হারাল।
  • চিনের উহানে এশিয়া ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমি ফাইনালে হেরে গেলেন ভারতের সাইনা নেহাওয়াল এবং এইচ এস প্রণয়।
  • সাংহাইয়ে আয়োজিত বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপের কম্বাইন্ড বিভাগের মিক্সড ডাবলসে ব্রোঞ্জ পেলেন ভারতের অভিষেক বর্মা, জয়তী সুরেখা। এই প্রতিযোগিতায় এই একটি পদকই পেল ভারত।
  • সংযুক্ত আরব আমিরশাহির আল ফুরাইজ ক্লাবের কোচের পদ ছাড়লেন দিয়েগো মারাদোনা। দলটিকে প্রথম ডিভিশনে তুলতে না পারার দায় মেনে ইস্তফা দিলেন তিনি।
  • প্রয়াত ক্রিকেটার পঙ্কজ রায়কে মরণোত্তর সি কে নাইডু জীবনকৃতি সম্মান জানানোর সিদ্ধান্ত ঘোষণা করল বিসিসিআই।

বিবিধ

  • কেন্দ্রীয় সরকারের ঐতিহাসিক সৌধ দত্তক প্রকল্পে আগামী ৫ বছর ধরে লালকেল্লার “দেখভালের জন্য” ডালমিয়া ভারত গোষ্ঠীর সঙ্গে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের চুক্তি হয়েছে। এদিন এই তথ্য প্রকাশিত হল। তাজমহল, চারমিনার, কোনারকের সূর্যমন্দির নিয়েও অনুরূপ প্রকল্প নেওয়া হবে বলে জানাল কেন্দ্র। দেশে এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
  • হিমাচল প্রদেশে গো অভয়ারণ্য গড়ে তোলা হবে। বিশ্ব পশুচিকিৎসা দিবসে এই ঘোষণা করলেন ওই রাজ্যের পশুপালন মন্ত্রী বীরেন্দর কনবর।