কারেন্ট অ্যাফেয়ার্স ২৮ জুন, ২০১৯

947
0
Current Affairs 28 June 2019

আন্তর্জাতিক

  • জাপানের ওসাকা শহরে জি ২০ সম্মেলনের রাষ্ট্রপ্রধান পর্যায়ের বৈঠক শুরু হল। বৈঠকের অবসরে পার্শ্ববৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন রাষ্ট্রপতি জোনাল্ড ট্রাম্প। ৫জি টেলিফোন পরি্ষেবা, দ্বিপাক্ষিক বাণিজ্য ও ইরানে উদ্ভূত পরিস্থিতি বিষয়ে কথা হয়েছে তাঁদের। মোদী দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই তাঁর ট্রাম্পের সঙ্গে প্রথম বৈঠক। মূল বৈঠকের অবসরে এ ছাড়াও এদিনই পৃথক একটি বৈঠকে বসেন ট্রাম্প, মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়ে এই বৈঠক হল। এদিন মূল সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সন্ত্রাস রুখতে সব
  • এরই মধ্যে উষ্ণতার মাপকাঠিতে নতুন নজির গড়ল ফ্রান্সের ভিলাভিয়াল গ্রাম। সেখানকার সর্বোচ্চ উষ্ণতা ৪৫.১ ডিগ্রি রেকর্ড গড়ল। ২০০৩ সালে ইউরোপে সর্বোচ্চ উষ্ণতা ছিল ৪৪.৩ ডিগ্রি সেলসিয়াস।

জাতীয়

  • ছত্তিশগড়ের বিজাপুরে মাওবাদীদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনায় সিআরপিএফ–এর ৩ জওয়ান শহিদ হলেন। পথচারী দুই কিশোরীও গুলিবিদ্ধ হয়। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। জওয়ানদের ওপর অতর্কিতে হামলা চালিয়েছিল মাওবাদীরা।
  • রাজ্য সভার সদস্য নির্বাচিত হলেন লোক জনশক্তি পার্টির প্রধান রামবিলাস পাসোয়ান। তিনি বিহার থেকে রাজ্যসভার ভোটে পুনর্নির্বাচিত হলেন।

বিবিধ

  • গত অর্থবর্ষে দেশে চলতি খাতে ঘাটতি ছিল ৫৭২০ কোটি ডলার। এটি ভারতের জাতীয় আয়ের ২.১ শতাংশ। গত অর্থবর্ষে দেশের বৈদেশিক ঋণ ২.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই তথ্য জানাল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। অন্যদিকে চলতি অর্থবর্ষের প্রথম দুমাসে রাজকোষ ঘাটতির অঙ্ক হয়েছে ৩.৬৬ লক্ষ কোটি টাকা। সারা বছরে ৭.০৩ লক্ষ কোটি টাকার ঘাটতির যে লক্ষ্যমাত্রা তার ৫২ শতাংশ ঘাটতি লক্ষ করা যাচ্ছে প্রথম দুমাসেই।
  • জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে পিপিএফ, এনএসসি, সুকন্যা সমৃদ্ধি প্রভৃতি স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের ০.১ শতাংশ কমানোর সিদ্ধান্ত জানাল কেন্দ্রীয় সরকার।

খেলা

  • শ্রীলঙ্কার বিরুদ্ধ ৯ উইকেটে জয়ী হল দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপ ক্রিকেটের এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হলেন ডোয়েন প্রেটোরিয়াস। তাঁর শিকার ৩ উইকেট (১০-২-২৫)। অপরাজিত ৮০ রান করেন হাসিম আমলা।
  • কানপুর আইআইটি সাম্মানিক ডক্টরেট দিল ভারতের ব্যাডমিন্টন দলের কোচ পুনেল্লা গোপীচাঁদকে।
  • কোপা আমেরিকার সেমিফাইনালে উঠল ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে তাদের সঙ্গে প্যারাগুয়ের ম্যাচ নির্ধারিত সময়ে গোলশূন্য ছিল। পরে টাইব্রেকারের ফলে ৪-৩ গোলে জয়ী হয় ব্রাজিল।