কারেন্ট অ্যাফেয়ার্স ২৮ জুলাই ২০১৯

1163
0
Current Affairs 28 july 2019

আন্তর্জাতিক

  • মার্কিন বিদেশ সচিবের প্রস্তাব গ্রহণ করল ইরান। গত সপ্তাহে মাইক পম্পোয়ো বলেছিলেন, তিনি ইরানে যেতে চান ও সেখানে টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে জানাতে চান কেন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। সেই প্রস্তাবে সাড়া দিয়ে ইরান সরকার স্বাগত জানাল পম্পোয়োকে। তাঁর সাক্ষাৎকার নেওয়ার জন্য ইরানের এক সংবাদ চ্যানেলের সঞ্চালিকা মারজিয়ে হাসেমির নাম জানাল তেহরান। এই মারজিয়ে চলতি বছরে মার্কিন সরকারের হাতে ১০ দিন আটক ছিলেন। অপরাধমূলক কাজকর্মের অভিযোগে তাঁকে আটক করা হয়েছিল।
  • রুসি টেলর (৭৫) প্রয়াত হলেন। ১৯৮৬ সাল থেকে তিনি এতদিন ধরে ডিজনিতে মিনি মাউসের কণ্ঠদান করেছেন। মিকি মাউসের কণ্ঠ দিয়েছেন যিনি সেই ওয়েন অলউইনের সঙ্গে বিবাহ হয়েছিল তাঁর।

জাতীয়

  • এস জয়পাল রেড্ডি (৭৭) প্রয়াত হলেন। পাঁচ বারের লোকসভা ও দুবারের রাজ্যসভার এমপি জয়পাল রেড্ডি পেট্রলিয়াম, নগরোন্নয়ন ও তথ্য প্রযুক্তির মতো একাধিক গুরুত্বপূর্ণ দফতর সামলেছেন। অন্ধ্রপ্রদশের এই নেতা অসধারণ বাগ্মিতার জন্য খ্যাতি অর্জন করেছিলেন। পোলিওতে আক্রান্ত হয়ে শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও কাজ চালিয়ে গেছেন। কংগ্রেস ছেড়ে এক সময় জনতা দলের হয়েও ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন। পরবর্তী কালে কেন্দ্রে ইউপিএ সরকারের মন্ত্রী ছিলেন তিনি।
  • কেন্দ্রীয় সরকারের পৃথক মন্ত্রক তৈরির দাবি জানাল হিমালয়ের রাজ্যগুলি। এই মন্ত্রক হিমালয়ের উন্নয়ন দেখভাল করবে বলে প্রস্তাব দেওয়া হল।
  • অসমের শিলচর ও অরুণাচল প্রদেশের হুলুঙ্গিতে নতুন দুটি বিমানবন্দর গড়ার সিদ্ধান্ত জানালেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরী।

 বিবিধ

  • দেশে ‘পি এম কুদ্দুস’ প্রকল্প চালুর মূল নীতি প্রকাশ করল অপ্রলিত শক্তিমন্ত্রক। কৃষিকাজে পাম্প চালানোর জন্য পরিবেশবান্ধব শক্তি ব্যবহার এই প্রকল্পের লক্ষ্য। এ জন্য ৩৪.৪২২ কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে বলে জানাল কেন্দ্রীয় সরকার। এ ক্ষেত্রে ১৭.৫০ লক্ষ সৌরচালিত কৃষিপাম্প বসানোর লক্ষ্য রয়েছে বলে ডানানো হল।
  • নরওয়ের মেরু অঞ্চলে মোয়ালবার দ্বীপপুঞ্জে ২০০টিরও বেশি বল্গা হরিণের মৃত্যু হল। জলবায়ু পরিবর্তনের জেরে খাদ্যাভাবে তাদের প্রাণহানি হয়েছে বলে অনুমান বিজ্ঞানীদের।

 খেলা

  • ইন্দোনেশিয়ার নাবুয়ান বাজো শহরে আয়োজিত প্রেসিডেন্ট’স কাপ বক্সিংয়ে শ্রেষ্ঠ দল নির্বাচিত হল ভারত। এদিন মেয়েদের ৫১ কেজি বিভাগে সোনা জিতলেন মেরি কম। ভারতের সিমরনজিৎ কৌর, যমুনা বড়ুয়া, মণিকা, নীরজ স্বামী, অনন্ত প্রহ্লাদ চোপড়া, অঙ্কুশ দানিয়াড়া পদক জিতেছেন। ৭টি সোনা ও দুটি রুপো জিতল ভারত।
  • কলকাতা ময়দানে শুরু হল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব প্রতিষ্ঠার শতবর্ষ উদ্‌যাপন। বর্ষব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে শতবর্ষ পালন করবে লাল-হলুদ বাহিনী।
  • দ্বিতীয় একদিনের ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারাল শ্রীলঙ্কা। ৩ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগোল তারা।
  • জার্মান গ্রঁপ্রিতে চ্যাম্পিয়ন হলেন মাক্স ফার্সটাপেন।