কারেন্ট অ্যাফেয়ার্স ২৮ জুন ২০২০

876
0

আন্তর্জাতিক

  • গোটা বিশ্বে করোনা ভাইরাস সংক্রমণে মৃতের ৫ লক্ষ অতিক্রম করল৷ বিশ্ব জুড়ে মোট ১০১৮৬৪১০ জন আক্রান্ত হয়েছেন এবং ৫০২৯৮৬ জন প্রাণ হারিয়েছেন করোনায়৷ মার্কিন যুক্তরাষ্ট্রে মোট ২৫৯৭৪০০ জন আক্রান্ত হয়েছেন, প্রাণহানি হয়েছে ১২৫৫৩৯ জনের৷ এদিকে হু জানাল, ডায়রিয়া এবং বমি বমি ভাব করোনার উপসর্গ৷ এই নিয়ে মোট ১২টি সংক্রমণ চিহ্নিত করল তারা৷
  • হংকংয়ের কাউলুন শহরে মৌন মিছিল করলেন কয়েক হাজার মানুষ৷ চিনের প্রস্তাবিত জাতীয় নিরাপত্তা আইনের প্রতিবাদে পথে নামলেন তাঁরা৷

 

জাতীয়

  • দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ১৯৯০৬ জন৷ একদিনে প্রাণহানি হল ৪১০ জনের৷ দেশে মোট ৫২৮৮৫৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১৬০৯৫ জন সংক্রমণে প্রাণ হারিয়েছেন৷ মহারাষ্ট্র, দিল্লি, গুজরাট ও তামিলনাড়ুতে এই সংক্রমণে যথাক্রমে ৭২৭৩, ২৫৫৮, ১৭৮৯, ১০২৫ জনের প্রাণহানি হয়েছে৷ বিশ্বে সংক্রমণের তালিকায় ভারতের স্থান চতুর্থ আর মৃতের তালিকায় ভারতের স্থান অষ্টম৷ দেশে সংক্রমণের ৮৫ শতাংশই মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, গুজরাট, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গের৷ দেশে জুন মাসে এ পর্যন্ত ৩ লক্ষ ৩৮ হাজার জন সংক্রমিত হয়েছেন৷
  • রাজ্য জুড়ে প্রবল বিক্ষোভের জেরে শেষ পর্যন্ত তুতিকোরিনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পালানিস্বামী৷ সেখানে জমি সংক্রান্ত বিবাদে পিতা পুত্রকে আটক করেছিল পুলিশ৷ দুজনেরই পুলিশি হেফাজতে মৃত্যু হয়৷

 

 

বিবিধ

  • পিভি নরসীমা রাওয়ের জন্মশতবর্ষ উৎসবের সূচনা করল তেলেঙ্গানা সরকার৷ স্বাধীনতা সংগ্রামী পণ্ডিত মানুষটি দক্ষিণ ভারত থেকে প্রথম কোন ব্যক্তি হিসাবে দেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছিলেন৷ ১৯২০ সালের ২৮ জুন জন্মগ্রহণ করেছিলেন তিনি৷

 

 

খেলা

  • এফএ কাপের সেমিফাইনালে উঠল ম্যাঞ্চেস্টার সিটি৷ তারা মুখোমুখি হবে আর্সেনালের৷ অন্য সেমিফাইনালে উঠল চেলসি৷ তারা মুখোমুখি হবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের৷
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সময়সীমা বাড়ানোর দাবি জানাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড৷

 

 

লাইভ টিভি দেখুন : https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল