কারেন্ট অ্যাফেয়ার্স ২৮ ডিসেম্বর, ২০১৮

484
0
Current Affairs 31st May

আন্তর্জাতিক

  • মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যেভাবে ইরাক সফর করেছেন তাতে কূটনৈতিক শিষ্টাচার মানা হয়নি বলে অভিযোগ করলেন ইরাকের প্রাক্তন প্রধানমন্ত্রী হায়দর আল আবাদি। সংবাদ মাধ্যমের দাবি, বাগদাদের আল আসাদ সেনা ঘাঁটিতে বসে বৈঠকের জন্য ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদেল মেহদিকে ডেকে পাঠিয়েছিলেন ট্রাম্প যে ডাক প্রত্যাখ্যান করেছেন মেহদি।
  • বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম সিঙ্গল রানওয়ে বিমানবন্দর, লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরকে ৩৭০ কোটি ডলারে কিনে নিল একটি ফরাসি নির্মাণ সংস্থা।

 

জাতীয়

  • গগনযান প্রকল্প পাশ হল কেন্দ্রীয় মন্ত্রিসভায়। ২০২২ সালের মধ্যে ৩ জন ভারতীয় বিজ্ঞানীকে মহাকাশে পাঠানোর জন্য ওই প্রকল্পে ১০ হাজার কোটি টাকা ব্যয়ের সংস্থান রাখা হয়েছে।
  • পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার পদে সর্বসম্মত ভাবে নির্বাচিত হলেন সুকুমার হাঁসদা।
  • শিশুদের যৌন নিগ্রহ প্রতিরোধী আইন (পকসো) অনুযায়ী দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ডের সংস্থান রাখার প্রস্তাব অনুমোদিত হল কেন্দ্রীয় মন্ত্রিসভায়।
  • বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন বলে জানানো হল।

 

বিবিধ

  • ২০১৭-১৮ অর্থবর্ষে দেশের ব্যাঙ্কগুলির অনুৎপাদক সম্পদ ছিল প্রদত্ত ঋণের ১১.২ শতাংশ বা ১০.৩৯ লক্ষ কোটি টাকা। ১ বছর আগে তা ছিল ৯.৩ শতাংশ। সর্বশেষ অর্থবর্ষে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ক্ষেত্রে ওই হার ১৪.৬ শতাংশ। আরবিআই প্রকাশিত রিপোর্টে এই তথ্য জানা গেল।
  • টাকার দাম ৪০ পয়সা বেড়ে হল ৬৯.৯৫ টাকা প্রতি ডলার।
  • ১৩৪তম প্রতিষ্ঠা দিবস পালন করল কংগ্রেস।

 

খেলা

  • মেলবোর্ন টে্স্টে ১৫১ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। ১৫.৫ ওভারে ৩৩ রান দিয়ে ৬ উইকেট নিলেন যশপ্রীত বুমরা। ২৯২ রানে এগিয়ে থাকলেও অস্ট্রেলিয়াকে ফলো অন করায়নি ভারত। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ৫৪ রান করল ভারত।
  • সেঞ্চুরিয়নে ৬ উইকেটে পাকিস্তানকে টেস্টে হারাল দক্ষিণ আফ্রিকা।
  • আই লিগে ইস্টবেঙ্গল–রিয়াল কাশ্মীর ম্যাচ ১-১ গোলে ড্র হল। নেরোকা এফসি ২-১ গোলে হারাল মোহনবাগানকে।