জাতীয়
- দ্বাদশ শ্রেণির অর্থনীতি এবং দশম শ্রেণির গণিত পরীক্ষা পুনরায় নেওয়া হবে বলে এদিন বিজ্ঞপ্তি দিয়ে জানাল সিবিএসই। প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছিল এই দুই পেপার নিয়ে। ঘটনা নিয়ে তদন্ত শুরু করল দিল্লি পুলিশ।
- মুম্বইয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীদপ্তরে চা কেলেঙ্কারি হয়েছে বলে দাবি করল কয়েকটি রাজনৈতিক দল। তথ্যের অধিকার আইনের বলে প্রাপ্ত তথ্য উদ্ধৃত করে বলা হল, ওই দপ্তরে চায়ের জন্য এক বছরে ব্যয় বেড়েছে ৫৭৭ শতাংশ। প্রতিদিন ১৮,৫০০ কাপ চা সেখানে সরকারি অর্থে তৈরির হিসাব দেখিয়ে বার্ষিক ৩.৪ কোটি টাকা খরচ হচ্ছে বলে অভিযোগ।
- ২০১০ সালে বিহারে বিধানসভা নির্বাচনের প্রচারে জেডি (ইউ) তাদের সাহায্য নিয়েছিল বলে দাবি করল কেমব্রিজ অ্যানালাটিকা।
আন্তর্জাতিক
- উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন চিন সফরে এসেছেন বলে মেনে নিল চিন। চূড়ান্ত গোপনীয়তায় বিশেষ রেলে চড়ে চিন সফরে কিম জং উন গেছেন বলে আগেই সংবাদ মাধ্যম জল্পনা করেছিল। চিনের রাষ্ট্রপতি শি জিনপিং-এর সঙ্গে তাঁর বৈঠকও হয়েছে। সেখানে পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার কথা হয়েছে বলে জানা গেছে। ২০১১ সালে দায়িত্ব নেওয়ার পর এটাই কিম জং উনের প্রথম বিদেশ সফর।
- লন্ডনে ইকুয়েডরের দূতাবাস থেকে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান আশাঞ্জে যাতে বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ না রাখেন, তার নির্দেশ দিল ইকুয়েডর। ২০১২ সাল থেকে সেখানে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন আশাঞ্জে।
- মায়ানমারের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হলেন উইন মিন্ট। তিনি স্টেট কাউন্সিলর আং সাং সু কি-র আস্থাভাজন বলে পরিচিত।
খেলা
- বল বিকৃতির ঘটনায় অস্ট্রেলিয়ার ৩ ক্রিকেটারকে কড়া শাস্তি দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে ১২ মাস এবং ক্যামেরন বানক্র্যাফ্টকে ৯ মাসের জন্য ক্রিকেট থেকে নির্বাসন দেওয়ার সিদ্ধান্ত জানালেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও জেমস সাদারল্যান্ড। ২০০৩ সালে নিষিদ্ধ ড্রাগ নেওয়ার দায়ে শেন ওয়ার্নকেও ১২ মাসের জন্য নির্বাসন দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। ভারতে আইপিএল-এর সানরাইজার হায়দরাবাদ দলও তাদের অধিনায়ক পদ থেকে ওয়ার্নারকে সরিয়ে দিল। রাজস্থান রয়্যালসও অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছে স্টিভ স্মিথকে।
- সিডনিতে জুনিয়র বিশ্বকাপ শ্যুটিংয়ে মেয়েদের ২৫ মিটার পিস্তলে সোনা জিতলেন ভারতের মুসকান ভানওয়ালা। ৯টি সোনা, ৫টি রুপো, ৮টি ব্রোঞ্জ সহ ২২টি পদক জিতে ভারত পদক তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। তালিকার শীর্ষে রয়েছে চিন।
- আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্পেন ৬-১ গোলে হারাল আর্জেন্টিনাকে। বার্লিনে ব্রাজিল ১-০ গোল জয়ী হল জার্মানির বিরুদ্ধে।
বিবিধ
- ফর্টিস হেলথকেয়ার তাদের হাসপাতাল সংক্রান্ত ব্যবসা মণিপাল হসপিটাল এন্টারপ্রাইজেসকে বিক্রির সিদ্ধান্ত জানাল।
- রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার ৭৬ শতাংশ অংশীদারি বিক্রির পরিকল্পনা প্রকাশ করল কেন্দ্র।
- কগনিজেন্ট টেকনোলজি সলিউশনস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দিল ভারতের আয়কর দপ্তর। ২০১৬-১৭ অর্থবর্ষে ২৫০০ কোটি টাকা কর বকেয়া রাখার অভিযোগ উঠেছে ওই সংস্থার বিরুদ্ধে।
- আর্থিক কেলেঙ্কারির আরও একটি মামলা সামনে এল। এদিন রাষ্ট্রায়ত্ত আইডিবিআই ব্যাঙ্ক জানিয়েছে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ মিলিয়ে ৫টি শাখা থেকে ৭৭২ কোটি টাকার জালিয়াতি হয়েছে। ২০০৯-২০১৩ অর্থবর্ষে মাছ চাষের জন্য ওই অর্থ ঋণ নেওয়া হয়েছিল ভুয়ো কাগজ দাখিল করে।