কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ জুলাই ২০১৮

551
0

জাতীয়

  • ডাকাত সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হল গুজরাটের দাহোদ গ্রামে।
  • কাশ্মীরের পুলওয়ামায় বাড়িতে ঢুকে এক সিআরপিএফ জওয়ান নাসির আহমেদ রাঠোরকে হত্যা করল সন্ত্রাসবাদীরা।

আন্তর্জাতিক

  • পাকিস্তানের নির্বাচন কতটা স্বচ্ছ ও অবাধ হয়েছে, এবার তা নিয়ে প্রশ্ন তুলল ইউরোপীয় ইউনিয়নও। মার্কিন যুক্তরাষ্ট্রেরও এই বিষয়ের পাশাপাশি নির্বাচনে জঙ্গি সংযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। করাচির রাস্তায় ব্যালট পেপার ও সিয়ালকোটের পার্কে ব্যালট বক্স উদ্ধার হওয়ার ঘটনা এই সন্দেহকেই জোরদার করল।
  • ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃত্যু হল ১৪ জনের। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৪।
  • ওয়েস্ট ব্যাঙ্কে ফিরে বিপুল সংবর্ধনা পেলেন ১৭ বছরের কিশোরী আহেদ তামিমি। ইজরায়েলের ২ সেনাকে চড় মারার ঘটনায় তাঁর ৮ মাসের জেল হয়েছিল। এদিনই মুক্তি পেলেন ওই প্যালেস্তিনি কিশোরী।

খেলা

  • রাশিয়ান ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন ভারতের সৌরভ ভার্মা। জাপানের কোকি ওয়াতানাবেকে ১৯-২১, ২১-১২, ২১-১৭ ব্যবধানে হারালেন তিনি। অতীতে চাইনিজ তাইপে গোল্ড প্রতিযোগিতায় তিনি চ্যাম্পিয়ন ও বিটবার্গার ওপেনে রানার্স হয়েছিলেন। এদিন রাশিয়ার ভ্লাদিভস্তকে এই প্রতিযোগিতার মিক্সড ডাবলসে রানার-আপ হলেন ভারতের রোহন কাপুর-কুহো গর্গ জুটি।
  • ফিনল্যান্ডে আয়োজিত স্যাভো গেমসে ভারতের নীরজ চোপড়া সোনা জিতলেন। তিনি ৮৫.৬৯ মিটার দূরত্বে জ্যাভেলিন ছুড়ে পদক পেলেন।
  • তুরস্কয় অনুষ্ঠিত ইয়াসার ডোন্ড আন্তর্জাতিক কুস্তি প্রতিযোগিতায় সোনা জিতলেন ভারতের বজরং পুনিয়া ও পিঙ্কি।
  • মেয়েদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক সাঁতারে বিশ্বরেকর্ড করলেন মার্কিন সাঁতারু ক্যাথলিন বেকার। নিউইয়র্কে আমেরিকান সুইমিং চ্যাম্পিয়নশিপে তিনি ৫৮.০০ সেকেন্ড সময় করে রেকর্ড গড়লেন।
  • জাপানে অনুষ্ঠিতব্য এশিয়া প্যাসিফিক সিনিয়র গলফ প্রতিযোগিতায় ভারতীয় দলে ডাক পেলেন কপিল দেব, সৈয়দ কিরমানি, অজিত আগরকর প্রমুখ।

বিবিধ

  • দেশের জীবন বিমা সংস্থাগুলির কাছে দাবিহীন জমার অঙ্ক ১৫১৬৬.৪৭ কোটি টাকা। এই হিসাব গত ৩১ মার্চ পর্যন্ত সময়ের। এই তথ্য জানাল বিমা নিয়ন্ত্রক সংস্থা আইআরডিএ। এর মধ্যে সবথেকে বেশি ১০৫০৯ কোটি টাকার বিমা জমা রাষ্ট্রায়ত্ত এলআইসিতে। বাকি অঙ্ক অন্য ২২টি বিমা সংস্থায়।
  • প্রয়াত হলেন কথাসাহিত্যিক রমাপদ চৌধুরী (৯৪)। ১৯২২ সালের ২৮ ডিসেম্বর তাঁর জন্ম। প্রথম উপন্যাস প্রথম প্রহর। তাঁর লেখা উল্লেখযোগ্য উপন্যাসগুলির মধ্যে আছে বনপলাসীর পদাবলী, অভিমন্যু, খারিজ, বীজ, এই পৃথিবী পান্থনিবাস, দ্বীপের নাম টিয়া, বাড়ি বদলে যায় প্রভৃতি।