কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ জুলাই ২০২০

746
0

আন্তর্জাতিক

  • আগামী ১০ আগস্ট বা তার আগেই করোনা ভাইরাসের ভ্যাকসিন মিলবে বলে জানাল রাশিয়া৷ সেক্ষেত্রে তারা হবে বিশ্বের প্রথম দেশ যারা করোনা ভাইরাসের প্রতিষেধক তৈরিতে সমর্থ বলে স্বীকৃত হবে৷ এক্ষেত্রে অন্যান্য দেশ বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্রকে টেক্কা দেওয়াকে স্পুটানিক মুহূর্তের সঙ্গে তুললনা করেছে রাশিয়া৷ এরই মধ্যে বিশ্বে ৬,৬৬,৪৯৭ জনের প্রাণহানি হয়েছে করোনায়৷ ১,৭০,৫৪,৩৪৬ জন আক্রান্ত হয়েছেন এই ভাইরাস সংক্রমণে৷
  • ভিডিও কনফারেন্সে মার্কিন কংগ্রেসের বিচারবিভাগীয় সাব কমিটির সামনে আত্মপক্ষ সমর্থন করলেন অ্যামাজন, ফেসবুক, গুগল এবং অ্যাপলের শীর্ষ কর্তা যথাক্রমে জেফ বেজোস, মার্ক জুকারবার্গ, সুন্দর পিচাই ও টিম কুক৷ নিজেদের দাপট বজায় রাখতে তাঁরা প্রতিযোগিতার নিয়ম ভাঙছেন কিনা সেবিষয়ে বক্তব্য রাখলেন তাঁরা৷

 

জাতীয়

  • আম্বালা বায়ুসেনা ঘাঁটিতে অবতরণ করল ৫টি রাফাল যুদ্ধবিমান৷ সপ্তম গোল্ডেন অ্যারো স্কোয়াড্রনে সংযুক্ত হবে এই বিমানগুলি৷ ফ্রান্সে তৈরি চতুর্থ প্রজন্মের এই যুদ্ধবিমান পরমাণু অস্ত্র সহ যে-কোনো ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম৷ সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২২২২ কিমি এবং এটি ৫০ হাজার ফুটেরও বেশি উচ্চতায় উঠতে এবং স্থল, সমুদ্র, আকাশ যে-কোনো লক্ষ্যে আঘাত হানতে সক্ষম৷ এটি ৩০০ কিমি দূরত্বে আঘাত হানতে সক্ষম৷ ভারতের বায়ুসেনা অফিসার হিলাল আহমেদ রাঠোরের পর্যবেক্ষণে ১৩টি নতুন কেপেবিলিটি ও ৩৫টি অ্যাডভান্স ফাংশন যুক্ত করেছে নির্মাতা সংস্থা দাসো৷
  • অন্ধ্রপ্রদেশ ও কর্নাটকে কোভিড আক্রান্তের সংখ্যা ১ লক্ষ অতিক্রম করল৷ সংক্রমণসংখ্যায় তাদের আগে রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু ও দিল্লি৷ দেশেও মোট সংক্রমণ সংখ্যা ১৫ লক্ষ অতিক্রম করল (১৫,৩১,৬৬৯ জন)৷ দেশে প্রাণহানির সংখ্যা ৩৪,১৯৩৷
  • নতুন শিক্ষানীতি প্রকাশ করলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল৷ ১৯৮৬ সালের পর এই প্রথম পূর্ণাঙ্গ ও নতুন শিক্ষানীতি ঘোষিত হল৷ নতুন নীতিতে শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তনের সুপারিশ করা হল৷ ১০+২-এর বদলে ৫+৩+৩+৪ বিন্যাস আনা হয়েছে৷ দশম ও দ্বাদশের বোর্ড পরীক্ষার বদলে নবম থেকে দ্বাদশে ৮টি সেমেস্টার আনা, ৪ বছরের মাল্টি ডিসিপ্লিনারি ব্যাচেলর্স প্রোগ্রাম আনার প্রস্তাব রয়েছে৷ আলাদা করে সায়েন্স, আর্টস, কমার্স স্ট্রিম না রাখা, পঞ্চম শ্রেণি পর্যন্ত মাতৃভাষায় শিক্ষাদানের প্রস্তাব করা হল৷ মানব সম্পদ উন্নয়ন নামের বদলে সাবেক শিক্ষা মন্ত্রক নামকরণের প্রস্তাব রাখা হয়েছে৷ এ ব্যবস্থায় এমফিল থাকবে না৷ উচ্চশিক্ষায় থাকবে একটিই নিয়ন্ত্রক সংস্থা৷ ১০০ বিদেশি কলেজ-বিশ্ববিদ্যালয়কে স্বশাসিত ক্যাম্পাস খোলার অনুমতি দেবার কথা বলা হয়েছে।

 

বিবিধ

  • দেশের প্রবীণতম আয়করদাতা হলেন ১১৭ বছর বয়সী মধ্যপ্রদেশের গিরিজা বাই তেওয়ারি৷ তাঁকে ভিডিও কনফারেন্সে সংবর্ধনা জানাল আয়কর দপ্তর৷ প্রসঙ্গত, গত ২৪ জুলাই ১৬০ বছর পূর্ণ করেছে এই দপ্তর৷
  • পালিত হল আন্তর্জাতিক বাঘ দিবস৷ গোটা বিশ্বে যত বাঘ, তার ৭০ শতাংশ রয়েছে ভারতে৷ মধ্যপ্রদেশ, কর্নাটক, পশ্চিমবঙ্গে যথাক্রমে ৫২৬, ৫২৪, ৮৮টি বাঘ রয়েছে৷

 

খেলা

  • আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে উঠে এলেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড৷ ২০০৭ সালের টি২০ বিশ্বকাপে তাঁকে এক ওভারে ৬টি ওভারবাউন্ডারি মেরেছিলেন যুবরাজ সিং৷ তারপরও দমে যাননি ব্রড৷ আজ ৩৪ বছর বয়সী ব্রড টেস্টে বিশ্বের সপ্তম সেরা উইকেট শিকারি৷
  • মোহনবাগান দিবল পালিত হল৷ এদিন শুভেচ্ছা জানাল ফিফা৷ নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারে নামডাকের বিলবোর্ডে মোহনবাগানের প্রতি শুভেচ্ছা বার্তা প্রদর্শিত হল৷
  • ক্রিকেট থেকে অবসর নিলেন রজন ভাটিয়া৷ প্রথম শ্রেণির ১১২টি ম্যাচে তাঁর সংগ্রহ ৬৪৮২ রান এবং ১৩৭ উইকেট৷

 

 

লাইভ টিভি দেখুন:    https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল