কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ মে ২০২০

1130
0

আন্তর্জাতিক

  • বিশ্বে কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছে ৫৯৯০৩১১ জন৷ প্রাণহানি হয়েছে ৩৬৫১৩১ জনের৷ ব্রাজিলে ১ দিনে করোনায় মৃত্যু হল ১০৬৭ জনের৷ মোট মৃতের সংখ্যা ২৬৭৬৪৷ এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প৷ হু-কে বছরে সবথেকে বেশি অনুদান দিত মার্কিন যুক্তরাষ্ট্র৷ সেই ৪৫ কোটি ডলার অন্য তহবিলে দেওয়ার সিদ্ধান্ত জানালেন তিনি৷  করোনা ভাইরাস নিয়ে হু-এর চিনের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ করেছিলেন তিনি অনেক আগেই৷
  • মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন গ্রেপ্তার করল মার্কিন পুলিশ অফিসার ডেরেক শভিনকে৷ খুনের অভিযোগ আনা হয়েছে শ্বেতাঙ্গ অফিসারের বিরুদ্ধে৷ জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে হাতকড়া পড়ানোর সময় তার অত্যাচারেই মৃত্যু হয় ওই ব্যক্তির৷

 

জাতীয়

  • আন্তর্জাতিক মঞ্চে ভারত বিরোধী উদ্যোগ নিয়ে ব্যর্থ হল পাকিস্তান৷ বিশ্বে মুসলিম দেশগুলির সবথেকে বড় মঞ্চ অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনে ভারতে ইসলাম বিদ্বেষ বিষয়ে একটি পৃথক গোষ্ঠী গড়তে উদ্যোগী হয়েছিল পাকিস্তান৷ কিন্তু সংযুক্ত আরব আমিরশাহির আপত্তিতে তা ভেস্তে যায়৷ মলদ্বীপও ভারতের পাশে দাঁড়িয়েছে৷
  • দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৬৫৭৯৯৷ মৃত্যু হয়েছে ৪৭০৬ জনের৷ কেবল গত ২৪ ঘণ্টাতেই দেশে ৭৪৬৬ জন আক্রান্ত হয়েছেন করোনায়৷ বিশ্বে মোট আক্রান্তের সংখ্যায় তুরস্ককে টপকে নবম স্থানে পৌঁছে গেল ভারত৷ করোনায় প্রাণহানির সংখ্যাতেও ভারত টপকে গেল চিনকে৷ চিনে গত ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত ৪৬৩৮ জনের মৃত্যু হয়েছে৷ দেশে ১৪ দিনে আক্রান্তের সংখ্যা দ্বিগুন হচ্ছে৷ কিন্তু অসমে ৪ দিনে দ্বিগুণ হল আক্রান্তের সংখ্যা৷ এরই মধ্যে অসমের একাংশে বন্যা হওয়ায় উদ্বেগ বাড়ছে৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল করার পরিকল্পনা প্রকাশ করলেন৷
  • ছত্তিশগড়ের প্রথম মুখ্যমন্ত্রী (২০০০-২০০৩) অজিত যোগী (৭৪) প্রয়াত হলেন৷ প্রথম জীবনে আইএএস অফিসার ছিলেন৷ পরে কংগ্রেসে যোগ দেন৷ পরবর্তী কালে “জনতা কংগ্রেস ছত্তিশগড়” গড়েছিলেন৷

 

বিবিধ

  • ২০১৯-২০ অর্থবর্ষে দেশে আর্থিক বৃদ্ধির হার হয়েছে ৪.২ শতাংশ৷ ২০০৮ সালে মন্দার পর গত ১১ বছরে এই হার সর্বনিম্ন৷ গত অর্থ বর্ষের শেষ ত্রৈমাসিকে ওই হার ছিল ৩.১ শতাংশ৷ এদিন প্রকাশিত হল এই পরিসংখ্যান৷

 

খেলা

  • ২০২২ সালের প্যান প্যাসিফিক সাঁতার ২০২৬ সালে আয়োজিত হবে বলে জানালো আয়োজক সংস্থা৷ তবে আয়োজনের স্থান কানাডাতেই থাকছে৷ বিশ্ব সাঁতার সংস্থার প্রতিযোগিতা ২০২১ থেকে ২০২২ সালের মে মাসে পিছিয়ে দেওয়া হল৷
  • ১১ জুন লা লিগা শুরু হবে বলে জানানো হল৷