কারেন্ট অ্যাফেয়ার্স ২ আগস্ট ২০২০

922
0

আন্তর্জাতিক

  • বেসরকারি সংস্থার উদ্যোগে প্রথম মহাকাশ পাড়ি ও প্রত্যাবর্তন সফল হল৷ আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে ২ মার্কিন নভশ্চর ডগলাস হার্লি ও বব বেনকেন নিরাপদে প্রত্যাবর্তন করলেন৷ মেক্সিকো উপসাগরে নির্বিঘ্নে এসে নামল স্পেস এক্স ক্রু ড্রাগন স্পেসক্র্যাক্টের ক্যাপসুল৷ সমুদ্র ঝড় ‘ইসাইয়াস’ আছড়ে পড়ার আশঙ্কায় আবহাওয়ার প্রতিকূলতা অগ্রাহ্য করে নির্দিষ্ট দিনেই প্রত্যাবর্তন করলেন তাঁরা৷ গত ৩০ মে মহাকাশ স্টেশনে পাড়ি দিয়েছিল স্পেস এক্স ক্রু ড্রাগন৷
  • করোনা ভাইরাস সংক্রমণে বিশ্বের প্রথম ৫টি দেশের তালিকায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকা৷ বিশ্বে মোট আক্রান্ত হয়েছেন ১,৮১,৬৫,৯৭৩ জন, সুস্থ হয়েছেন ১,১৪,১৯,৮৮৩ জন৷ মোট প্রাণহানি হয়েছে ৬,৯১,১৯১ জনের৷

 

 

জাতীয়

  • সাম্প্রতিক কালের মধ্যে পঞ্চম বার সীমান্তে চিনের সঙ্গে কম্যান্ডার পর্যায়ের বৈঠকে বসল ভারত৷ চিনা এলাকার মোলডো-তে এই বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং৷ ১১ ঘণ্টার বৈঠকে ভারত দাবি জানিয়েছে প্যাংগং সহ পূর্ব লাদাখের একাধিক স্থান থেকে চিনা সেনা প্রত্যাহার করে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ফিরিয়ে দেওয়ার জন্য্য৷ অন্যদিকে উত্তরাখণ্ডের ভারত-নেপাল সীমান্তের লিপুলেখ পাসে বিপুল সংখ্যক চিনা সেনার উপস্থিতি লক্ষ করা গেছে৷ মানস সরোবর যাত্রাপথে এই এলাকায় ভারতের ৮০ কিমি রাস্তা তৈরির পরই লিপুলেখকে নিজেদের বলে দাবি করতে থাকে নেপালের কে পি ওলি-সরকার৷
  • কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনায় আক্রান্ত হলেন৷ কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এম ইয়েদ্যুরাপ্পা, তামিলনাড়ুর রাজ্যপাল বনোয়ারিলাল পুরোহিতও করোনায় আক্রান্ত৷ গত ২৪ ঘণ্টায় মোট ৫৪,৭৩৫ জন সংক্রমিত হয়েছেন৷ দেশে মোট ১৭,৫০,৭২৩ জন আক্রান্ত হয়েছেন৷ সুস্থ হয়েছেন ১১,৪৫,৬২৯ জন৷ মোট মৃতের সংখ্যা ৩৭,৩৫৪৷ করোনায় প্রাণ হারালেন উত্তরপ্রদেশের কারিগরি শিক্ষামন্ত্রী কমলরানি বরুণ (৬২)৷

 

 

 

বিবিধ

  • মোহনদাস করমচাঁদ গান্ধীর স্মরণে বিশেষ মুদ্রা প্রকাশ করার জন্য ব্রিটেনের রয়্যাল মিন্ট অ্যাডভাইসারি কমিটিকে চিঠি লিখলেন সেদেশের অর্থমন্ত্রী ঋষি সুনক৷

 

 

খেলা

  • দর্শকদের ভোটে ২০১৯ সালের এএফসি এশিয়ান কাপের শ্রেষ্ঠ ফুটবলার নির্বাচিত হলেন ভারতের জাতীয় ফুটববল দলের অধিনায়ক সুনীল ছেত্রী৷
  • সংযুক্ত আবর আমিরশাহিতে ১৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর আইপিএল আয়োজনের কথা জানাল বিসিসিআই৷ এবারও থাকছে মেয়েদের আইপিএল৷
  • ব্রিটিশ ফর্মুলা-ওয়ান রেসে চ্যাম্পিয়ন হলেন লুইস হ্যামিলটন৷
  • সিরি এ-তে সর্বোচ্চ গোলদাতা (৩৫) হলেন সিরো ইম্পোবাইল৷

 

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল