জাতীয়
- নিপা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় এই নিয়ে দ্বিতীয় সপ্তাহ সব স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কেরল সরকার। রাজ্যের যাবতীয় পরীক্ষাও পিছিয়ে দেওয়া হল।
- শ্রীনগরে সিআরপিএফ-এর গাড়ির চাকায় এক যুবকের মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল। একাধিক স্থানে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষ হল জনতার।
- নির্বাচনে অংশ গ্রহণ করে না এমন ৭৮০টি দলের স্বীকৃতি বাতিল হবে বলে জানাল নির্বাচন কমিশন।
- ক্রিকেট বেটিংয়ে অভিনেতা আরবাজ খান যুক্ত থাকার কথা স্বীকার করেছেন বলে জানালো মুম্বই পুলিশ।
আন্তর্জাতিক
- প্যালেস্টাইনের বিরুদ্ধে ইজরায়েল সেনাবাহিনীর বলপ্রয়োগের নিন্দা করে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে কুয়েতের আনা একটি প্রস্তাবকে ভেটো দিয়ে আটকে দিল মার্কিন যুক্তরাষ্ট্র। ফ্রান্স, রাশিয়া, চিন ওই প্রস্তাব সমর্থন করেছিল।
- সিরিয়ায় মার্কিন সাহায্যপ্রাপ্ত বাহিনীর বিমানহানায় ২০ জন অসামরিক ব্যক্তির মৃত্যু হল। তাঁদের মধ্যে একই পরিবারের ১২ সদস্যও প্রাণ হারিয়েছেন।
- ত্রিদেশীয় সফরে সিঙ্গাপুর পৌঁছলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘুরে দেখলেন চাঙ্গি নৌঘাঁটি। সিঙ্গাপুরের জাতীয় অর্কিড উদ্যানে একটি অর্কিডের নাম বদলে রাখা হল ‘ডেনড্রোরিয়াম নরেন্দ্র মোদী’। সিঙ্গাপুরেই মার্কিন প্রতিরক্ষা সচিব জিম ম্যাটিসের সঙ্গে বৈঠক হল মোদীর।
খেলা
- ২০৩২ সালে অলিম্পিক আয়োজনের দাবি জানাল ভারত। জার্মানি ও অস্ট্রেলিয়া আগেই এই দাবি জানিয়েছে। ২০২০ সালের এশিয়াড আয়োজনের দাবিও জানাল ভারত। এদিন ভারতীয় অলিম্পিক সংস্থার সভাপতি নরিন্দর বাত্রা জানালেন এই তথ্য। ২০২৬ সালে যুব অলিম্পিক আয়োজনের দাবিও ভারত জানিয়েছে বলে জানালেন তিনি।
- ২০২৬ সালে বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা আয়োজনের দাবি জানাল মরক্কো। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোও যৌথভাবে ওই দাবি জানিয়েছে।
- নরওয়ে সুপার দাবায় পরপর ৪টি গেমে ড্র করলেন বিশ্বনাথন আনন্দ। তাঁর পয়েন্ট হল ২। ম্যাগনাম কার্লসেন ৩ পয়েন্ট পেয়ে প্রতিযোগিতায় শীর্ষে রয়েছেন।
- মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ বেসবল প্রতিযোগিতায় সিয়াটল মেরিনার্স ক্লাব ‘ফার্স্ট পিচ থ্রো’ (উদ্বোধন) করতে আমন্ত্রণ জানাল ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা।
- ভারতীয় টেস্ট ক্রিকেট দলে প্রত্যাবর্তন হল দীনেশ কার্তিকের। ২০১০ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে টেস্টের পর থেকে তিনি টেস্ট দলের বাইরে চলে গিয়েছিলেন।
বিবিধ
- পেট্রোপণ্যের দাম কমাতে কেন্দ্রের প্রস্তাব খারিজ করে দিল রাষ্ট্রায়ত্ত তেল উৎপাদক সংস্থা ওএনজিসি। বিদেশ থেকে কেন্দ্র যে দামে অপরিশোধিত তেল কেনে, একই দামে কিনতে হয় ওএনজিসি-র থেকেও। কেন্দ্রকে ডিভিডেন্ড দিতে হবে না এই শর্তে তাদের দাম কমানোর প্রস্তাব করেছিল কেন্দ্র। কিন্তু ক্ষতির আশঙ্কায় সে প্রস্তাব তারা নাকচ করে দিল।
- রেলের কাউন্টার থেকে কাটা অপেক্ষমান টিকিট এবং অনলাইনে কাটা অপেক্ষমান টিকিটের পরিষেবা সমান নয়। অবিলম্বে এই বৈষম্য দূর করতে রেল কর্তৃপক্ষকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
- ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স প্রতিষ্ঠানটি ডিমড বিশ্ববিদ্যালয়ের মর্যদা পেল।