কারেন্ট অ্যাফেয়ার্স ২ জুলাই ২০২০

696
0

আন্তর্জাতিক

  • গোটা বিশ্বে করোনা ভাইরাস সংক্রমণ ঊর্ধ্বমুখী৷ ১০৯৩৩৩২৬ জন আক্রান্ত হয়েছেন৷ প্রাণহানি হয়েছে ৫২১৬৫৮ জনের৷ মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ব্রিটেনে যথাক্রমে ১৩১২৩৩, ৬১৩১৪ ও ৪৩৩৯০৬ জনের প্রাণ কেড়েছে করোনা৷ এদিকে চিনের রাষ্ট্রায়ত্ত সংস্থা সিনোভ্যাক বায়োটেক তাদের সম্ভাব্য কোভিড প্রতিষেধকটি বাংলাদেশে সংক্রমিত রোগীদের ওপর হিউম্যান ট্রায়ালের প্রস্তাব দিল৷ বাংলাদেশে ১৫৩২৭৭ জন আক্রান্ত হয়েছেন, জীবনহানি হয়েছে ১৯২৬ জনের৷ সংক্রমণ সংখ্যায় বিশ্বে বাংলাদেশের ক্রম অষ্টাদশ৷
  • ২৫ লক্ষেরও বেশি হংকং নাগরিককে ধাপে ধাপে পূর্ণাঙ্গ নাগরিকত্ব দেবে ব্রিটেন৷ বছরে ৩০ হাজার পাউন্ড আয় হলে অন্য কোন শর্ত ছাড়াই তা দেওয়া হবে৷ ব্রিটেনের সংসদে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন৷ প্রসঙ্গত, ১৯৯৭ সালের ৩০ জুন ব্রিটিশ শাসনের অবসানের পর হংকংকে চিনের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছিল৷

 

বিবিধ

  • গত অর্থবর্ষে ভারত চিন থেকে রপ্তানি করেছে ৬৫২৬ কোটি ডলারের পণ্য৷ সেখানে ভারত থেকে চিনে আমদানি করা হয়েছে ১৬৬০ কোটি ডলারের পণ্য৷
  • ৬ জুলাই থেকে তাজমহল, লালকেল্লা সমস্ত সৌধগুলি খোলার সিদ্ধান্ত জানাল কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রক৷

 

 

জাতীয়

  • দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ অতিক্রম করল (৬০৪৬৪১)৷ গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১৯১৪৮৷ বিশ্বে সংক্রমণের নিরিখে ভারতের স্থান চতুর্থ৷ দিল্লির ইনস্টিটিউট অব লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্সেস হাসপাতালে দেশের প্রথম প্লাজমা ব্যাঙ্কের উদ্বোধন করলেন সেখানকার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ কোভিড ১৯-এর সম্ভাব্য প্রতিষেধকের হিউম্যান ট্রায়ালের জন্য সাইডাস ক্যাডিলাকে ছাড়পত্র দিল কেন্দ্রীয় স্বাস্থ্য ও মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক৷ দেশে এ পর্যন্ত ৯০ লক্ষ ৫৬ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে৷ মহারাষ্ট্রে ১৮০২৯৮ জন আক্রান্ত হয়েছেন, ৮০৫৩ জনের মৃত্যু হয়েছে কোভিডে৷ পশ্চিমবঙ্গে ১৯৮১৯ জন আক্রান্ত, প্রাণহানির সংখ্যা ৬৯৯৷
  • তামিলনাড়ুর তুতিকোরিনে পুলিশি হেফাজতে বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় ৪ জন পুলিশ কর্মীকে গ্রেপ্তার করল রাজ্য গোয়েন্দা সংস্থা৷
  • ৬৫ বছরের ঊর্ধ্বে যে কোনও ব্যক্তি পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন বলে সিদ্ধান্ত জানাল ভারতের নির্বাচন কমিশন৷

 

 

খেলা

  • এভারটন উইকসের প্রয়াণের সংবাদে শোকপ্রকাশ করল বিশ্বের ক্রীড়ামহল৷ বিশ্ব ক্রিকেটে যে তিন ক্যারিবিয়ান ‘থ্রি ডব্লিউ’ নামে বিখ্যাত ছিলেন তার শেষ সদস্য ছিলেন তিনিই৷ অপর দুজন ক্লাইভ ওয়ালকট ২০০৬ সালে এবং ফ্রাঙ্ক ওরেল ১৯৬৭ সালে প্রয়াত হন৷ ১৯৪৮-৫৮ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪৮টি টেস্টে ১টি দ্বিশতরান, ১৫টি শতরান সহ ৪৪৫৫ রান করেছিলেন তিনি৷ ২০০৯ সালে পান নাইটহুড৷
  • বিস্ফোরক অভিযোগ করলেন গ্রান্ট ফ্লাওয়ার৷ ২০১৬ সালে পাক ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফরের সময় পরামর্শ পছন্দ না হওয়ায় পাক ব্যাটসম্যান ইউনিস তখন তাঁর গলায় ছুরি চেপে ধরেছিলেন৷ একটি সাক্ষাৎকারে তা জানালেন ফ্লাওয়ার৷

 

 

 

 

লাইভ টিভি দেখুন : https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল