কারেন্ট অ্যাফেয়ার্স ৩০ অক্টোবর ২০১৯

480
0

আন্তর্জাতিক

  • পুনরায় নির্দিষ্ট সময়ের আগে সাধারণ নির্বাচনের মুখোমুখি হচ্ছে ব্রিটেন। ১২ ডিসেম্বর হবে বলে নির্ধারণ করল ব্রিটেনের সংসদ। এর আগে ২০১৭ সালের জুন মাসে ভোট হয় ব্রিটেনে। প্রাক বড়দিনের মরসুমে নির্বাচন রাখা হয় না। তবে ডিসেম্বর মাসে শেষবার ১৯২৩ সালে সাধারণ নির্বাচন হয়েছিল।
  • ১৯১৫-১৬ সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় আর্মেনীয়দের ওপর কার্যত গণহত্যা চালিয়েছিল অটোমান তুর্কিরা। এই ঘটনায় ১৫ লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছিল। এটি বিংশ শতকের অন্যতম ভয়ঙ্কর ঘটনা। এই মর্মে প্রস্তাব পাশ হল মার্কিন প্রতিনিধি সভায়। এই প্রস্তাবে ক্ষুব্ধ হল তুরস্ক। এদিন ছিল তাদের জাতীয় দিবস। মার্কিন প্রতিনিধি সভায় ওই ঘটনার জন্য তুরস্কের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ নেওয়ার দাবিও জানানো হল।

 

জাতীয়

  • সৌদি আরব সফর শেষে দেশে ফিরলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরে তেল ও গ্যাস, প্রতিরক্ষা, বিমান পরিবহণ বিষয়ে চুক্তিবদ্ধ হল দুই দেশ। সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমন  আহূত ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’-এও যোগ দিয়েছেন মোদী।

 

বিবিধ

  • পরিবেশ নিয়ে আন্দোলনের জন্য ‘নর্ডিক কাউন্সিল এনভায়রনমেন্টাল অ্যাওয়ার্ড’ দেওয়ার কথা জানানো হল গ্রেটা থুনবার্গকে। কিন্তু সেই পুরস্কার নিতে অস্বীকার করল কিশোরী গ্রেটা। তার দাবি, পরিবেশ নিয়ে আন্দোলনের জন্য কোনো পুরস্কার দরকার নেই।’
  • কর্নাটকের পাদুরে ভারতের নব নির্মিত জ্বালানি সঞ্চয় ভাণ্ডারের একাংশ সৌদি আরবকে ভাড়া দেওয়ার কথা জানান কেন্দ্রীয় সরকার। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সংস্থা অ্যারামকো যেখানে ৪৬ লক্ষ ব্যারেল পর্যন্ত তেল সঞ্চয় করতে পারবে।

 

খেলা

  • ইমার্জিং এশিয়া কাপ মেয়েদের ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল ভারত। এদিন কলম্বোয় ফাইনালে তারা ডাকওয়ার্থ লুইস নিয়মে ১৪ রানে শ্রীলঙ্কাকে পরাজিত করল।
  • আইএসএল-এ চেন্নাইয়ান এফসিকে ১-০ গোলে হারা এটিকে। কলকাতার দলটি লিগ টেবিলের শীর্ষস্থানে পৌঁছল।
  • শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতে ৩ ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করল অস্ট্রেলিয়া।
  • লা লিগায় ভায়াডলিডের বিরুদ্ধে বার্সেলোনা ৫-১ গোলে জয়ী হল। জোড়া গোল করলেন লিওনেল মেসি। ক্লাবটির হয়ে ৬৯৫টি ম্যাচে ৬০৮টি গোল করলেন তিনি।