কারেন্ট অ্যাফেয়ার্স ৩০ আগস্ট ২০১৯

655
0

আন্তর্জাতিক

  • মহাকাশ যুদ্ধ হলে তার জন্য বাহিনী প্রস্তুত রাখতে নতুন একটি বাহিনী গড়ল মার্কিন যুক্তরাষ্ট্র।তার নাম `ইউনাইটেড স্টেটস স্পেস কমান্ড’।এদিন এর সূচনা করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে এদিনই পদত্যাগ করলেন ট্রাম্পের ব্যক্তিগত সহকারী ম্যাডলেনি ওয়েস্টারহাউট।
  • `কাশ্মীর দিবস’ পালিত হল পাকিস্তানে।বেলা বারোটায় সাইরেন বাজিয়ে, যান চলাচল বন্ধ রেখে ও মিছিল করে দিনটি পালন করা হয় পাকিস্তানের সর্বত্র। ইসলামাবাদে এক জমায়েতে বক্তব্য পেশ করে পরমাণু যুদ্ধের হুমকিও দিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
  • প্রশাসন বিরোধী বিক্ষোভ দমন করতে হংকংয়ে গ্রেপ্তার করা হল অসংখ্য বিক্ষোভকারীকে।তাঁদের মধ্যে রয়েছেন হংকং বিক্ষোভের মূল নেতা জোওয়া ওয়াং। প্রসঙ্গত, গত ২ মাস ধরে বিক্ষোভ চলছে হংকংয়ে।

 

জাতীয়

  • খাগড়াগড় মামলায় দোষী সাব্যস্ত ১৯ জনকে ৬ থেকে ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের নির্দেশ দিলেন জাতীয় তদন্তকারী সংস্থার বিশেষ আদালতের বিচারক সিদ্ধার্থ কাঞ্জিলাল। ২০১৪ সালের ২ অক্টোবর বর্ধমানের খাগড়াগড়-এ এক বিস্ফোরণের ঘটনায় জেএমবি জঙ্গিদের ষড়যন্ত্র ও কার্যকলাপ প্রকাশ্যে এসেছিল।
  • প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি নৃপেন্দ্র মিশ্র পদত্যাগ করলেন।

 

বিবিধ

  • ১০টি রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্ককে সংযুক্তি করণের মাধ্যমে ৪টি ব্যাঙ্কে পরিণত করার সিদ্ধান্ত জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।এর ফলে দেশে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংখ্যা ১৮ থেকে কমে হবে ১২। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অব কমার্স এবং ইউনাইটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়া একসঙ্গে মিশে যাবে।ইন্ডিয়ান ব্যাঙ্ক মিশবে এলাহাবাদ ব্যাঙ্কের সঙ্গে।ইউনিয়ন ব্যাঙ্ক, অন্ধ্র ব্যাঙ্ক, কর্পোরেশন ব্যাঙ্ক সংযুক্ত হবে।২০১৭ সালে দেশে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংখ্যা ছিল ২৭।
  • চলতি অর্থবর্ষের প্রথমত্ ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) দেশে বৃদ্ধির হার হয়েছে ৫ শতাংশ।২০১৩ সালের জানুয়ারি–মার্চ মাসের পর এই প্রথম এত কম হল বৃদ্ধির হার।
  • ইপিএফ–এ গত অর্থবর্ষের জন্য সুদের হার ৮.৫৫ থেকে বাড়িয়ে ৮.৬৫ শতাংশ করর সিদ্ধান্ত জানাল কেন্দ্রীয় শ্রম মন্ত্রক।

 

খেলা

  • শুটিং বিশ্বকাপে ১০ মিটার এয়ার পিস্তলে সোনার পদক জিতলেন সঞ্জীব রাজপুত। ওই ইভেন্টেই ব্রোঞ্জ পেলেন ভারতের সৌরভ চৌধুরী।
  • জামাইকায় ভারত–ওয়েস্ট ইন্ডিজের মধ্যে শুরু হল দ্বিতীয় টেস্ট। প্রথম দিনে ইনিংসে ৫ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ২০৩ রান।৭৬ রান করলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।ওয়েস্ট ইন্ডিজ দলে এদিন অভিষেক হল ক্যারিবিয়ান ক্রিকেটে `মাউন্টেন ম্যান’। নামে পরিচিত ১৪০ কেজি ওজনের রাহকিম কর্নওয়ালের। এই অফস্পিনারের প্রথম শিকার চেতেশ্বর পূজারার উইরেট।