কারেন্ট অ্যাফেয়ার্স ৩০ জানুয়ারি, ২০১৯

schedule
2019-02-04 | 05:01h
update
2019-02-04 | 05:01h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • বিশ্বের সব থেকে দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া, সিরিয়া এবং দক্ষিণ সুদান। সব থেকে কম দুর্নীতির দেশ ডেনমার্ক। দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। বিশ্বের ১৮০টি দেশ নিয়ে সমীক্ষা চালিয়ে এই তালিকা প্রকাশ করল আন্তর্জাতিক সংস্থা `ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল’। এই তালিকায় ভারত গত বছরের থেকে ৩ ধাপ এগিয়ে ৭৮ তম স্থান পেয়েছে।চিন, পাকিস্তানের ক্রম যথাক্রমে ৮৭ ও ১১৭।
  • শৈত্য প্রবাহ চলছে উত্তর-মধ্য মার্কিন মুলুকে। সর্বনিম্ন তাপমাত্রা হিমাঙ্কের ৬০ ডিগ্রি নিচেও নেমে গিয়েছে কোথাও কোথাও। মৃত্যু হল ৩ ব্যক্তির।

জাতীয়

  • জাতীয় পরিসংখ্যান কমিশন (এনএসসি)–এর প্রধান পিসি মোহানন পদত্যাগ করলেন। কমিশনের আরও এক সদস্য জেভি মীনাক্ষীও কমিশনের সদস্যপদ থেকে ইস্তফা দিলেন। উভয়েরই অভিযোগ, কর্মসংস্থান সংক্রান্ত পরিসংখ্যান প্রকাশে বাধা পেয়ে এই সিদ্ধান্ত নেওয়া হল।
  • হায়দরাবাদে নুমাইশ মেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের শতাধিক দোকান ধূলিসাত হল।
  • বিচ্ছিন্নবাদী হুরিয়ত কনফারেন্সের নেতা মিরওয়াইজ উমর পাবুকের সঙ্গে ফোনে কথা বলেছেন পাক বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেসি।এই ঘটনায় পাক হাইকমিশনার সোহেল মাহমুদকে ডেকে পাঠিয়ে প্রতিবাদ জানালেন ভারতের বিদেশ সচিব বিজয় গোখলে।
Advertisement

বিবিধ

  • আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও চন্দা কোছাড় ব্যাঙ্কের আচরণবিধি ভেঙে ছিলেন বলে উল্লেখ করা হল অবসরপ্রাপ্ত বিচারপতি বি এন শ্রীকৃষ্ণের তদন্ত রিপোর্টে। ব্যাঙ্কের নিজস্ব তদন্ত তাঁকে নির্দোষ বলেছিল। নিরপেক্ষ তদন্ত রিপোর্ট প্রকাশের পর ব্যাঙ্ক তাঁর বকেয়া না মেটানোর এবং ইস্তফা না মেনে ছন্দাকে বহিষ্কারের সিদ্ধান্ত জানাল।
  • অস্কারজয়ী মার্কিন চলচ্চিত্র নির্দেশক ব্যারি লেভিনসনের পরবর্তী ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া অভিনয় করবেন বলে জানানো হল। এটি হবে হলিউডে তাঁর চতুর্থ ছবি।

 খেলা

  • স্পট ফিক্সিং কাণ্ডে ভারতীয় পেশ বোলার এম শ্রীকান্তের আচরণও সন্দেহের ঊর্ধ্বে নয় বলে মন্তব্য করল সুপ্রিম কোর্ট। ২০১৩ সালে আইপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগে তাঁকে ক্রিকেট থেকে নির্বাসন দিয়েছিল বিসিসিআই।
  • আন্তর্জাতিক প্রীতি ফুটবল ভারতের মহিলা দল ইন্দোনেশিয়াকে ২-০ গোলে পরাজিত করল। জাকার্তায় গত ২৭ জানুয়ারি প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ৩-০ গোলে হারিয়ে ছিল ভারতের মহিলা ফুটবলাররা।
  • সন্তোষ ট্রফির বাংলা দলের অধিনায়কত্ব করবেন দীপেন্দু দুয়ারি। প্রশিক্ষক বিশ্বজিত ভট্টাচার্য। এদিন দল ঘোষিত হল।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.05.2024 - 00:59:35
Privacy-Data & cookie usage: