কারেন্ট অ্যাফেয়ার্স ৩০ নভেম্বর ২০১৯

617
0

আন্তজার্তিক

  • লন্ডনে ব্রিজে ছুরি নিয়ে আততায়ীর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি জঙ্গি হামলাই।নিহত আততায়ী উসমান খান তাদের `যোদ্ধা’ বলে দাবি করল আই এস। নিহত জঙ্গি পাকিস্তানি বংশোদ্ভূত।পাকিস্তানে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি শিবির তৈরির পরিকল্পনা ছিল তার। ২০১২ সালে জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার দায়ে কারাদণ্ডও হয়েছিল তার। লন্ডন ব্রিজ হামলার তদন্ত করছে স্কটল্যান্ড ইয়ার্ডের সন্ত্রাসদমন শাখা। ভারতীয় বংশোদ্ভূত তথা অ্যাসিস্ট্যান্ট কমিশনার নীল বসু এই হামলার তদন্ত শুরু করেছেন।
  • দেশব্যাপী দীর্ঘ আন্দোলনের পর অবশেষে ইস্তফা দিলেন ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মহদি।
  • ইসলামাবাদ, পেশোয়ার, করাচিসহ পাকিস্তানের ২৪টি শহরে বিশাল মিছিলে পা মেনাল ছাত্র ও নাগরিক সমাজ। শিক্ষায় বেসরকারিকরণ, ফি বৃদ্ধির প্রতিবাদে ও সেনা পুলিশের বাড়াবাডির বিরুদ্ধে এই আন্দোলন শুরু হল।

 

জাতীয়

  • মহারাষ্ট্র বিধানসভায় আস্থা ভোটে জয়ী হলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।১৬৯ জন বিধায়ক তাঁকে সমর্থন জানিয়েছেন।
  • ২০২১ সাল থেকে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা বাংলা সহ ১১টি আঞ্চলিক ভাষাতেও নেওয়া হবে জানাল কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।

 

বিবিধ

  • সাইবেরিয়ার বরফ ঢাকা এক জায়গা থেকে ১৮,০০০ বছরের পুরনো একটি চতুষ্পদ শাবকের দেহ উদ্ধার হয়েছে। মাস দুয়েকের শাবকটি নেকডে ও কুকুরদের বিবর্তনে কোনো যোগসূত্র হতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। তাঁরা এর নাম দিলেন `ডোগর’ । স্থানীয় ভাষায় তার অর্থ বন্ধু।
  • ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়াল রাষ্টায়ত্ত তেল সংস্থাগুলি। পর পর ৪ মাস দাম বাড়ল।

 

খেলা

  • কাজাকস্তানের রাজধানী মুল সুলতানে ডেভিসকাপের ম্যাচে ভারত ৪-০ ব্যবধানে পাকিস্তানকে পরাস্ত করল। ২০২০ সালে ডেভিস কাপের বাছাই পর্বে খেলার যোগ্যতা অর্জন করল ভারত।এদিন ম্যাচ জিতলেন লিয়েন্ডার পেজ-জীবন নেদুনচেমিয়ান জুটি ও সুমিত নাগাল। ডাবলসে ডেভিস কাপে ৪৪ তম ম্যাচ জিতে নিজের রেকর্ডকেই উন্নত করলেন লিয়েন্ডার।ডেভিসকাপে সর্বোচ্চ ডাবলস ম্যাচ জেতার নজির গডেড় ছিলেন লিয়েন্ডার পেজ।
  • অ্যাডিলেডে গোলাপি টেস্টে অস্ট্রেলিয়া ৩ উইকেটে ৫৮৯ রান করে ইনিংস ডিক্লেয়ার করল। জবাবে ৬ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৯৬ রান। এদিন ডেভিড ওয়ার্নার করলেন অপরাজিত ৩৩৫ রান। তিনি ভাঙলেন ডন ব্র্যাডম্যানের টেস্টে সর্বোচ্চ ৩৩৪ রানের রেকর্ড। দিন রাতের টেস্টে এটিই সর্বোচ্চ রান। তিনি ভাঙলেন পাকিস্তানের আজাহার আলির অপরাজিত ৩০২ রানের রেকর্ড। টেস্ট ক্রিকেটে ওয়ার্নারের এই রান দশম সর্বোচ্চ।
  • আই লিগের উদ্বোধনী ম্যাচে মোহনবাগান-আই জল এফ সির খেলাটি গোলশূন্য ড্র হল।