কারেন্ট অ্যাফেয়ার্স ৩০ মে ২০১৮

552
0
current-affairs-30052018-picture

জাতীয়

  • দিল্লির মালব্য নগরে রবার কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজে লাগানো হল বায়ুসেনার ‘বাম্বি বাকেট’ প্রযুক্তি। এমআই-১৭ হেলিকপ্টার থেকে এই প্রযুক্তিতে যমুনার জল দিয়ে আগুন নেভানো হল। দমকলের ৮০টি ইঞ্জিন ওই আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছিল।
  • সাংবাদিক গৌরী লঙ্কেশ খুনে চার্জশিট পেশ করল বেঙ্গালুরু পুলিশ। এই হত্যাকাণ্ডে এটাই প্রথম চার্জশিট।
  • দ্বিতীয় শ্রেণি পর্যন্ত পাঠরত পড়ুয়াদের কোনো হোমওয়ার্ক দেওয়া যাবে না। স্কুল ব্যাগের ভার কমাতে হবে। ছাত্রছাত্রীদের স্বার্থে এমন€ই একগুচ্ছ নির্দেশ জারি করলেন মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি এন কিরুবরণ। আইনজীবী এম পুরুষোত্তমের করা মামলার সূত্রে এই রায় দিলেন তিনি।

আন্তর্জাতিক

  • নারীদের সমানাধিকার আদায়ের লক্ষ্যে আরও এক পা এগোল সৌদি আরব। যৌন হেনস্থাকে কড়া শাস্তিযোগ্য অপরাধ হিসাবে চিহ্নিত করল সৌদি মন্ত্রিসভার উপদেষ্টা ‘শুরা কাউন্সিল’। এতদিন এই বিষয়ে স্পষ্ট কোনো আইন ছিল না। ২৪ জুন থেকে মেয়েদের গাড়ি চালানোর সিদ্ধান্তও কার্যকর করা হবে বলে জানানো হল।
  • জিম্বাবোয়েতে ৩০ জুলাই সাধারণ নির্বাচনের দিন ঘোষিত হল। প্রসঙ্গত, দুর্নীতির অভিযোগে গত নভেম্বরে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করা হয়েছিল রবার্ট মুগাবেকে। অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব সামলাচ্ছেন এমারসন লাং গাগওয়া।
  • জাপানে বৈজ্ঞানিক পরীক্ষার ছুতোয় ৩৩৩টি তিমি শিকার করা হয়েছে। হারপুন দিয়ে শিকার করে তার মাংস কেটে বিক্রি করা হয়েছে। আন্তর্জাতিক তিমি শিকার কমিশন এক বৈঠকে এই তথ্য জানালো।
  • ইন্দোনেশিয়া সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানকার রাষ্ট্রপতি জোকো উইডোডোর সঙ্গে বৈঠক হল তাঁর।

খেলা

  • ভারতের সফল ডিসকাস থ্রোয়ার বিকাশ গৌড়া অবসর নিলেন। ১৫ বছরের ক্রীড়া জীবনে তিনি ৪ বার অলিম্পিকে অংশ নিয়েছেন। প্রথম ভারতীয় পুরুষ হিসাবে তিনি কমনওয়েলথ গেমসে পদক জিতেছিলেন। এখন গৌড়ার বয়স ৩৫ বছর।
  • ক্রিকেটে জাতীয় নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যানের বেতন বার্ষিক ৮০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১ কোটি এবং নির্বাচকদের বার্ষিক বেতন ৬০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৭৫-৮০ লক্ষ টাকা করার সিদ্ধান্ত জানাল বিসিসিআই-এর ক্রিকেট অপারেশন উইং।

বিবিধ

  • আইসিআইসিআই ব্যাঙ্কের এমডি-সিইও ছন্দা কোছরের বিরুদ্ধে স্বাধীন এবং বিশদ তদন্তের সিদ্ধান্ত নিলেন ব্যাঙ্কটির কর্তৃপক্ষ। প্রসঙ্গত, স্বজন পোষণের অভিযোগে ছন্দাকে গত ২৫ মে নোটিস পাঠিয়েছে সেবি। আইসিআইসিআই ব্যাঙ্ক ভিডিওকন গোষ্ঠীকে ৩২৫০ কোটি টাকা ঋণ দিয়েছিল যার বড় অংশ অনুৎপাদক সম্পদে পরিণত হয়। ওই ঋণ পাওয়ার পরই ভিডিওকন কর্তা বেণুগোপাল ধুত ৬৪ কোটি টাকা লগ্নি করেছিলেন ছন্দা কোছরের স্বামী দীপক কোছরের সংস্থায়।
  • আগামী ১ জুন থেকে পেট্রোল ও ডিজেলে প্রতি লিটারে ১ টাকা করে বিক্রয় কর কমানোর সিদ্ধান্ত জানালো কেরল সরকার। প্রথম রাজ্য হিসাবে তারা এই পদক্ষেপ নিল। এতে রাজ্যের বার্ষিক ৫০০ কোটি টাকা রাজস্ব ক্ষতি বলে জানানো হল। এদিকে টানা ১৬দিন পেট্রোপণ্যের মূলবৃদ্ধির পর এদিন প্রতি লিটার ডিজেল ও পেট্রোলে ১ পয়সা করে দাম কমাল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি।
  • ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নসের ডাকে ধর্মঘটে শামিল হলেন দেশের সিংহভাগ ব্যাঙ্কের কর্মচারী।